Ajker Patrika

৮৪৮ জনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ

আজকের পত্রিকা ডেস্ক­
৮৪৮ জনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সারা দেশে নেতা-কর্মী, সমর্থক, আন্দোলনকারী ও অন্যদের নির্বিচারে গুলি করে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে ৮৪টি মামলার এজাহারসহ ৮৪৮ জনকে হত্যার অভিযোগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে এ অভিযোগ দায়ের করা হয়। বিএনপি মহাসচিবের পক্ষে বিএনপির মামলা বিষয়ক তথ্য সেলের মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষক সমন্বয়ক মো. সালাহ উদ্দিন খান এ অভিযোগ জমা দেন। অভিযোগের সঙ্গে ৮৪টি মামলার এজাহারও জমা দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়, গত বছরের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বিএনপি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মোট ৮৪৮ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা দ্বারা তদন্ত করে বিচারের জন্য উপস্থাপন করার অনুরোধ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...