নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তরের খবরটি স্বস্তির নয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে সিসিইউ থেকে সাধারণ কেবিনে নেওয়া হয়নি। তাঁকে নেওয়া হয়েছে বিশেষ কেবিনে। সেটাও একটা বিশেষ কারণেই।
আজ শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বৃহস্পতিবার বিকেলে বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। ২৭ এপ্রিল থেকে এই হাসপাতালে ভর্তি আছেন তিনি। ৩ মে তাঁকে সিসিইউতে আনা হয়। করোনা পরবর্তি কিছু সংক্রমণ দেখা দেওয়ায় তাঁকে বিশেষ কেবিনে নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, 'সিসিইউতে তাঁর কোভিড পরবর্তি কতগুলি ইনফেকশন হয়েছিল। তাঁর রক্তে কিছুটা ইনফেকশন দেখা দিয়েছিল। ডাক্তারদের বিচক্ষণতায় সেই সংক্রমণটা দুর করা সম্ভব হয়েছে। যেহেতু এ ধরনের সংক্রমণের সম্ভাবনা আছে, আবারও হতে পারে। সেই কারণে তাঁকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে।'
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ফখরুল বলেন, ' তিনি (খালেদা জিয়া) একেবারেই সুস্থ হয়ে গেছেন, তা নয় কিন্তু। এখনো একটা ভালনারেবল অবস্থার মধ্যে আছেন। তাঁর হার্ট, কিডনি এবং লাংগস ঝুঁকির মধ্যে আছে। যদিও লাংগস এ এখন আর সেই ধরনের কোনো সংক্রমণ নেই। কিন্তু হার্ট ও কিডনিতে এখনো সমস্যা আছে।'
১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। প্রথম দিকে বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন। তবে আইনি বাধায় এ বিষয়ে অনুমোদন পাওয়া যায়নি।

ঢাকা: করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কেবিনে স্থানান্তরের খবরটি স্বস্তির নয়। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়াকে সিসিইউ থেকে সাধারণ কেবিনে নেওয়া হয়নি। তাঁকে নেওয়া হয়েছে বিশেষ কেবিনে। সেটাও একটা বিশেষ কারণেই।
আজ শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
বৃহস্পতিবার বিকেলে বেগম খালেদা জিয়াকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। ২৭ এপ্রিল থেকে এই হাসপাতালে ভর্তি আছেন তিনি। ৩ মে তাঁকে সিসিইউতে আনা হয়। করোনা পরবর্তি কিছু সংক্রমণ দেখা দেওয়ায় তাঁকে বিশেষ কেবিনে নেওয়া হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব।
মির্জা ফখরুল বলেন, 'সিসিইউতে তাঁর কোভিড পরবর্তি কতগুলি ইনফেকশন হয়েছিল। তাঁর রক্তে কিছুটা ইনফেকশন দেখা দিয়েছিল। ডাক্তারদের বিচক্ষণতায় সেই সংক্রমণটা দুর করা সম্ভব হয়েছে। যেহেতু এ ধরনের সংক্রমণের সম্ভাবনা আছে, আবারও হতে পারে। সেই কারণে তাঁকে বিশেষ কেবিনে স্থানান্তর করা হয়েছে।'
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে ফখরুল বলেন, ' তিনি (খালেদা জিয়া) একেবারেই সুস্থ হয়ে গেছেন, তা নয় কিন্তু। এখনো একটা ভালনারেবল অবস্থার মধ্যে আছেন। তাঁর হার্ট, কিডনি এবং লাংগস ঝুঁকির মধ্যে আছে। যদিও লাংগস এ এখন আর সেই ধরনের কোনো সংক্রমণ নেই। কিন্তু হার্ট ও কিডনিতে এখনো সমস্যা আছে।'
১০ এপ্রিল করোনায় আক্রান্ত হন খালেদা জিয়া। প্রথম দিকে বাসায় থেকে চিকিৎসা নিয়েছেন। পরে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে দেশের বাইরে পাঠানোর পরামর্শ দিয়েছেন। তবে আইনি বাধায় এ বিষয়ে অনুমোদন পাওয়া যায়নি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সব প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং সব দল সমান সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ আছে দলটির।
১ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ‘পরিকল্পনা’ নিয়ে জনগণের মনে প্রশ্ন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন একটি বিশেষ দলের প্রতি পক্ষপাত করছে বলে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানিয়েছেন, ২০০৮ সালের মতো ‘ভারসাম্যহীন’ নির্বাচন হলে সেই নির্বাচন তাঁরা মেনে নেবেন না।
৩ ঘণ্টা আগে
এনসিপির দুই প্রার্থীকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শোকজ করা হয়েছে মন্তব্য করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে যে শোকজ দেওয়া হয়েছে, সেটা দ্রুত সময়ের মধ্যে উইথড্র করতে হবে।
৩ ঘণ্টা আগে