Ajker Patrika

ফের হাসপাতালে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফের হাসপাতালে খালেদা জিয়া

হাসপাতাল থেকে ফেরার পর সপ্তাহ না পেরোতেই আবার হাসপালে নেওয়া হলো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ৫টা ১০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে হাসপাতালের উদ্দেশে রওনা করেন তিনি। 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

এর আগে গত ১২ অক্টোবর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। চিকিৎসকদের পরামর্শে পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পাশাপাশি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। শরীরে একটি ‘লাম্প’-এর অস্তিত্ব পাওয়া গেলে সে বিষয়ে বিস্তারিত জানতে ২৫ অক্টোবর বায়োপসি করা হয়। বায়োপসি রিপোর্ট অনুযায়ী বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। যদিও পর্যালোচনার জন্য পরবর্তিতে বিদেশে পাঠানো হয়েছে ওই বায়োপসি রিপোর্ট। পর্যালোচনা প্রতিবেদন হাতে পেতে বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। 

চলতি বছরের ২৭ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর একই হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। সে সময় প্রায় দুই মাস চিকিৎসা নিয়ে ১৯ জুন বাসায় ফেরেন তিনি। বাসায় ফেরার পরে দুই ডোজ করোনার টিকা নেন তিনি। 

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন শর্তসাপেক্ষে ২০২০ সালের মার্চ থেকে বাড়িতে থাকার অনুমতি পান। এরই মধ্যে কয়েক দফায় এই অনুমতির মেয়াদ বাড়িয়েছে সরকার। খালেদার উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা বরাবরের মতো এখনো বিদেশে নেওয়ার পরামর্শ দিচ্ছেন। কিন্তু আইনি জটিলতায় সেটি সম্ভব হচ্ছে না। পরিবার এ বিষয়ে আবেদন করলে সরকারের পক্ষ থেকে সাড়া মেলেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত