নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, তাঁরা সব সময় জুলাই সনদের পক্ষে। যে পরিবর্তনের জন্য মানুষ রক্ত দিয়েছে, তা যদি বাস্তবায়ন না হয়, তাহলে এই আত্মত্যাগ অর্থহীন হয়ে যাবে।
আজ বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের অষ্টম দিনের আলোচনার বিরতিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই সনদের বিষয়ে তাহের এসব কথা বলেন।
মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা সব সময় জুলাই সনদের পক্ষে। যে পরিবর্তনের জন্য আমরা রক্ত দিয়েছি, তার কিছুই যদি না হয়, আগের অবস্থাই যদি থাকি, তাহলে এই আত্মত্যাগ একেবারে অর্থহীন হয়ে যাবে।’
তিনি বাংলাদেশের গণ-অভ্যুত্থানকে বিশ্বের অন্যান্য বিপ্লব থেকে ব্যতিক্রমী বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশে বিপ্লব, গণ-অভ্যুত্থান হয়েছে, তবে বাংলাদেশেরটা ব্যতিক্রম। কারণ, এই আন্দোলনে শিশু থেকে শুরু করে লাঠিতে ভর দেওয়া বৃদ্ধ পর্যন্ত অংশ নিয়েছে। শুধু ছাত্র নয়, সব পেশাজীবী মানুষ যোগ দিয়েছিলেন।’
নির্বাচনী আসনের সীমানা নির্ধারণে একটি কমিটি গঠনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলেও দাবি করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, এ বিষয়ে একটি পরিবর্তন এসেছে, যেখানে একটি বিশেষায়িত কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করবে।
তাহের জানান, সীমান্ত নির্ধারণের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এটি খুব গুরুত্বপূর্ণ। এ জন্য নির্বাচন কমিশনের বিশেষজ্ঞ টিমের যে অ্যাডভাইজার থাকবে, তারা পরামর্শ দেবে। তিনি আরও উল্লেখ করেন, ১০ বছর পর পর আদমশুমারির জন্য এই কমিটি একটি সাংবিধানিক কমিটি হিসেবে কাজ করবে এবং সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে। তাঁর মতে, এ কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হবে।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, তাঁরা সব সময় জুলাই সনদের পক্ষে। যে পরিবর্তনের জন্য মানুষ রক্ত দিয়েছে, তা যদি বাস্তবায়ন না হয়, তাহলে এই আত্মত্যাগ অর্থহীন হয়ে যাবে।
আজ বুধবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের অষ্টম দিনের আলোচনার বিরতিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জুলাই সনদের বিষয়ে তাহের এসব কথা বলেন।
মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা সব সময় জুলাই সনদের পক্ষে। যে পরিবর্তনের জন্য আমরা রক্ত দিয়েছি, তার কিছুই যদি না হয়, আগের অবস্থাই যদি থাকি, তাহলে এই আত্মত্যাগ একেবারে অর্থহীন হয়ে যাবে।’
তিনি বাংলাদেশের গণ-অভ্যুত্থানকে বিশ্বের অন্যান্য বিপ্লব থেকে ব্যতিক্রমী বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশে বিপ্লব, গণ-অভ্যুত্থান হয়েছে, তবে বাংলাদেশেরটা ব্যতিক্রম। কারণ, এই আন্দোলনে শিশু থেকে শুরু করে লাঠিতে ভর দেওয়া বৃদ্ধ পর্যন্ত অংশ নিয়েছে। শুধু ছাত্র নয়, সব পেশাজীবী মানুষ যোগ দিয়েছিলেন।’
নির্বাচনী আসনের সীমানা নির্ধারণে একটি কমিটি গঠনে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলেও দাবি করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেন, এ বিষয়ে একটি পরিবর্তন এসেছে, যেখানে একটি বিশেষায়িত কমিটি নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন নিজেই একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করবে।
তাহের জানান, সীমান্ত নির্ধারণের জন্য সুষ্ঠু ও নিরপেক্ষতা নিশ্চিত করতে এটি খুব গুরুত্বপূর্ণ। এ জন্য নির্বাচন কমিশনের বিশেষজ্ঞ টিমের যে অ্যাডভাইজার থাকবে, তারা পরামর্শ দেবে। তিনি আরও উল্লেখ করেন, ১০ বছর পর পর আদমশুমারির জন্য এই কমিটি একটি সাংবিধানিক কমিটি হিসেবে কাজ করবে এবং সংবিধানে অন্তর্ভুক্ত থাকবে। তাঁর মতে, এ কমিটি স্বাধীন হবে এবং বিশেষজ্ঞ দ্বারা পরিচালিত হবে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
২ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
৪ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
৫ ঘণ্টা আগে
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।
১০ ঘণ্টা আগে