
উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং তা মূলধারার গণমাধ্যমে প্রচার হওয়া অত্যন্ত দুঃখজনক। এসব অপপ্রচারের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।
আজ সোমবার সকালে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরের জাহাপুর বাজারে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা এসব কথা বলেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাসস এই খবর দিয়েছে।
আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা দেখেছেন, চাঁদপুরের একটি ঘটনার সঙ্গে আমার পরিবারকে জড়িয়ে একটি বিশেষ শ্রেণি পরিকল্পিতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আমি ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু গুজব ছড়ানো হয়, যা দুঃখজনকভাবে পরবর্তীতে মূলধারার গণমাধ্যমেও উঠে আসে। এটা কখনোই কাম্য নয়।’
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময় মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘স্থানীয় সরকারে দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অনেক নাগরিক দৈনন্দিন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজনের নির্দেশনা দেওয়া হবে।’
ঈদের পরদিন মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ হয়ে মুরাদনগরে প্রবেশ করেন এবং বাবুটিপাড়া, পাহাড়পুর, ছালিয়াকান্দি, জাহাপুর, শুষুন্ডা, দারোরা ও নহল চৌমুহনী গ্রামে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ঘুরে দেখেন।
পান্তি বাজারে তিনি স্থানীয় জনগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। সেখানকার সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দারোরা বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘মানুষের নানা রকম চাওয়া-পাওয়া থাকে, আমি সরাসরি আপনাদের কাছে এসেছি সেগুলো শুনতে। আপনারা যে জনকল্যাণমূলক প্রয়োজনীয় বিষয়গুলো লিখিতভাবে জানাবেন, সেগুলোর বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নেবে।’
এলাকা পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন কুমিল্লার পুলিশ সুপার নজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো এবং তা মূলধারার গণমাধ্যমে প্রচার হওয়া অত্যন্ত দুঃখজনক। এসব অপপ্রচারের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন।
আজ সোমবার সকালে নিজ এলাকা কুমিল্লার মুরাদনগরের জাহাপুর বাজারে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ক্রীড়া ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা এসব কথা বলেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম বাসস এই খবর দিয়েছে।
আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা দেখেছেন, চাঁদপুরের একটি ঘটনার সঙ্গে আমার পরিবারকে জড়িয়ে একটি বিশেষ শ্রেণি পরিকল্পিতভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আমি ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু গুজব ছড়ানো হয়, যা দুঃখজনকভাবে পরবর্তীতে মূলধারার গণমাধ্যমেও উঠে আসে। এটা কখনোই কাম্য নয়।’
স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য সময় মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ প্রকাশ করবে নির্বাচন কমিশন। তিনি বলেন, ‘স্থানীয় সরকারে দীর্ঘদিন ধরে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় অনেক নাগরিক দৈনন্দিন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচনের আয়োজনের নির্দেশনা দেওয়া হবে।’
ঈদের পরদিন মুরাদনগরে আসিফ মাহমুদ সজীব উপজেলার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন। তিনি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ হয়ে মুরাদনগরে প্রবেশ করেন এবং বাবুটিপাড়া, পাহাড়পুর, ছালিয়াকান্দি, জাহাপুর, শুষুন্ডা, দারোরা ও নহল চৌমুহনী গ্রামে উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ঘুরে দেখেন।
পান্তি বাজারে তিনি স্থানীয় জনগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন। সেখানকার সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। দারোরা বাজারে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, ‘মানুষের নানা রকম চাওয়া-পাওয়া থাকে, আমি সরাসরি আপনাদের কাছে এসেছি সেগুলো শুনতে। আপনারা যে জনকল্যাণমূলক প্রয়োজনীয় বিষয়গুলো লিখিতভাবে জানাবেন, সেগুলোর বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তর ব্যবস্থা নেবে।’
এলাকা পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন কুমিল্লার পুলিশ সুপার নজির আহমেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান।

ইসির আচরণ প্রশ্নবিদ্ধ দাবি করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা মনে করি যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন।’
২৮ মিনিট আগে
জাইমা রহমান বলেন, ‘আজ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের সবার আদর্শ, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি এক নয়। তা সত্ত্বেও আমরা একসঙ্গে বসেছি এবং আলোচনা করছি। কারণ, আমরা সবাই দেশ ও দেশের মানুষের জন্য ভাবছি। এই ভিন্নতা নিয়ে একসঙ্গে কথা বলা এবং একে অপরের কথা শোনা—এটাই গণতন্ত্রের আসল সৌন্দর্য।’
৪২ মিনিট আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী জোটে সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭ টিতে প্রার্থী ঘোষণা করেছে জুলাই গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাকি ৩টি আসনের প্রার্থী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে বেরিয়ে যাওয়ায়...
২ ঘণ্টা আগে
বিএনপির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি। আজ রোববার (১৮ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এসব সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৩ ঘণ্টা আগে