নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সিদ্ধান্ত অনুযায়ী প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসের ভেতরে রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা।
আবু হোরায়রা বলেন, ‘বাংলাদেশ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র। প্রত্যেক নাগরিক তাঁর পছন্দমতো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে তাঁর রাজনৈতিক ভাবনার বিস্তার ঘটাতে পারবেন। সংবিধান সেই ক্ষমতা নাগরিককে দিয়েছে। সংবিধানের ৩৮ নং অনুচ্ছেদে রাষ্ট্র নাগরিকদের এই অধিকার নিশ্চিতকরণের কথা বলেছে। সংবিধানের-৩৯ নং অনুচ্ছেদে জনগণের চিন্তা-বিবেক, বাক্স্বাধীনতা এবং ভাব প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। ইউজিসির নীতিমালায় ছাত্রসংগঠন করা যাবে না, এমন কিছু বলা হয়নি। ২০১০ সালে ইউজিসির নীতিমালা পরিবর্তনের পরও সেখানে ছাত্রসংগঠন করা যাবে না এমন কিছু বলা হয়নি।’
বৈশ্বিক রাজনীতিতে টিকে থেকে দেশকে এগিয়ে নিতে হলে মেধাভিত্তিক ছাত্ররাজনীতি চর্চার বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান প্রজন্ম রাজনৈতিকভাবে অসচেতন হলে, দেশে দূর্নীতি, লুটপাট, ভয়ের সংস্কৃতি, বিচারহীনতা বৃদ্ধির পাশাপাশি, নতুন নেতৃত্ব সৃষ্টির অভাবে দেশ একসময় বিদেশি প্রভুনির্ভর অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।’
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা বিশ্ববিদ্যালয় মালিক কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রসংগঠনের নেতাদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতি করা ব্যক্তির সাংবিধানিক অধিকার। কোনো প্রতিষ্ঠান সেটি নিষিদ্ধ করতে পারে না। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর আলোচনায় না বসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো ও রিট করার হুঁশিয়ারি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার প্রমুখ।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির (এপিইউবি) সিদ্ধান্ত অনুযায়ী প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসের ভেতরে রাজনীতি নিষিদ্ধের প্রতিবাদ জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানান বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা।
আবু হোরায়রা বলেন, ‘বাংলাদেশ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র। প্রত্যেক নাগরিক তাঁর পছন্দমতো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে তাঁর রাজনৈতিক ভাবনার বিস্তার ঘটাতে পারবেন। সংবিধান সেই ক্ষমতা নাগরিককে দিয়েছে। সংবিধানের ৩৮ নং অনুচ্ছেদে রাষ্ট্র নাগরিকদের এই অধিকার নিশ্চিতকরণের কথা বলেছে। সংবিধানের-৩৯ নং অনুচ্ছেদে জনগণের চিন্তা-বিবেক, বাক্স্বাধীনতা এবং ভাব প্রকাশের স্বাধীনতার কথা বলা হয়েছে। ইউজিসির নীতিমালায় ছাত্রসংগঠন করা যাবে না, এমন কিছু বলা হয়নি। ২০১০ সালে ইউজিসির নীতিমালা পরিবর্তনের পরও সেখানে ছাত্রসংগঠন করা যাবে না এমন কিছু বলা হয়নি।’
বৈশ্বিক রাজনীতিতে টিকে থেকে দেশকে এগিয়ে নিতে হলে মেধাভিত্তিক ছাত্ররাজনীতি চর্চার বিকল্প নেই জানিয়ে তিনি বলেন, ‘বর্তমান প্রজন্ম রাজনৈতিকভাবে অসচেতন হলে, দেশে দূর্নীতি, লুটপাট, ভয়ের সংস্কৃতি, বিচারহীনতা বৃদ্ধির পাশাপাশি, নতুন নেতৃত্ব সৃষ্টির অভাবে দেশ একসময় বিদেশি প্রভুনির্ভর অকার্যকর রাষ্ট্রে পরিণত হবে।’
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আবু হোরায়রা বিশ্ববিদ্যালয় মালিক কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রসংগঠনের নেতাদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, রাজনীতি করা ব্যক্তির সাংবিধানিক অধিকার। কোনো প্রতিষ্ঠান সেটি নিষিদ্ধ করতে পারে না। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর আলোচনায় না বসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো ও রিট করার হুঁশিয়ারি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার প্রমুখ।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় রাজনৈতিক জোটের অন্দরে আসন সমঝোতা নিয়ে এক চরম নাটকীয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই জোটে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে সৃষ্ট জটিলতা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কাটেনি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের রশি
২ ঘণ্টা আগে
একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১৩ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১৪ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১৪ ঘণ্টা আগে