নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির মহাসমাবেশ সামনে রেখে রাজধানীসহ সারা দেশে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তবে পুলিশ দাবি করেছে কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না, যাদের বিরুদ্ধে মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অঙ্গ সংগঠনের ২৭ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে বিএনপি।
দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী এক বার্তায় এই গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছেন।
বিএনপি নেতা খায়রুল কবির খোকনের গ্রেপ্তারের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ বলেছেন, ‘খায়রুল কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতের পরোয়ানা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
ডিএমপির মুখপাত্র ফারুক হোসেন বলেন, ‘মহাসমাবেশকে সামনে রেখে বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে না। বিএনপির যেসকল নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, শুধু তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।’
এদিকে বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ সামনে রেখে ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছে দলটি। গতকাল বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা থেকে বিএনপির ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ জেলা থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি সূত্র জানায়, গতরাতে চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির সদস্যসচিব হাজী মো. মনিউর রহমান মনির, একই ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, নিউ মার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. হাশেম, ওয়ারী থানাধীন ৪১ নং ওয়ার্ড বিএনপির নেতা প্রদিপ আহমেদ, বংশাল থানাধীন ৩৫ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. হারুন, ৩৫ নং ওয়ার্ড বিএনপি সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আলম, ৩৫ নং ওয়ার্ড বিএনপি মুগলটোলি ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, ওয়ারী থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে।
নেতা-কর্মীদের গণগ্রেপ্তার ও হয়রানির বিষয়ে বিএনপির দাবিকে অমূলক বলছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব কুমার সরকার। তিনি সাংবাদিকদের বলেন, ‘ডিএমপির ওসি ও ডিসিদের সেই সকল ব্যক্তিদের গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে কেবল মামলা ও পরোয়ানা রয়েছে। এ ছাড়া যারা নাশকতা করতে পারে, এমন ব্যক্তিদের গ্রেপ্তারের আওতায় আনা হচ্ছে, কোনো সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না।’

বিএনপির মহাসমাবেশ সামনে রেখে রাজধানীসহ সারা দেশে গ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তবে পুলিশ দাবি করেছে কোনো গণগ্রেপ্তার করা হচ্ছে না, যাদের বিরুদ্ধে মামলা ও আদালতের পরোয়ানা রয়েছে, তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (২৫ অক্টোবর) সন্ধ্যা থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অঙ্গ সংগঠনের ২৭ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে বিএনপি।
দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) মো. আবদুস সাত্তার পাটোয়ারী এক বার্তায় এই গ্রেপ্তারের বিষয়ে জানিয়েছেন।
বিএনপি নেতা খায়রুল কবির খোকনের গ্রেপ্তারের বিষয়ে বৃহস্পতিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) মতিঝিল বিভাগের উপকমিশনার রাজীব আল মাসুদ বলেছেন, ‘খায়রুল কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতের পরোয়ানা রয়েছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
ডিএমপির মুখপাত্র ফারুক হোসেন বলেন, ‘মহাসমাবেশকে সামনে রেখে বিএনপির নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে না। বিএনপির যেসকল নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, শুধু তাঁদের গ্রেপ্তার করা হচ্ছে।’
এদিকে বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ সামনে রেখে ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে নেতা–কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে দাবি করেছে দলটি। গতকাল বুধবার রাতে ঠাকুরগাঁও জেলা থেকে বিএনপির ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া টাঙ্গাইল ও নারায়ণগঞ্জ জেলা থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএনপি সূত্র জানায়, গতরাতে চকবাজার থানাধীন ২৮ নং ওয়ার্ড বিএনপির সদস্যসচিব হাজী মো. মনিউর রহমান মনির, একই ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান রবিন, নিউ মার্কেট থানাধীন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. হাশেম, ওয়ারী থানাধীন ৪১ নং ওয়ার্ড বিএনপির নেতা প্রদিপ আহমেদ, বংশাল থানাধীন ৩৫ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. হারুন, ৩৫ নং ওয়ার্ড বিএনপি সাংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আলম, ৩৫ নং ওয়ার্ড বিএনপি মুগলটোলি ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম, ওয়ারী থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করেছে।
নেতা-কর্মীদের গণগ্রেপ্তার ও হয়রানির বিষয়ে বিএনপির দাবিকে অমূলক বলছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) বিপ্লব কুমার সরকার। তিনি সাংবাদিকদের বলেন, ‘ডিএমপির ওসি ও ডিসিদের সেই সকল ব্যক্তিদের গ্রেপ্তার করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাদের বিরুদ্ধে কেবল মামলা ও পরোয়ানা রয়েছে। এ ছাড়া যারা নাশকতা করতে পারে, এমন ব্যক্তিদের গ্রেপ্তারের আওতায় আনা হচ্ছে, কোনো সাধারণ মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে না।’

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নেমেছেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু। একই দলের দুই শীর্ষস্থানীয় নেতার ভিন্ন অবস্থান সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ভোটারদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান
৫ ঘণ্টা আগে
পুরান ঢাকার বাংলাবাজারের সরু গলিতে সকাল থেকেই মানুষের ভিড়। দুই পাশে শতবর্ষী ভবন, মাঝে পুরোনো বৈদ্যুতিক খুঁটি ও ঝুলে পড়া তার—যেন সময় এখানে থমকে আছে। ঠিক এই গলিতে দাঁড়িয়ে ৬২ বছর বয়সী ব্যবসায়ী আবদুল করিম বলেন, ‘ভোট তো দিমু, কিন্তু বদল কি হইব? এইটাই প্রশ্ন।’
৬ ঘণ্টা আগে
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আসনটিতে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে বিজয়ী করতে দৃঢ় ও কঠোর অবস্থানে গেছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় শেষ পর্যন্ত গতকাল শনিবার এই আসনের দুই উপজেলা ও একটি পৌর শাখার দলীয়
৬ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বাগ্বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে বাধে হট্টগোল।
৮ ঘণ্টা আগে