Ajker Patrika

মহান স্বাধীনতা কারও দয়ার দান নয়: নাছিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৬: ৩৮
মহান স্বাধীনতা কারও দয়ার দান নয়: নাছিম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘আমাদের মহান স্বাধীনতা ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পেয়েছি। এটি কারও দয়ার দান নয়। কোনো সামরিক জান্তার ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা অর্জিত হয়নি।’

আজ সোমবার সকালে রাজধানীর মতিঝিল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

নাছিম বলেন, নিরস্ত্র বাঙালির ওপর ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। তারা ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী কাউকে ছাড়েনি। নির্মমভাবে সবাইকে হত্যা করে। তারা রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে টার্গেট করে হত্যাযজ্ঞ চালায়। তাদের লক্ষ্য ছিল একটাই দেশকে ধ্বংস করে দেওয়া। পাকিস্তানিদের সব ষড়যন্ত্র মোকাবিলা করে জাতির পিতার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল।

নাছিম আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে কাটিয়েছেন। তিনি বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন। তাঁকে ফাঁসির কাষ্টে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তান কারাগারে তাঁকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল এবং কারাগারের পাশে তাঁর জন্য কবর খোঁড়া হয়। বলা হয়েছিল, এই কবরেই তাঁকে সমাহিত করা হবে। পাকিস্তানি অফিসাররা তাঁকে যখন জিজ্ঞেস করেছিল আপনি কি বাংলাদেশের স্বাধীনতা চান—নাকি বাঁচতে চান, তিনি সেদিন শাসক গোষ্ঠীর সঙ্গে আপস করেননি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি আব্দুল মতিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. মাহফুজুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত