আজকের পত্রিকা ডেস্ক

গণতন্ত্র টিকিয়ে রাখতে জনসমর্থন পাওয়া সরকার প্রয়োজন বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, জনগণের সমর্থন পাওয়া সরকার ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব। এ জন্যই বিএনপি সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলে আসছে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, দেশে গণতন্ত্রের জন্য ইতিবাচক একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। তবে নতুন সরকারের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কৃষকদের ন্যায্য দাম না পাওয়া মানুষকে হতাশ করছে। সরকার বাজার নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অনেকেই মনে করছেন।
তিনি আরও বলেন, বিএনপি সব শ্রেণির মানুষের দল, যারা শ্রমজীবী, কৃষক, মধ্যবিত্ত ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে। তাই সরকারের ভুল-ত্রুটি নিয়ে কথা বলা বিএনপির দায়িত্বের মধ্যেই পড়ে। বিএনপি চায়, সরকার কার্যকর পদক্ষেপ নিক, যাতে দেশের জনগণ উপকৃত হয়।
নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে দুদু বলেন, সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দিতে হবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে এর বিকল্প নেই। যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তবে গণতন্ত্রের পরিবর্তে জনগণকে বারবার আন্দোলনের পথ বেছে নিতে হবে, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হতে পারে।
সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহতথ্যবিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরসহ অন্য নেতারা।

গণতন্ত্র টিকিয়ে রাখতে জনসমর্থন পাওয়া সরকার প্রয়োজন বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, জনগণের সমর্থন পাওয়া সরকার ছাড়া গণতন্ত্র সফল হতে পারে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র টিকিয়ে রাখা সম্ভব। এ জন্যই বিএনপি সব সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলে আসছে।
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, দেশে গণতন্ত্রের জন্য ইতিবাচক একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। তবে নতুন সরকারের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা এখনো পূরণ হয়নি। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং কৃষকদের ন্যায্য দাম না পাওয়া মানুষকে হতাশ করছে। সরকার বাজার নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে অনেকেই মনে করছেন।
তিনি আরও বলেন, বিএনপি সব শ্রেণির মানুষের দল, যারা শ্রমজীবী, কৃষক, মধ্যবিত্ত ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় কাজ করে। তাই সরকারের ভুল-ত্রুটি নিয়ে কথা বলা বিএনপির দায়িত্বের মধ্যেই পড়ে। বিএনপি চায়, সরকার কার্যকর পদক্ষেপ নিক, যাতে দেশের জনগণ উপকৃত হয়।
নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে দুদু বলেন, সরকারকে যৌক্তিক সময়ের মধ্যে একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন দিতে হবে। গণতন্ত্র টিকিয়ে রাখতে এর বিকল্প নেই। যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তবে গণতন্ত্রের পরিবর্তে জনগণকে বারবার আন্দোলনের পথ বেছে নিতে হবে, যা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হতে পারে।
সভায় আরও বক্তব্য দেন বিএনপির সহতথ্যবিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজী, জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবিরসহ অন্য নেতারা।

জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে দেওয়া হয়েছে প্রার্থী। কিন্তু এরপরও সাতটি আসনে প্রার্থী হিসেবে রয়ে গেছেন জামায়াতসহ জোটের...
৬ ঘণ্টা আগে
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ের একটি গলি। শীতের দুপুরের হালকা রোদ। গলির এক পাশে ডাব বিক্রির একটি ভ্যান। ক্রেতা খুব একটা নেই। নরম রোদে শীত পোহাচ্ছিলেন ডাবওয়ালা ও তাঁর বন্ধু। এই প্রতিবেদক এগিয়ে গেলেও নির্বাচন নিয়ে কথা বলতে প্রথমে তাঁরা খুব একটা ইচ্ছুক ছিলেন না। খানিক কুশল বিনিময়ে বরফ গলে।
৬ ঘণ্টা আগে
সিলেটে পৌঁছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত ও সেখানে নফল নামাজ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার রাত ৯টার দিকে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করতে সেখানে যান। পরে তিনি ৯টা ৪০ মিনিটের দিকে হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশে রওনা করেন।
৮ ঘণ্টা আগে
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে।
৯ ঘণ্টা আগে