Ajker Patrika

শারীরিক অবস্থার খবর না দিয়ে দোয়া চাইলেন চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৩ মে ২০২১, ২১: ৫২
শারীরিক অবস্থার খবর না দিয়ে দোয়া চাইলেন চিকিৎসক

ঢাকা: এভারকেয়ার হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আজ সোমবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন ৩০০ ফুট এলাকায় সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘সোমবার ভোরের দিকে শ্বাসকষ্ট অনুভব করেন খালেদা জিয়া। এরপর চিকিৎসকদের সম্মিলিত সিদ্ধান্তে বিকেলে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়। সিসিইউতে আনার পরে তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আরও কিছু পরীক্ষা করানো হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত জানানো হবে।’

এসময় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান ডা. জাহিদ।

সাংবাদিকরা খালেদা জিয়ার বর্তমান অবস্থা জানতে বিভিন্ন প্রশ্ন করেন তাঁকে। তবে সেসব প্রশ্নের কোন উত্তর না দিয়ে ধন্যবাদ জানিয়ে সংবাদ সম্মেলন শেষ করেন ডা. জাহিদ।

গত ২৭ এপ্রিল থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। সেখানে চিকিৎসার পাশাপাশি তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে।

প্রসঙ্গত, ১১ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে খালেদা জিয়ার করোনা আক্রান্তের খবর দেশবাসীকে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১০ এপ্রিল তাঁর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। করোনা আক্রান্ত হওয়ার পরে ১৫ এপ্রিল রাতে সিটিস্ক্যান করাতে প্রথমবার তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে সে রাতেই তাঁকে বাসায় নেওয়া হয়। ওই সিটিস্ক্যানের প্রতিবেদনে করোনার মৃদু সংক্রমণ পাওয়া যায়।

গত ২৪ এপ্রিল দ্বিতীয় দফায় করোনা পরীক্ষাতেও পজিটিভ হন খালেদা জিয়া। ২৭ এপ্রিল রাতে আবারও তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত