ঝালকাঠি প্রতিনিধি

দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আগামী নির্বাচনে আনুপাতিক (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) পদ্ধতিতে আসন বণ্টন চান বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে ইসলামী আন্দোলনের ঝালকাঠি শাখার জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘যারা নৌকার নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা লাঙলে নির্বাচন করে লাঙল চালাতে পারে না, যারা কাস্তে-কুঠার নিয়ে নির্বাচন করে তারা নিজের লাকড়ি কাটতে পারে না। কিন্তু হাতপাখা এমন একটি প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর থেকে অর্ধশতাব্দী এ দেশের মানুষ ক্ষমতার পালাবদল দেখেছে। তারা সামরিক শাসন দেখেছে, নির্বাচিত সরকারের শাসনও দেখেছে। কিন্তু প্রত্যেক শাসকই ক্ষমতায় গিয়ে স্বৈরাচারে পরিণত হয়েছে। এ দেশের মানুষ রক্ত ও জীবনের মায়া তুচ্ছ করে বারবার শাসক পরিবর্তন করেছে, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।’
জনগণের ভাগ্য পরিবর্তনে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নেয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো দল যখন এককভাবে সরকার গঠন করে, তখন তারা সহজেই স্বৈরাচারী হয়ে ওঠে। তাই দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তন করতে হবে। এটি একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক পদ্ধতি, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করবে।’

দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আগামী নির্বাচনে আনুপাতিক (প্রোপরশনাল রিপ্রেজেন্টেশন বা পিআর) পদ্ধতিতে আসন বণ্টন চান বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে ইসলামী আন্দোলনের ঝালকাঠি শাখার জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান তিনি।
মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘যারা নৌকার নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না, যারা লাঙলে নির্বাচন করে লাঙল চালাতে পারে না, যারা কাস্তে-কুঠার নিয়ে নির্বাচন করে তারা নিজের লাকড়ি কাটতে পারে না। কিন্তু হাতপাখা এমন একটি প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে।’
তিনি আরও বলেন, ‘স্বাধীনতার পর থেকে অর্ধশতাব্দী এ দেশের মানুষ ক্ষমতার পালাবদল দেখেছে। তারা সামরিক শাসন দেখেছে, নির্বাচিত সরকারের শাসনও দেখেছে। কিন্তু প্রত্যেক শাসকই ক্ষমতায় গিয়ে স্বৈরাচারে পরিণত হয়েছে। এ দেশের মানুষ রক্ত ও জীবনের মায়া তুচ্ছ করে বারবার শাসক পরিবর্তন করেছে, কিন্তু তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।’
জনগণের ভাগ্য পরিবর্তনে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নেয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো দল যখন এককভাবে সরকার গঠন করে, তখন তারা সহজেই স্বৈরাচারী হয়ে ওঠে। তাই দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আগামী নির্বাচনে পিআর পদ্ধতি প্রবর্তন করতে হবে। এটি একটি অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক পদ্ধতি, যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন নিশ্চিত করবে।’

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারসহ চার দফা দাবিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করছে তাঁর সংগঠনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহবাগ থেকে এ পথযাত্রা শুরু হয়।
৪ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাম দলগুলোর জোট ‘গণতান্ত্রিক যুক্তফ্রন্ট’-এর নেতারা। গতকাল সোমবার সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নেতাদের মধ্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক অবস্থা, আসন্ন সংসদ নির্বাচন
১৬ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, জমিনের মাটিতে তাঁর ভয় পাওয়ার কিছু নেই। তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, গত ৫ আগস্টের পর কীভাবে বাংলাদেশের সব জায়গায় চাঁদাবাজি, মামলা-বাণিজ্য, টাকা না দিলে মামলায় ঢুকাইয়া দেওয়ার বিরুদ্ধে আমি রুমিন ফারহানা দলে থাকা অবস্থায় কথা বলেছি
১৮ ঘণ্টা আগে
একাত্তরের মুক্তিযুদ্ধই বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি। মুক্তিযুদ্ধকে বাদ দিলে বাংলাদেশের অস্তিত্ব থাকে না। ফলে নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই এগোতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১ দিন আগে