
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং তা মূলধারার গণমাধ্যমে প্রচার হওয়া অত্যন্ত দুঃখজনক। এসব অপপ্রচারের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।
আজ সোমবার সকালে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরের জাহাপুর বাজারে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা এসব কথা বলেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাসস এই খবর দিয়েছে।
আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা দেখেছেন, চাঁদপুরের একটি ঘটনার সঙ্গে আমার পরিবারকে জড়িয়ে একটি বিশেষ শ্রেণি পরিকল্পিতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আমি ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু গুজব ছড়ানো হয়, যা দুঃখজনকভাবে পরবর্তীতে মূলধারার গণমাধ্যমেও উঠে আসে। এটা কখনোই কাম্য নয়।’
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময় মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘স্থানীয় সরকারে দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অনেক নাগরিক দৈনন্দিন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজনের নির্দেশনা দেওয়া হবে।’
ঈদের পরদিন মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ হয়ে মুরাদনগরে প্রবেশ করেন এবং বাবুটিপাড়া, পাহাড়পুর, ছালিয়াকান্দি, জাহাপুর, শুষুন্ডা, দারোরা ও নহল চৌমুহনী গ্রামে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ঘুরে দেখেন।
পান্তি বাজারে তিনি স্থানীয় জনগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। সেখানকার সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দারোরা বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘মানুষের নানা রকম চাওয়া-পাওয়া থাকে, আমি সরাসরি আপনাদের কাছে এসেছি সেগুলো শুনতে। আপনারা যে জনকল্যাণমূলক প্রয়োজনীয় বিষয়গুলো লিখিতভাবে জানাবেন, সেগুলোর বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নেবে।’
এলাকা পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন কুমিল্লার পুলিশ সুপার নজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং তা মূলধারার গণমাধ্যমে প্রচার হওয়া অত্যন্ত দুঃখজনক। এসব অপপ্রচারের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।
আজ সোমবার সকালে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরের জাহাপুর বাজারে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা এসব কথা বলেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাসস এই খবর দিয়েছে।
আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা দেখেছেন, চাঁদপুরের একটি ঘটনার সঙ্গে আমার পরিবারকে জড়িয়ে একটি বিশেষ শ্রেণি পরিকল্পিতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আমি ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু গুজব ছড়ানো হয়, যা দুঃখজনকভাবে পরবর্তীতে মূলধারার গণমাধ্যমেও উঠে আসে। এটা কখনোই কাম্য নয়।’
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময় মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘স্থানীয় সরকারে দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অনেক নাগরিক দৈনন্দিন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজনের নির্দেশনা দেওয়া হবে।’
ঈদের পরদিন মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ হয়ে মুরাদনগরে প্রবেশ করেন এবং বাবুটিপাড়া, পাহাড়পুর, ছালিয়াকান্দি, জাহাপুর, শুষুন্ডা, দারোরা ও নহল চৌমুহনী গ্রামে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ঘুরে দেখেন।
পান্তি বাজারে তিনি স্থানীয় জনগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। সেখানকার সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দারোরা বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘মানুষের নানা রকম চাওয়া-পাওয়া থাকে, আমি সরাসরি আপনাদের কাছে এসেছি সেগুলো শুনতে। আপনারা যে জনকল্যাণমূলক প্রয়োজনীয় বিষয়গুলো লিখিতভাবে জানাবেন, সেগুলোর বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নেবে।’
এলাকা পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন কুমিল্লার পুলিশ সুপার নজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান।

একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
৯ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১০ ঘণ্টা আগে
একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল ভোটারদের কাছ থেকে বিভিন্ন এলাকায় এনআইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ কর
১০ ঘণ্টা আগে
জাতীয় পার্টি (জাপা), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল এবং জাতীয় পার্টির একাধিক অংশের নেতৃত্বে গঠিত জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে (ইসি) স্মারকলিপি দিয়েছে ‘জুলাই ঐক্য’ নামের একটি সংগঠন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন
১০ ঘণ্টা আগে