Ajker Patrika

যুক্তরাজ্য থেকে দেশে ফিরলেন পারভেজ মল্লিক

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ২৩: ০৩
অনুসারী নেত-কর্মীদের সঙ্গে পারভেজ মল্লিক। ছবি: আজকের পত্রিকা
অনুসারী নেত-কর্মীদের সঙ্গে পারভেজ মল্লিক। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ প্রায় দেড় দশক পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। আজ রোববার বেলা সাড়ে ১২টায় বাংলাদেশে পৌঁছান তিনি। এর আগে গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় বাংলাদেশে ফেরার বিষয়টি জানিয়েছিলেন তিনি।

পারভেজ মল্লিককে স্বাগত জানাতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছিলেন। বিমানবন্দরের দুই নম্বর টার্মিনালের সামনে তাঁরা স্লোগান দেন।

তবে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে কর্তৃপক্ষের পরামর্শে শেষ পর্যন্ত বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হন বিএনপি নেতা।

পারভেজ মল্লিককে স্বাগত জানাতে আসা তাঁর অনুসারী নেতা কর্মীদের মধ্যে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক গালিব ইমতিয়াজ নাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আল-মামুন রাহাত, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি হাফিজুর রহমান সোহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্রদল নেতা আলহাজ্ব, রবিউল ইসলাম রবি, আনিসুর রহমান লিংকন, তানজিন হাসান, আবু সাঈদ প্রমুখ।

বাংলাদেশে আসার আগে যুক্তরাজ্য থেকে একটি ভিডিও বার্তায় মল্লিক জানিয়েছিলেন— পট পরিবর্তনের পর ২০১০ সালের ২৩ জুন তিনি বাংলাদেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যেতে বাধ্য হয়েছিলেন। প্রবাসে থাকা অবস্থায় বাংলাদেশে তাঁর বাবা-মা সহ অনেক আত্মীয়স্বজনের মৃত্যু হলেও রাজনৈতিক কারণে তিনি দেশে আসতে পারেননি।

উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরপর দুই মেয়াদে ছাত্রদলের সভাপতি ছিলেন পারভেজ মল্লিক। পরে তিনি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

হাদিকে গুলি: সীমান্তে মানুষ পার করা ফিলিপকে খুঁজছে পুলিশ, তাঁর দুই সহযোগী আটক

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব, অত সুশীলতা করে লাভ নেই: মাহফুজ আলম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ