নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিকে ক্ষমতার মোহ ত্যাগ করতে বলেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে সরকারদলীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘ক্ষমতায় যেতে হলে জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। জনগণের সাথে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, জনগণের সাথে সম্পৃক্ততা না রেখে কোনো দিন ক্ষমতায় আসা যায় না।’
প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আপনারা শিক্ষা নেন বঙ্গবন্ধুর জীবনী থেকে, আপনারা শিক্ষা নেন মহাত্মা গান্ধীর জীবনী থেকে, আপনারা শিক্ষা নেন নেলসন ম্যান্ডেলার জীবনী থেকে। ক্ষমতায় যেতে হলে মাঠে যেতে হবে। এখানে বসে ক্ষমতা নেওয়া যাবে না।’
প্রাণ গোপাল দত্ত আরও বলেন, ‘বিএনপির নেতারা এখানে আছেন কি না, আমি জানি না। আপনাদের এখন একটা মোহ হয়ে গেছে কী করে ক্ষমতায় যাবেন। আসলে মানুষের চিন্তা করতে করতে তার প্রতি আসক্তি জমে। আসক্তি হতে কামনা জমে। আর সেই কামনা লাভে কোনো রকম বাধা হলে ক্রোধ জমে। আর ক্রোধ হতে মোহ স্মৃতিভ্রংশ এবং স্মৃতিভ্রংশ হতে বুদ্ধি নাশ এবং বুদ্ধি নাশ হতে বিনাশ ঘটে। আমি আপনাদের বলব, আপনারা শুধু বুদ্ধি নাশ না নিজেদের বিনাশ ডাকার জন্য এইভাবে যত্রতত্র যেমন খুশি তেমন বক্তব্য দিয়ে যাচ্ছেন।’
পেশাগত জীবনের ঘটনা বর্ণনা করে প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল মিসেস তারেক জিয়ার গলা থেকে কাঁটা বের করার। যে কাঁটা উনি গলায় নিয়ে সাত দিন ঘুরেছিলেন। ওনার গলা থেকে যখন আমি কাঁটাটা বের করি ফেলে দেব তখন উনি বললেন, “স্যার, স্যার কাঁটাটা আমার হাতে দেন।” আমি বললাম, কেন? বলেন, “স্যার আমার স্বামী বলেছেন আমি না কী সাইক্রেটিক হয়ে গেছি, এক কাঁটা নিয়ে আমি সাত দিন ঘুরতেছি সব প্রফেসররা দেখে কাঁটা পায়নি।’’’
প্রাণ গোপাল আরও বলেন, ‘একই সাথে এ রকম একটা ঘটনা ঘটেছিল। আমাদের চেম্বারে কিন্তু মাঝে মাঝে ত্রিপুরা থেকে কিছু রোগী আসেন। ১০ বছরের একটা ছেলে তার গলাতে একটা কয়েন। অর্থাৎ ১০ টাকার একটা ইন্ডিয়ান কয়েন। তাদের কলকাতা যাওয়ার সামর্থ্য নেই। তারা ঢাকায় চলে আসে। আমি যখন তাকে এনেস্থেশিয়া দিয়ে কয়েনটা বের করি। বের করার সাথে সাথে ঘুম থেকে ওঠে সে আমাকে বলে, “স্যার আমার টাকাটা দেন।” এখন আপনাদের (বিএনপি) অবস্থা হয়ে গেছে ক্ষমতাটা দেন।’”

বিএনপিকে ক্ষমতার মোহ ত্যাগ করতে বলেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত। আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
বিএনপিকে উদ্দেশ করে সরকারদলীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত বলেছেন, ‘ক্ষমতায় যেতে হলে জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। জনগণের সাথে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি, জনগণের সাথে সম্পৃক্ততা না রেখে কোনো দিন ক্ষমতায় আসা যায় না।’
প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আপনারা শিক্ষা নেন বঙ্গবন্ধুর জীবনী থেকে, আপনারা শিক্ষা নেন মহাত্মা গান্ধীর জীবনী থেকে, আপনারা শিক্ষা নেন নেলসন ম্যান্ডেলার জীবনী থেকে। ক্ষমতায় যেতে হলে মাঠে যেতে হবে। এখানে বসে ক্ষমতা নেওয়া যাবে না।’
প্রাণ গোপাল দত্ত আরও বলেন, ‘বিএনপির নেতারা এখানে আছেন কি না, আমি জানি না। আপনাদের এখন একটা মোহ হয়ে গেছে কী করে ক্ষমতায় যাবেন। আসলে মানুষের চিন্তা করতে করতে তার প্রতি আসক্তি জমে। আসক্তি হতে কামনা জমে। আর সেই কামনা লাভে কোনো রকম বাধা হলে ক্রোধ জমে। আর ক্রোধ হতে মোহ স্মৃতিভ্রংশ এবং স্মৃতিভ্রংশ হতে বুদ্ধি নাশ এবং বুদ্ধি নাশ হতে বিনাশ ঘটে। আমি আপনাদের বলব, আপনারা শুধু বুদ্ধি নাশ না নিজেদের বিনাশ ডাকার জন্য এইভাবে যত্রতত্র যেমন খুশি তেমন বক্তব্য দিয়ে যাচ্ছেন।’
পেশাগত জীবনের ঘটনা বর্ণনা করে প্রাণ গোপাল দত্ত বলেন, ‘আমার সৌভাগ্য হয়েছিল মিসেস তারেক জিয়ার গলা থেকে কাঁটা বের করার। যে কাঁটা উনি গলায় নিয়ে সাত দিন ঘুরেছিলেন। ওনার গলা থেকে যখন আমি কাঁটাটা বের করি ফেলে দেব তখন উনি বললেন, “স্যার, স্যার কাঁটাটা আমার হাতে দেন।” আমি বললাম, কেন? বলেন, “স্যার আমার স্বামী বলেছেন আমি না কী সাইক্রেটিক হয়ে গেছি, এক কাঁটা নিয়ে আমি সাত দিন ঘুরতেছি সব প্রফেসররা দেখে কাঁটা পায়নি।’’’
প্রাণ গোপাল আরও বলেন, ‘একই সাথে এ রকম একটা ঘটনা ঘটেছিল। আমাদের চেম্বারে কিন্তু মাঝে মাঝে ত্রিপুরা থেকে কিছু রোগী আসেন। ১০ বছরের একটা ছেলে তার গলাতে একটা কয়েন। অর্থাৎ ১০ টাকার একটা ইন্ডিয়ান কয়েন। তাদের কলকাতা যাওয়ার সামর্থ্য নেই। তারা ঢাকায় চলে আসে। আমি যখন তাকে এনেস্থেশিয়া দিয়ে কয়েনটা বের করি। বের করার সাথে সাথে ঘুম থেকে ওঠে সে আমাকে বলে, “স্যার আমার টাকাটা দেন।” এখন আপনাদের (বিএনপি) অবস্থা হয়ে গেছে ক্ষমতাটা দেন।’”

সুরাইয়া বেগম বলেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটতে পারে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে অনেক পরিবার ধ্বংস হয়ে যাবে। ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেবে, এমন আশা তাঁর।
১ ঘণ্টা আগে
আগামী সরকারকে শেখ হাসিনার চেয়ে বড় ফ্যাসিস্ট বানানোর সব উদ্যোগ চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। তিনি বলেছেন, আমলাতন্ত্র, রাষ্ট্রযন্ত্র আর কয়েকটা দল মিলে সংস্কারের সব সম্ভাবনা নষ্ট করে দিচ্ছে। এসবের মাধ্যমে আগামী সরকারকে হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট হওয়ার স
১৫ ঘণ্টা আগে
গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত না হলে ফ্যাসিবাদ ফিরে আসবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গণভোটবিষয়ক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
১৬ ঘণ্টা আগে
ভোটের আগে ‘দলীয়’ ডিসি–এসপিদের অপসারণ চেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে জামায়াতের পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।
১৬ ঘণ্টা আগে