নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির বিভাগীয় গণসমাবেশে বাধা দেওয়ার অভিযোগ এনে সরকারের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সমাবেশে যাতে বেশি লোকের সমাগম না হয়, সমাবেশ যাতে বড় না হয় সে জন্য বাধা দেওয়া হচ্ছে, পরিবহন চলাচল বন্ধ করা হচ্ছে—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘সমাবেশ বড় না হওয়াতে তাদের (সরকার) কী লাভ? এটা কোন ধরনের মানসিকতা?’
আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জিয়া পরিষদের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। সম্প্রতি কর্মসূচি পালন করতে গিয়ে নিহত হওয়া নেতা কর্মীদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি মানুষ এখন তোমাদের ঘৃণা করে। কারণ তোমরা মিথ্যার ওপর বসে আছো, কথার ওপর বসে আছো।’
বিএনপির কর্মসূচিতে নিহত নেতা কর্মীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে যার যা আছে, তাই নিয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান ফখরুল। সরকার পতনের চলমান আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আর নয়, এখন সময় এসে গেছে। যারা মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, তাদের আরও ছাড় নেই। আমাদের রাস্তায় নেমে আসতে হবে, একসঙ্গে দাঁড়িয়ে সোচ্চার কণ্ঠে বলতে হবে—এই সরকারকে আর চাই না।’
মির্জা ফখরুল বলেন, ‘যার যা শক্তি আছে, সেই শক্তি দিয়ে দেশের জনগণকে জাগিয়ে তুলতে হবে। আমাদের আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আত্মত্যাগ করতে হবে। সর্বশক্তি দিয়ে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

বিএনপির বিভাগীয় গণসমাবেশে বাধা দেওয়ার অভিযোগ এনে সরকারের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সমাবেশে যাতে বেশি লোকের সমাগম না হয়, সমাবেশ যাতে বড় না হয় সে জন্য বাধা দেওয়া হচ্ছে, পরিবহন চলাচল বন্ধ করা হচ্ছে—এমন অভিযোগ করে তিনি বলেন, ‘সমাবেশ বড় না হওয়াতে তাদের (সরকার) কী লাভ? এটা কোন ধরনের মানসিকতা?’
আজ বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে জিয়া পরিষদের এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এসব কথা বলেন। সম্প্রতি কর্মসূচি পালন করতে গিয়ে নিহত হওয়া নেতা কর্মীদের পরিবারকে আর্থিক সহযোগিতা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি মানুষ এখন তোমাদের ঘৃণা করে। কারণ তোমরা মিথ্যার ওপর বসে আছো, কথার ওপর বসে আছো।’
বিএনপির কর্মসূচিতে নিহত নেতা কর্মীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে যার যা আছে, তাই নিয়ে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান জানান ফখরুল। সরকার পতনের চলমান আন্দোলনকে বেগবান করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আর নয়, এখন সময় এসে গেছে। যারা মানুষ হত্যা করে, মানুষ গুম করে, মানুষ খুন করে, তাদের আরও ছাড় নেই। আমাদের রাস্তায় নেমে আসতে হবে, একসঙ্গে দাঁড়িয়ে সোচ্চার কণ্ঠে বলতে হবে—এই সরকারকে আর চাই না।’
মির্জা ফখরুল বলেন, ‘যার যা শক্তি আছে, সেই শক্তি দিয়ে দেশের জনগণকে জাগিয়ে তুলতে হবে। আমাদের আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। আত্মত্যাগ করতে হবে। সর্বশক্তি দিয়ে জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় দলের মনোনীত প্রার্থীদের দিকনির্দেশনা দিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। আজ রোববার কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খানের সই করা নির্দেশনাটি জারি করা হয়।
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারীকে নির্বাচন কমিশন বিধি বহির্ভূতভাবে শোকজ নোটিশ দিয়েছে। আজ রোববার রাতে এক সংবাদ বার্তায় এনসিপি এই অভিযোগ করেছে।
২৫ মিনিট আগে
গত বুধবার রাতে তারেক রহমান যখন তাঁর কার্যালয় থেকে গাড়িতে করে বাসায় ফিরছিলেন, রাত পৌনে ১২টার দিকে গুলশান ৬৫ নম্বর সড়কে এলে ওই ঘটনা ঘটে। এ নিয়ে তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী ও পুলিশের মধ্যে তোলপাড় চলছে বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন আপিলের রায়ে বিএনপি প্রার্থীদের ‘অন্যায্য ও নিয়মবহির্ভূত সুবিধা’ দিচ্ছে বলে অভিযোগ তুলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ রোববার রাতে
১ ঘণ্টা আগে