নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীতে বিভিন্ন সংগঠনের কর্মসূচি চললেও বিএনপি শাহবাগে অবস্থান নেয়নি। এ বিষয়ে জানতে চাইলে দলটির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বলেন, কয়েক মাস আগেই প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছিলেন তাঁরা। সে জন্য তাঁরা শাহবাগে যাননি।
আজ রোববার (১১ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কেন শাহবাগে যাব। আমাদের দাবি তো বহু আগেই লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে দিয়েছি।’
গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে আজ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে দলটি জানায়, আওয়ামী লীগের বিচার নিয়ে তারা দুবার প্রধান উপদেষ্টাকে লিখিতভাবে জানিয়েছিল। সে সময়ই অন্তর্বর্তী সরকার যদি এ নিয়ে সিদ্ধান্ত নিত, তাহলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো গতকাল বিব্রতকর অবস্থায় পড়তে হতো না।
বিবৃতিতে এ বিষয়ে বলা হয়, ‘গত ১০ ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তাঁর হাতে দেওয়া পত্রে “গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার” দাবি জানিয়েছিলাম। গত ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালেও তাঁর হাতে দেওয়া পত্রে আমরা “পতিত ফ্যাসিবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল, তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার” দাবি জানিয়েছি।’

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীতে বিভিন্ন সংগঠনের কর্মসূচি চললেও বিএনপি শাহবাগে অবস্থান নেয়নি। এ বিষয়ে জানতে চাইলে দলটির মুখপাত্র সালাহউদ্দিন আহমেদ বলেন, কয়েক মাস আগেই প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানিয়েছিলেন তাঁরা। সে জন্য তাঁরা শাহবাগে যাননি।
আজ রোববার (১১ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা কেন শাহবাগে যাব। আমাদের দাবি তো বহু আগেই লিখিতভাবে প্রধান উপদেষ্টাকে দিয়েছি।’
গতকাল শনিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও এর নেতাদের বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের ঘোষণা দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে আজ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে দলটি জানায়, আওয়ামী লীগের বিচার নিয়ে তারা দুবার প্রধান উপদেষ্টাকে লিখিতভাবে জানিয়েছিল। সে সময়ই অন্তর্বর্তী সরকার যদি এ নিয়ে সিদ্ধান্ত নিত, তাহলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো গতকাল বিব্রতকর অবস্থায় পড়তে হতো না।
বিবৃতিতে এ বিষয়ে বলা হয়, ‘গত ১০ ফেব্রুয়ারি আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তাঁর হাতে দেওয়া পত্রে “গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার” দাবি জানিয়েছিলাম। গত ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালেও তাঁর হাতে দেওয়া পত্রে আমরা “পতিত ফ্যাসিবাদী দল ও সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল, তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার” দাবি জানিয়েছি।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন। আজ বৃহস্পতিবার তিনি দলের আহ্বায়কের কাছে অনলাইনে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
২৪ মিনিট আগে
আলোচিত মডেল মেঘনা আলমের কোনো নেই কোনো গয়না, গাড়ি বা আসবাবপত্র। পেশায় রাজনৈতিক প্রশিক্ষক হলেও আয় করেন ব্যবসা থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে জমা দেওয়া মনোনয়নপত্রে এমনই তথ্য উল্লেখ করেছেন তিনি।
২ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরও এক নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি হলেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। তবে এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি ছাড়ছেন না মুরসালীন।
৩ ঘণ্টা আগে
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি আসনে তাঁর বিকল্প হিসেবে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন তাঁরাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের....
৩ ঘণ্টা আগে