নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির চলমান আন্দোলনে সরকারের টনক নড়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘চাল-ডাল-তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যখন আমরা সারা দেশে আন্দোলন শুরু করেছি, তখন তাদের (সরকার) টনক নড়ে গেছে। এ জন্য তারা আজকে বিভিন্ন জেলা, থানা ও উপজেলায় আক্রমণ চালাচ্ছে।’
দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধির সমালোচনা করে ফখরুল বলেন, ‘এটা এখন বাংলাদেশের প্রত্যেক মানুষের অন্তরের কথা যে, আমরা আর পারছি না। আমাদের পক্ষে আর জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে।’
তিনি বলেন, ‘আজকে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, যেখানে বাংলাদেশের মানুষ বেঁচে থাকার উপায় খুঁজে পাচ্ছে না। বেঁচে থাকার ন্যূনতম যে খাবার, তা কিনতে পারছে না, বেঁচে থাকার নিরাপত্তা পাচ্ছে না।’
দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্নীতিকে দায়ী করে বিএনপি মহাসচিব বলের, ‘মূল্যবৃদ্ধির (দ্রব্য) পেছনে একটাই মাত্র কারণ। আওয়ামী লীগের মন্ত্রী ও তাঁদের নেতাদের দুর্নীতি।’ সয়াবিন তেলের দাম বাড়ছে কেন—এমন প্রশ্ন করে মির্জা ফখরুল বলেন, ‘কারণ সয়াবিন তেলের যাঁরা ব্যবসা করেন, তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগের ব্যবসায়ী। গ্যাসের দাম বাড়ছে কেন? কারণ এলপিজি গ্যাস যিনি আমদানি করেন, তিনি তাঁদের উপদেষ্টা।’
সরকার পতনের জন্য সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমাদের আর কোনো পথ নেই। তাঁদের (সরকার) সরাতে হবে। প্রয়োজনে আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে।’

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির চলমান আন্দোলনে সরকারের টনক নড়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘চাল-ডাল-তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যখন আমরা সারা দেশে আন্দোলন শুরু করেছি, তখন তাদের (সরকার) টনক নড়ে গেছে। এ জন্য তারা আজকে বিভিন্ন জেলা, থানা ও উপজেলায় আক্রমণ চালাচ্ছে।’
দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধির সমালোচনা করে ফখরুল বলেন, ‘এটা এখন বাংলাদেশের প্রত্যেক মানুষের অন্তরের কথা যে, আমরা আর পারছি না। আমাদের পক্ষে আর জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে।’
তিনি বলেন, ‘আজকে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, যেখানে বাংলাদেশের মানুষ বেঁচে থাকার উপায় খুঁজে পাচ্ছে না। বেঁচে থাকার ন্যূনতম যে খাবার, তা কিনতে পারছে না, বেঁচে থাকার নিরাপত্তা পাচ্ছে না।’
দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্নীতিকে দায়ী করে বিএনপি মহাসচিব বলের, ‘মূল্যবৃদ্ধির (দ্রব্য) পেছনে একটাই মাত্র কারণ। আওয়ামী লীগের মন্ত্রী ও তাঁদের নেতাদের দুর্নীতি।’ সয়াবিন তেলের দাম বাড়ছে কেন—এমন প্রশ্ন করে মির্জা ফখরুল বলেন, ‘কারণ সয়াবিন তেলের যাঁরা ব্যবসা করেন, তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগের ব্যবসায়ী। গ্যাসের দাম বাড়ছে কেন? কারণ এলপিজি গ্যাস যিনি আমদানি করেন, তিনি তাঁদের উপদেষ্টা।’
সরকার পতনের জন্য সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমাদের আর কোনো পথ নেই। তাঁদের (সরকার) সরাতে হবে। প্রয়োজনে আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে প্রার্থী হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া। হলফনামা অনুযায়ী, আইন পেশা ও টেলিভিশনে টকশো করে তাঁর বার্ষিক আয় প্রায় সাড়ে ৭ লাখ টাকা।
৩ ঘণ্টা আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে হত্যা করা হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পরিকল্পনায় ন্যক্কারজনক এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলেছে, এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজধানীর পল্লবী থানা...
৪ ঘণ্টা আগে
একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরিফ ওসমান হাদিকে খুন করা হয়েছে, এটা পাগলেও বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি দাবি করেছেন, এই খুনের সঙ্গে একটা পুরো চক্র এবং রাষ্ট্রযন্ত্রও জড়িত। এই অভিযোগপত্র তাঁরা মানেন না।
৫ ঘণ্টা আগে
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তায় তিন পরিচালক নিয়োগ দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫ ঘণ্টা আগে