নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গভীর রাতে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল সোমবার রাতে তাঁকে উত্তরার নিজ বাসা থেকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি দল আটক করে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি মিডিয়া ফারুক হোসেন।
তবে ঠিক কোন অভিযোগে তাঁকে আটক করা হলো, সে বিষয়ে কিছু জানায়নি ঢাকা মহানগর পুলিশ।
আজ মঙ্গলবার সকালে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেন, ‘ক্ষমতাসীন সরকার ধারাবাহিকভাবে জামায়াতের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। জামায়াতকে নেতৃত্বশূন্য করার সরকারি সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জামায়াতের ওপর নির্যাতন ও নিষ্পেষণ চালিয়ে এবং আমিরে জামায়াতকে গ্রেপ্তার করে বর্তমান আওয়ামী সরকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নিকৃষ্টতম নজির স্থাপন করেছে।
‘আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সরকার এই গ্রেপ্তারের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ভয়ভীতি দেখিয়ে, মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলন বন্ধ করা যাবে না।’
এর আগে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সেলের সমন্বয়ক আতাউর রহমান সরকার আজকের পত্রিকাকে জানান, সোমবার রাত ২টার পর শফিকুর রহমানকে বাসা থেকে ‘ডিবি পরিচয়ে’ তুলে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘জামায়াতের আমিরকে তুলে নেওয়ার সময় ডিবি পুলিশ তাঁর বাসা তছনছ করে এবং বাড়ির সবার মোবাইল ফোন কেড়ে নেয়।’
১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠের বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা করে বিএনপি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একই দিনে ১০ দফা দিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়।
দলটির নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ সিনিয়র অনেক নেতা বছরখানেক আগেই গ্রেপ্তার হয়েছেন।
এর আগে গত ৯ নভেম্বর জামায়াতের আমিরের ছেলেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করে সিটিটিসি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে গভীর রাতে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল সোমবার রাতে তাঁকে উত্তরার নিজ বাসা থেকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) একটি দল আটক করে বলে জানিয়েছেন ডিএমপির ডিসি মিডিয়া ফারুক হোসেন।
তবে ঠিক কোন অভিযোগে তাঁকে আটক করা হলো, সে বিষয়ে কিছু জানায়নি ঢাকা মহানগর পুলিশ।
আজ মঙ্গলবার সকালে এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম বলেন, ‘ক্ষমতাসীন সরকার ধারাবাহিকভাবে জামায়াতের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। জামায়াতকে নেতৃত্বশূন্য করার সরকারি সব প্রচেষ্টা অব্যাহত রয়েছে। জামায়াতের ওপর নির্যাতন ও নিষ্পেষণ চালিয়ে এবং আমিরে জামায়াতকে গ্রেপ্তার করে বর্তমান আওয়ামী সরকার বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নিকৃষ্টতম নজির স্থাপন করেছে।
‘আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সরকার এই গ্রেপ্তারের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ভয়ভীতি দেখিয়ে, মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলন বন্ধ করা যাবে না।’
এর আগে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের প্রচার সেলের সমন্বয়ক আতাউর রহমান সরকার আজকের পত্রিকাকে জানান, সোমবার রাত ২টার পর শফিকুর রহমানকে বাসা থেকে ‘ডিবি পরিচয়ে’ তুলে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, ‘জামায়াতের আমিরকে তুলে নেওয়ার সময় ডিবি পুলিশ তাঁর বাসা তছনছ করে এবং বাড়ির সবার মোবাইল ফোন কেড়ে নেয়।’
১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠের বিভাগীয় গণসমাবেশ থেকে ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের ঘোষণা করে বিএনপি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একই দিনে ১০ দফা দিয়ে কর্মসূচি ঘোষণা করা হয়।
দলটির নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারসহ সিনিয়র অনেক নেতা বছরখানেক আগেই গ্রেপ্তার হয়েছেন।
এর আগে গত ৯ নভেম্বর জামায়াতের আমিরের ছেলেকে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করে সিটিটিসি।

বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
১০ ঘণ্টা আগে
ঢাকা-১৯ (সাভার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বিরুদ্ধে ছিল দুর্নীতির একটিসহ ১৮টি মামলা। এর মধ্যে ৯টিতে খালাস পেয়েছেন তিনি। ৮টি মামলা এখনো বিচারাধীন। একটি মামলার তদন্ত চলছে। এদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আফজাল হোসাইন সাতটি মামলার মধ্যে চারটিতে খালাস পেয়েছেন। দুটিতে চূড়ান
১১ ঘণ্টা আগে
সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদ এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া তাসনিম জারাসহ ৫১ জন। গতকাল শনিবার প্রথম দিন ৭০টি আবেদনের শুনানিতে ৫২টি মঞ্জুর করেছে নির্বাচন
১৪ ঘণ্টা আগে