নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগেকে ‘হত্যাকারী’ আখ্যা দিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনা না করতে আহ্বান জানিয়েছে বিএনপি। আজ সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা জানান।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে। কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয়। যারা ছাত্রদের হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে, রাজনৈতিক নেতাদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে জনগণ আছে।’
এর আগে প্রধান উপদেষ্টার রাষ্ট্রিয় বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা এই বৈঠকে অংশ নেন। বিএনপি প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।
বৈঠকের আলোচনার বিষয় জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায়, সে বিষয়ে আমাদের মতামত দিয়েছি। তাদের চিন্তাও আমাদের জানিয়েছেন। আমরা মনে করি এই সরকারকে সহায়তা করা দেশের প্রতিটি দেশ প্রেমিক মানুষের কর্তব্য।’
এ সময় বিরাজমান পরিস্থিতিতে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে করে ফখরুল বলেন,‘আজকে দুর্ভাগ্যজনকভাবে এই মানুষগুলো, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করে নিয়েছিল, তারা আবার ভারতে পালিয়ে গিয়ে সেখানে অবস্থান নিয়ে বাংলাদেশে যে বিজয় হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবারো চক্রান্ত শুরু করেছে।’
তিনি বলেন, ‘আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি-এখানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের যে গল্প ফাঁদা হয়েছে, সেগুলো উদ্দেশ্যমূলক। সেই গল্পটা বাংলাদেশ ও এই সরকারের ভাবমূর্তি নষ্ট করা এবং আন্দোলনকে নস্যাৎ করবার চক্রান্ত। আমরা মনে করি এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার।’
নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি। আমরা আগেও বলেছি-নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে একটা নির্দিষ্ট সময় লাগবে। সেই সময়টা আমরা অবশ্যই তাদের দিয়েছি। আমরা তাদের সব বিষয়গুলোকে সমর্থন দিয়েছি।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগেকে ‘হত্যাকারী’ আখ্যা দিয়ে দলটির সঙ্গে কোনো আলোচনা না করতে আহ্বান জানিয়েছে বিএনপি। আজ সোমবার বিকেলে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা জানান।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবে। কিন্তু কোনো হত্যাকারীর সঙ্গে নয়। যারা ছাত্রদের হত্যা করেছে, শিশুদের হত্যা করেছে, রাজনৈতিক নেতাদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে জনগণ আছে।’
এর আগে প্রধান উপদেষ্টার রাষ্ট্রিয় বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির স্থায়ী কমিটির সদস্যরা এই বৈঠকে অংশ নেন। বিএনপি প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও সালাহউদ্দিন আহমেদ।
বৈঠকের আলোচনার বিষয় জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আমরা দেশের বর্তমান পরিস্থিতিতে কি কি করা যায়, সে বিষয়ে আমাদের মতামত দিয়েছি। তাদের চিন্তাও আমাদের জানিয়েছেন। আমরা মনে করি এই সরকারকে সহায়তা করা দেশের প্রতিটি দেশ প্রেমিক মানুষের কর্তব্য।’
এ সময় বিরাজমান পরিস্থিতিতে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে করে ফখরুল বলেন,‘আজকে দুর্ভাগ্যজনকভাবে এই মানুষগুলো, যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করে নিয়েছিল, তারা আবার ভারতে পালিয়ে গিয়ে সেখানে অবস্থান নিয়ে বাংলাদেশে যে বিজয় হয়েছে সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আবারো চক্রান্ত শুরু করেছে।’
তিনি বলেন, ‘আমরা একটা কথা খুব স্পষ্ট করে বলেছি-এখানে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের যে গল্প ফাঁদা হয়েছে, সেগুলো উদ্দেশ্যমূলক। সেই গল্পটা বাংলাদেশ ও এই সরকারের ভাবমূর্তি নষ্ট করা এবং আন্দোলনকে নস্যাৎ করবার চক্রান্ত। আমরা মনে করি এ বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার।’
নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, ‘নির্বাচন নিয়ে আমরা কোনো কথা বলিনি। আমরা আগেও বলেছি-নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করতে একটা নির্দিষ্ট সময় লাগবে। সেই সময়টা আমরা অবশ্যই তাদের দিয়েছি। আমরা তাদের সব বিষয়গুলোকে সমর্থন দিয়েছি।’

কমিটিতে সিনিয়র সহসভাপতি নেওয়াজ খান বাপ্পিসহ ২৮ জন সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ ২৫ জন যুগ্ম সাধারণ সম্পাদক, সহসভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদক মোহাম্মাদ আলী ত্বোহা, প্রচার সম্পাদক মনিরুজ্জামান মনির, অর্থ সম্পাদক পদে রয়েছেন তারেক আজাদ।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ-তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর) ও ২ (দিরাই-শাল্লা) আসনে দুজন করে প্রার্থী দিয়েছে বিএনপি। এ বিষয়ে কেন্দ্র থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত করে স্পষ্ট কিছু বলা হয়নি। আর এতেই নেতা-কর্মী, সমর্থক, ভোটারেরা পড়েছেন দ্বিধাদ্বন্দ্ব ও বিভ্রান্তিতে। অনেকে বিএনপির...
১২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদত্যাগী কয়েকজন নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানে সক্রিয় কয়েকজন ছাত্রনেতার সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। এই প্ল্যাটফর্মের নাম হবে জনযাত্রা (পিপলস মার্চ)। রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে আনুষ্ঠানিকভাবে...
১২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সোমবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
১৬ ঘণ্টা আগে