নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কাকরাইল মোড়ে সংঘর্ষের কারণে নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আজ শনিবার দুপুরে সমাবেশস্থল থেকে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরবর্তী কর্মসূচি নিয়ে সমাবেশ শেষ করার আগে তিনি বলেন, ‘আমরা স্থায়ী কমিটির মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ তবে উপস্থিত নেতা-কর্মীরা তখনই পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য অনুরোধ করলে রোববার সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এর আগে সরকার ও পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘আজকে এই সন্ত্রাসী আওয়ামী লীগ সরকার তাদের পুলিশ বাহিনী একের পর এক গুলি হামলা করে আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে পণ্ড করেছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। জনগণকে রুখে দাঁড়ানোর অনুরোধ করছি।’
এর আগে সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
হরতালের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগরে আগামীকাল রোববার সকাল সন্ধ্যা হরতাল। শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা গুলিবর্ষণ এবং অসংখ্য নেতা-কর্মী আহত করার প্রতিবাদে এই কর্মসূচি।
বিএনপি বলছে, ‘নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশ-বিজিবির হামলা ছিল পূর্বপরিকল্পিত, পুলিশের অভ্যন্তরীণ বেতারবার্তা থেকে যার প্রমাণ পাওয়া যায়। স্পষ্টভাবে শোনা যাচ্ছে পুলিশের কর্মকর্তারা নিজেদের সব ইউনিটকে নাইটিঙ্গেল মোড়ে আসতে বলছে এবং বিজিবিকেও জড়ো করছে সেখানে সম্মিলিতভাবে হামলা করার উদ্দেশ্যে।’
নানা বাধা উপেক্ষা করে সারা দেশ থেকে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টনে কাল রাত থেকে হাজির হয় নেতা কর্মীরা। মহাসমাবেশ শুরুর পর পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয় বিএনপি নেতাদের। এরপর নয়াপল্টন থেকে বিএনপি নেতাদের সরিয়ে দেয় পুলিশ।
রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড় এলাকায় পুলিশের ওপর তিন দিক থেকে ঘেরাও করে হামলার ঘটনাও ঘটেছে।

কাকরাইল মোড়ে সংঘর্ষের কারণে নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর আগামীকাল রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। আজ শনিবার দুপুরে সমাবেশস্থল থেকে এ ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরবর্তী কর্মসূচি নিয়ে সমাবেশ শেষ করার আগে তিনি বলেন, ‘আমরা স্থায়ী কমিটির মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ তবে উপস্থিত নেতা-কর্মীরা তখনই পরবর্তী কর্মসূচি ঘোষণার জন্য অনুরোধ করলে রোববার সকাল সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেন তিনি।
এর আগে সরকার ও পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে মির্জা ফখরুল বলেন, ‘আজকে এই সন্ত্রাসী আওয়ামী লীগ সরকার তাদের পুলিশ বাহিনী একের পর এক গুলি হামলা করে আমাদের শান্তিপূর্ণ সমাবেশকে পণ্ড করেছে। আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। জনগণকে রুখে দাঁড়ানোর অনুরোধ করছি।’
এর আগে সমাবেশ চলাকালে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
হরতালের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ঢাকা মহানগরে আগামীকাল রোববার সকাল সন্ধ্যা হরতাল। শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর হামলা গুলিবর্ষণ এবং অসংখ্য নেতা-কর্মী আহত করার প্রতিবাদে এই কর্মসূচি।
বিএনপি বলছে, ‘নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশ-বিজিবির হামলা ছিল পূর্বপরিকল্পিত, পুলিশের অভ্যন্তরীণ বেতারবার্তা থেকে যার প্রমাণ পাওয়া যায়। স্পষ্টভাবে শোনা যাচ্ছে পুলিশের কর্মকর্তারা নিজেদের সব ইউনিটকে নাইটিঙ্গেল মোড়ে আসতে বলছে এবং বিজিবিকেও জড়ো করছে সেখানে সম্মিলিতভাবে হামলা করার উদ্দেশ্যে।’
নানা বাধা উপেক্ষা করে সারা দেশ থেকে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে নয়াপল্টনে কাল রাত থেকে হাজির হয় নেতা কর্মীরা। মহাসমাবেশ শুরুর পর পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয় বিএনপি নেতাদের। এরপর নয়াপল্টন থেকে বিএনপি নেতাদের সরিয়ে দেয় পুলিশ।
রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক মোড় এলাকায় পুলিশের ওপর তিন দিক থেকে ঘেরাও করে হামলার ঘটনাও ঘটেছে।

জামায়াত আমিরের সঙ্গে বৈঠকে আরও থাকবেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
৩ মিনিট আগে
তারেক রহমান বলেন, ‘আমরা যদি একটি নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই, তাহলে আগামী দিনে এভাবেই শোকসভা ও শোকগাথা চলতেই থাকবে। সুতরাং আর শোকগাথা বা শোক সমাবেশ নয়। আসুন...গণতন্ত্রকামী মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে।’
৪৪ মিনিট আগে
জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ‘মুক্তিযোদ্ধা’ আখ্যা দিয়ে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘তাঁরাও মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযোদ্ধারা এ দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়েছিলেন, এ দেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছিলেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাঁরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
৫ ঘণ্টা আগে