নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে ওই কমিশনের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড এবং শাহবাগ থানার ২১ নম্বর ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্বাস। সেখানে তিনি বলেন, ‘সিইসি বলেছেন তলোয়ার নিয়ে আসলে রাইফেল দিয়ে প্রতিরোধ করতে হবে। এ তো নির্বোধ ব্যক্তি, তাঁর (সিইসি) কোনো বুদ্ধিসুদ্ধি নাই।’
সিইসিকে উদ্দেশ করে আব্বাস বলেন, ‘আরে ভাই, তলোয়ার তো অনেক আগে চলে গেছে, সেই অটোম্যান সাম্রাজ্যের পরে তো আর তলোয়ার আসে নাই। আপনি তলোয়ার কোথা থেকে আবিষ্কার করলেন? রাইফেল হাতে নেবে? উনি কি রেফারির ভূমিকা পালন করতে পারবেন? সেটাও তো পারবেন না। আমাদের বক্তব্য স্পষ্ট, এ রকম ফালতু নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।’
সরকারকে সতর্ক করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজকে প্রধানমন্ত্রীকে সম্মানের সঙ্গে একটা কথা বলতে চাই, আমরা কিন্তু সামনের দিনগুলোতে ঘর থেকে মিছিল নিয়ে রাস্তায় যাব। সমস্ত মিছিল নিয়ে যেকোনো একটা চৌরাস্তায় গিয়ে আমরা মিলিত হবো। এই মিছিল রমনা থেকে বের হবে, শাহবাগ থেকে বেরোবে, শাহজাহানপুর থেকে বের হবে, ফকিরাপুল থেকে বের হবে, মতিঝিল থেকে বের হবে। সব একসঙ্গে আমরা ওই বঙ্গভবন কিংবা সরকারের সচিবালয় ঘেরাও করবো—মনে রাইখেন।’
গ্রিসে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির অস্ত্র-গোলাবারুদসহ উড়োজাহাজ দুর্ঘটনার পরিষ্কার ব্যাখ্যা দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘এই যে একটা বিমান ক্র্যাশ হলো, আমি খুব দুঃখের সঙ্গে বলছি—অস্ত্রসহ একটা প্লেন ক্র্যাশ হলো। এই অস্ত্র কার জন্য ওরা আনতে গিয়েছিল? এ বিষয়ে একটা পরিষ্কার ব্যাখ্যা আমরা চাই।’

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের বক্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। একই সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে ওই কমিশনের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
আজ সোমবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড এবং শাহবাগ থানার ২১ নম্বর ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্বাস। সেখানে তিনি বলেন, ‘সিইসি বলেছেন তলোয়ার নিয়ে আসলে রাইফেল দিয়ে প্রতিরোধ করতে হবে। এ তো নির্বোধ ব্যক্তি, তাঁর (সিইসি) কোনো বুদ্ধিসুদ্ধি নাই।’
সিইসিকে উদ্দেশ করে আব্বাস বলেন, ‘আরে ভাই, তলোয়ার তো অনেক আগে চলে গেছে, সেই অটোম্যান সাম্রাজ্যের পরে তো আর তলোয়ার আসে নাই। আপনি তলোয়ার কোথা থেকে আবিষ্কার করলেন? রাইফেল হাতে নেবে? উনি কি রেফারির ভূমিকা পালন করতে পারবেন? সেটাও তো পারবেন না। আমাদের বক্তব্য স্পষ্ট, এ রকম ফালতু নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না।’
সরকারকে সতর্ক করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আজকে প্রধানমন্ত্রীকে সম্মানের সঙ্গে একটা কথা বলতে চাই, আমরা কিন্তু সামনের দিনগুলোতে ঘর থেকে মিছিল নিয়ে রাস্তায় যাব। সমস্ত মিছিল নিয়ে যেকোনো একটা চৌরাস্তায় গিয়ে আমরা মিলিত হবো। এই মিছিল রমনা থেকে বের হবে, শাহবাগ থেকে বেরোবে, শাহজাহানপুর থেকে বের হবে, ফকিরাপুল থেকে বের হবে, মতিঝিল থেকে বের হবে। সব একসঙ্গে আমরা ওই বঙ্গভবন কিংবা সরকারের সচিবালয় ঘেরাও করবো—মনে রাইখেন।’
গ্রিসে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির অস্ত্র-গোলাবারুদসহ উড়োজাহাজ দুর্ঘটনার পরিষ্কার ব্যাখ্যা দাবি করে মির্জা আব্বাস বলেন, ‘এই যে একটা বিমান ক্র্যাশ হলো, আমি খুব দুঃখের সঙ্গে বলছি—অস্ত্রসহ একটা প্লেন ক্র্যাশ হলো। এই অস্ত্র কার জন্য ওরা আনতে গিয়েছিল? এ বিষয়ে একটা পরিষ্কার ব্যাখ্যা আমরা চাই।’

জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে দলীয় ও মিত্র দলের প্রার্থীদের পক্ষে ভোটের মাঠে সর্বশক্তি নিয়োগ করতে চায় বিএনপি। কিন্তু কোথাও কোথাও এই পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের মনোনয়নবঞ্চিত নেতারা। দলের সমর্থন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে থেকে যাওয়ার বিষয়ে অনড় অবস্থান নিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
১৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
১৫ ঘণ্টা আগে