খালেদা জিয়া মুক্তিযোদ্ধা না হলে ইনু-আমু মুক্তিযোদ্ধা, প্রশ্ন মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে আখ্যা দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মুক্তিযুদ্ধ চলাকালে খালেদার জিয়ার জীবনে ঘটে যাওয়া ঘটনাপ্রবাহের আলোকে তিনি প্রশ্ন রেখেছেন, খালেদা জিয়া মুক্তিযোদ্ধা না হলে কী তবে হাসানুল হক ইনু-আমির হোসেন আমুরা মুক্তিযোদ্ধা!

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ‘রাজবন্দীর জবানবন্দি’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

খালেদা জিয়াকে ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘আমি যখন খালেদা জিয়াকে প্রথম নারী মুক্তিযোদ্ধা বলি, আমার ওপর রেগে যায় ফ্যাসিস্টরা। খুব বাজে কথাবার্তা বলে। কিন্তু এটাই সত্য।’

বিএনপির মহাসচিব বলেন, ‘১৯৭১ সালে জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া চট্টগ্রাম ক্যান্টনমেন্টে দুই বাচ্চা নিয়ে একা ছিলেন। ওই সময় সৈনিকেরা এসেছিলেন তাঁর কাছে। তাঁরা বলেছিল—আমাদের কমান্ডার তো এখন নেই। তারা (পাকিস্তানিরা) আমাদের বলছে, অস্ত্র সমর্পণ করতে, আমরা এখন কী করব? তিনি (খালেদা জিয়া) বলেছেন, তোমাদের কমান্ডার ফিরে না আসা পর্যন্ত একটা অস্ত্রও সমর্পণ করবে না। কিন্তু দুঃখজনকভাবে এটাকে কেউ মূল্যায়ন করতে চায় না।’

মির্জা ফখরুল বলেন, ‘তারপর জিয়াউর রহমান যখন বিদ্রোহ করে কালুরঘাট থেকে বেরিয়ে গেছেন, তখন তিনি একা দুই পুত্রসন্তানকে দুই হাতে ধরে বোরকা পরে বেরিয়েছেন ঢাকার উদ্দেশে। এই লড়াই-সংগ্রামকে গুরুত্ব দেব না? মূল্যায়ন করব না? এসে তিনি ঢাকাতে গ্রেপ্তার হয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর হাতে। দীর্ঘ ৯ মাস কারাগারে ছিলেন এবং ১৬ ডিসেম্বর তিনি মুক্ত হয়েছিলেন। এটা হচ্ছে বাস্তবতা। তিনি যদি মুক্তিযোদ্ধা না হবেন, মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনু, আমির হোসেন আমু? যাঁরা ৮ নম্বর থিয়েটার রোডে বসে বসে মুক্তিযুদ্ধ পরিচালনা করেছেন?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে সদা প্রস্তুত থাকতে বললেন সেনাপ্রধান

বাংলাদেশে ‘মাইনাস টু’ ফর্মুলা ফিরে আসছে কি?

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনছে বাংলালিংকের মালিক ভিওন

মাস্কের চাপেই ডিওজিই থেকে রামাস্বামীর পদত্যাগ, শুরুতেই ট্রাম্প প্রশাসনে অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত

বিএসএফ মোকাবিলায় বিজিবিই ‘এনাফ’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত