নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আজ রোববার হারুন অর রশিদ নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
মামলার অভিযুক্তরা হলেন—দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলার বিষয়ে আদেশের জন্য ২৫ মে তারিখ নির্ধারণ করেছেন। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, খালেদা জিয়া কখনো কোনো দুর্নীতি করেননি এবং এর কোনো প্রমাণও নেই। এরপরও তাঁকে হয়রানি করার জন্য তৎকালীন দুদক কর্মকর্তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা’ মামলা দায়ের করেছিলেন। অভিযোগে আরও বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন সরকারের প্ররোচনায় বিরোধী রাজনৈতিক নেতাদের দমন-পীড়নের উদ্দেশ্যে এসব মামলা করেছিলেন, যা শাস্তিযোগ্য অপরাধ।
বাদী মামলায় দাবি করেছেন, তিনি প্রমাণ হাজির করবেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক ছিল। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁদের আদালতে হাজির করে বিচার চাওয়া হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক তিন চেয়ারম্যান এবং এক সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আজ রোববার হারুন অর রশিদ নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন।
মামলার অভিযুক্তরা হলেন—দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, আবুল হাসান মনজুর এবং সাবেক সচিব মোখলেছ উর রহমান।
আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন এবং মামলার বিষয়ে আদেশের জন্য ২৫ মে তারিখ নির্ধারণ করেছেন। বাদীপক্ষের আইনজীবী হোসেন আলী খান হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, খালেদা জিয়া কখনো কোনো দুর্নীতি করেননি এবং এর কোনো প্রমাণও নেই। এরপরও তাঁকে হয়রানি করার জন্য তৎকালীন দুদক কর্মকর্তারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা’ মামলা দায়ের করেছিলেন। অভিযোগে আরও বলা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে তৎকালীন সরকারের প্ররোচনায় বিরোধী রাজনৈতিক নেতাদের দমন-পীড়নের উদ্দেশ্যে এসব মামলা করেছিলেন, যা শাস্তিযোগ্য অপরাধ।
বাদী মামলায় দাবি করেছেন, তিনি প্রমাণ হাজির করবেন যে খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো মিথ্যা ও হয়রানিমূলক ছিল। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁদের আদালতে হাজির করে বিচার চাওয়া হয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন চার্জ ডি অ্যাফেয়ার্স (সিডিএ)। আজ রোববার সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
৩২ মিনিট আগেসুইস ব্যাংকে বিপুল পরিমাণ টাকা কাদের এবং সেগুলো কীভাবে জমা হয়েছে—এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২১ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ বিষয়ে কথা বলেন।
১৬ ঘণ্টা আগেজাহিদ হোসেন বলেন, ‘তারেক রহমান নিজের যোগ্যতাবলে আজকে দেশের শুধু বাংলাদেশি জাতীয়তাবাদে যারা বিশ্বাস করে, তাদের নয়, বিএনপিকে নয়; গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করে আজকে উনি নেতৃত্বে প্রতিষ্ঠিত। তারেক রহমানকে নিয়ে আপনারা নিজেদের সঙ্গে তুলনা করবেন, মানুষ হাসে।’
১৭ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সমন্বয় কমিটিতে পদ পাওয়া এক নারী দাবি করেছেন, তিনি কোনো প্রকার রাজনৈতিক দলের সঙ্গেই জড়িত নন। এই কমিটির সঙ্গেও তিনি নেই। গতকাল শুক্রবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এই তথ্য জানান।
২০ ঘণ্টা আগে