নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্মেলন না করে প্রেস রিলিজের মাধ্যমে সাংগঠনিক জেলা, উপজেলার কমিটি না দেওয়া জন্য ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার ছাত্রলীগকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এটা আমাদের ও ছাত্রলীগের অভিভাবকের (শেখ হাসিনা) নির্দেশনা। সেটা আমরা যোগাযোগ করে দিয়েছি।’
সম্মেলন হয়নি এমন জেলা, বিশ্ববিদ্যালয় ও উপজেলা কমিটি নতুন করে প্রেস রিলিজের মাধ্যমে করা যাবে না এই নির্দেশনা ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে এরই মধ্যে জানানো হয়েছে বলে জানান ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের ওই নেতা। তিনি বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর ছাত্রলীগের যে সম্মেলন হবে, তা থেকে আমরা ভালো কিছু প্রত্যাশা করি।’
তবে এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
আগামী ৩ ডিসেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ তারিখের ঘোষণা গত ৪ নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগকে জানানো হয়। এরপর গত ৭ নভেম্বর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটটি জেলার কমিটি ঘোষণা করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এদিকে ছাত্রলীগের রেওয়াজ অনুযায়ী কেন্দ্রীয় সম্মেলনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন করা হয়। তার ধারাবাহিকতায় এবার সেটা করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে বাহাউদ্দিন নাছিম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা প্রক্রিয়ার মধ্যে চলছে, সম্মেলন হবে। এগুলো বাদ দেওয়া হয়নি। সম্মেলন বন্ধ থাকবে না।’

সম্মেলন না করে প্রেস রিলিজের মাধ্যমে সাংগঠনিক জেলা, উপজেলার কমিটি না দেওয়া জন্য ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ শনিবার ছাত্রলীগকে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এটা আমাদের ও ছাত্রলীগের অভিভাবকের (শেখ হাসিনা) নির্দেশনা। সেটা আমরা যোগাযোগ করে দিয়েছি।’
সম্মেলন হয়নি এমন জেলা, বিশ্ববিদ্যালয় ও উপজেলা কমিটি নতুন করে প্রেস রিলিজের মাধ্যমে করা যাবে না এই নির্দেশনা ছাত্রলীগের শীর্ষ দুই নেতাকে এরই মধ্যে জানানো হয়েছে বলে জানান ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের ওই নেতা। তিনি বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর ছাত্রলীগের যে সম্মেলন হবে, তা থেকে আমরা ভালো কিছু প্রত্যাশা করি।’
তবে এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
আগামী ৩ ডিসেম্বর আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ তারিখের ঘোষণা গত ৪ নভেম্বর আওয়ামী লীগের পক্ষ থেকে ছাত্রলীগকে জানানো হয়। এরপর গত ৭ নভেম্বর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আটটি জেলার কমিটি ঘোষণা করে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।
এদিকে ছাত্রলীগের রেওয়াজ অনুযায়ী কেন্দ্রীয় সম্মেলনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন করা হয়। তার ধারাবাহিকতায় এবার সেটা করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে বাহাউদ্দিন নাছিম আজকের পত্রিকাকে বলেন, ‘এটা প্রক্রিয়ার মধ্যে চলছে, সম্মেলন হবে। এগুলো বাদ দেওয়া হয়নি। সম্মেলন বন্ধ থাকবে না।’

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল। গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাঁরা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
২ ঘণ্টা আগে
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার ভিন্ন অবস্থান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান
১০ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
১০ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করতে দৃঢ় ও কঠোর অবস্থানে গেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শেষ পর্যন্ত গতকাল শনিবার এই আসনের দুই উপজেলা ও একটি পৌর শাখার দলীয়
১০ ঘণ্টা আগে