Ajker Patrika

ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২১, ১০: ৩৭
ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ঠাকুরগাঁও: মেয়াদোত্তীর্ণ হওয়ায় বাংলাদেশ ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে (১৮ জুন) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ছাত্রলীগের ঠাকুরগাঁও জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। কিছুদিনের মধ্যে জেলা ছাত্রলীগের নতুন কমিটি দেওয়া হবে।

ঠাকুরগাঁও শাখার নতুন কমিটিতে সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা আগামী সাত কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে সরাসরি বা ডাকযোগে জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি মাহবুব হোসেন রনি আজকের পত্রিকাকে বলেন, `জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণার বিষয়টি ফেসবুকে দেখতে পেয়েছি। তবে সম্মেলনের মাধ্যমে কমিটি বিলুপ্ত ঘোষণার মধ্য দিয়ে বিদায় নিতে পারলে ভালো লাগত। তবু ভালো থাকুক প্রাণের ছাত্রলীগ।' 

এদিকে কমিটি বিলুপ্ত ঘোষণার পর থেকে পদ-পদবির জন্য নড়েচড়ে বসেছেন পদপ্রত্যাশীরা। তৃণমূলে দায়িত্বে থাকা ছাত্রলীগের অনেক কর্মী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁদের পছন্দের নেতা-কর্মীকে শীর্ষ পদে দেখতে চেয়ে পোস্ট দেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গ্রামীণফোনে চাকরির সুযোগ, আবেদন শেষ ২৮ জানুয়ারি

‘আপু’ বলায় খেপলেন ইউএনও

বাকৃবিতে পুনর্মিলনী অনুষ্ঠানে এসে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা

ডালে ৩০ শতাংশ শুল্ক দিয়ে প্রতিশোধ নিয়েছেন মোদি, টেরই পাননি ট্রাম্প

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত