নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনের নির্দেশনার পরেও কুমিল্লা-৬ আসনের সরকার দলীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার এলাকা ত্যাগ না করায় কমিশনের অসহায়ত্ব প্রকাশ হয়েছে। এতে বিএনপি যে দাবি করছে— দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না— তার একটি নজির বলে মন্তব্য করেছেন দলটির সংসদ সদস্য হারুনুর রশিদ।
আজ সোমবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হারুন।
সম্পূরক বাজেটে নির্বাচন কমিশনের জন্য ৭৫ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে উল্লেখ করে বিএনপি দলীয় এমপি হারুনুর রশিদ বলেন, ‘নির্বাচন কি বাংলাদেশে হচ্ছে? নির্বাচনের নামে প্রহসন ও তামাশা হচ্ছে!’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার নির্বাচন কমিশনের নির্দেশনার পরেও এলাকা না ছাড়লে তাঁদের কিছু করার নেই— প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের এমন বক্তব্য প্রসঙ্গে এমপি হারুন বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান এ ধরনের অসহায়ত্ব প্রকাশ করলে, আমরা যে বলেছি ক্ষমতাসীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না, এটি তার অন্যতম নজির, অন্যতম দৃষ্টান্ত। কোনো সন্দেহ নেই।’
হারুন বলেন, ‘সাবেক সিইসি কেএম নুরুল হুদা বলছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কিছু ত্রুটি রয়েছে। ইভিএমের ব্যালট ইউনিটকে টেকনোলজির আওতায় আনা যায়নি। এ ধরনের ত্রুটিপূর্ণ ইভিএম দ্বারা কেন সাবেক সিইসি ভোট করলেন, তাঁকে বিচারের আওতায় আনা উচিত।’
বর্তমান নির্বাচন কমিশনাররা বলছেন, ইভিএমের ভোট কেন্দ্রে যে ডাকাত থাকে সেটি ধরাই আমাদের জন্য চ্যালেঞ্জ। সাবেক ও বর্তমান কমিশনাররা কিন্তু নির্বাচন ব্যবস্থা নিয়ে সুস্পষ্ট চিত্র জনগণের সামনে তুলে ধরেছেন। যোগ করেন হারুন।
জননিরাপত্তার ক্ষেত্রে সরকারি দলের জন্য একধরনের আইন, বিরোধী দলের জন্য আরেক রকম বলে অভিযোগ করেন বিএনপির হারুন। ঢাবির দুই নারী শিক্ষার্থী নির্যাতনের শিকার হলেও জননিরাপত্তা বিভাগ কোনো উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ানো হলেও ৩০ ভাগ স্কুলশিক্ষক সংকটে ভুগছে। এমপি হারুন বলেন, ‘যদি ৩০ ভাগ স্কুলে শিক্ষক সংকট থাকে, তাহলে স্কুল চলে? এর কারণে শিক্ষা কার্যক্রম চলে না। শুধু ভবন না করে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক নিয়োগ বাস্তব পদক্ষেপ নিতে হবে।’
বিএনপি সদস্যরা সংসদে দুর্গন্ধ ছড়াচ্ছে— আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপি ওয়াসিকা আয়শা খানের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দুর্গন্ধ নয়, সুগন্ধ ছড়াচ্ছি।’

নির্বাচন কমিশনের নির্দেশনার পরেও কুমিল্লা-৬ আসনের সরকার দলীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার এলাকা ত্যাগ না করায় কমিশনের অসহায়ত্ব প্রকাশ হয়েছে। এতে বিএনপি যে দাবি করছে— দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না— তার একটি নজির বলে মন্তব্য করেছেন দলটির সংসদ সদস্য হারুনুর রশিদ।
আজ সোমবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন হারুন।
সম্পূরক বাজেটে নির্বাচন কমিশনের জন্য ৭৫ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ চাওয়া হয়েছে উল্লেখ করে বিএনপি দলীয় এমপি হারুনুর রশিদ বলেন, ‘নির্বাচন কি বাংলাদেশে হচ্ছে? নির্বাচনের নামে প্রহসন ও তামাশা হচ্ছে!’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে স্থানীয় সংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার নির্বাচন কমিশনের নির্দেশনার পরেও এলাকা না ছাড়লে তাঁদের কিছু করার নেই— প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের এমন বক্তব্য প্রসঙ্গে এমপি হারুন বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠান এ ধরনের অসহায়ত্ব প্রকাশ করলে, আমরা যে বলেছি ক্ষমতাসীন সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না, এটি তার অন্যতম নজির, অন্যতম দৃষ্টান্ত। কোনো সন্দেহ নেই।’
হারুন বলেন, ‘সাবেক সিইসি কেএম নুরুল হুদা বলছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) কিছু ত্রুটি রয়েছে। ইভিএমের ব্যালট ইউনিটকে টেকনোলজির আওতায় আনা যায়নি। এ ধরনের ত্রুটিপূর্ণ ইভিএম দ্বারা কেন সাবেক সিইসি ভোট করলেন, তাঁকে বিচারের আওতায় আনা উচিত।’
বর্তমান নির্বাচন কমিশনাররা বলছেন, ইভিএমের ভোট কেন্দ্রে যে ডাকাত থাকে সেটি ধরাই আমাদের জন্য চ্যালেঞ্জ। সাবেক ও বর্তমান কমিশনাররা কিন্তু নির্বাচন ব্যবস্থা নিয়ে সুস্পষ্ট চিত্র জনগণের সামনে তুলে ধরেছেন। যোগ করেন হারুন।
জননিরাপত্তার ক্ষেত্রে সরকারি দলের জন্য একধরনের আইন, বিরোধী দলের জন্য আরেক রকম বলে অভিযোগ করেন বিএনপির হারুন। ঢাবির দুই নারী শিক্ষার্থী নির্যাতনের শিকার হলেও জননিরাপত্তা বিভাগ কোনো উদ্যোগ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বরাদ্দ বাড়ানো হলেও ৩০ ভাগ স্কুলশিক্ষক সংকটে ভুগছে। এমপি হারুন বলেন, ‘যদি ৩০ ভাগ স্কুলে শিক্ষক সংকট থাকে, তাহলে স্কুল চলে? এর কারণে শিক্ষা কার্যক্রম চলে না। শুধু ভবন না করে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক নিয়োগ বাস্তব পদক্ষেপ নিতে হবে।’
বিএনপি সদস্যরা সংসদে দুর্গন্ধ ছড়াচ্ছে— আওয়ামী লীগের সংরক্ষিত আসনের এমপি ওয়াসিকা আয়শা খানের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা দুর্গন্ধ নয়, সুগন্ধ ছড়াচ্ছি।’

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় রাজনৈতিক জোটের অন্দরে আসন সমঝোতা নিয়ে এক চরম নাটকীয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই জোটে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে সৃষ্ট জটিলতা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কাটেনি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের রশি
৭ ঘণ্টা আগে
একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১৮ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১৯ ঘণ্টা আগে