নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অন্তর্বর্তী সরকারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সভাপতি মজিবুর রহমান মঞ্জু। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এনসিপির সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মঞ্জু বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকুন। রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
তিনি বলেন, ‘গতকাল থেকে আমরা দেখেছি, যারা আওয়ামী লীগের ব্যাপারে কিছু নমনীয় ছিলেন, তারাও ছাত্রজনতার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। এখন আওয়ামী লীগ কি নির্বাহী আদেশে নিষিদ্ধ হবে নাকি আইনগতভাবে হবে—এই আসল প্রশ্ন। আমাদের দাবি হচ্ছে, আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে।’
এবি পার্টির সভাপতি বলেন, ‘শুধু আওয়ামী লীগকে দলীয়ভাবে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না, যারা গুম, খুনের সঙ্গে জড়িত, অর্থ পাচারের সঙ্গে জড়িত, যারা গণতান্ত্রিক অধিকার হরণের সঙ্গে জড়িত ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে। ওই সমস্ত অযোগ্যদের রাজনীতিতে কোনো অধিকার থাকতে পারে না।’
এবি পার্টির সভাপতি আরও বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। আজ আবার এই রোদের মধ্যে আমাদের দাঁড়িয়ে দাবি জানাতে হচ্ছে। যে আমার ভাইকে খুন করেছে, বোনকে ধর্ষণ করেছে, যে আমার অধিকার কেড়ে নিয়েছে, দিনের পর দিন ভোট দিতে দেয় নাই, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে বিদেশে বসে আছে ওই সমস্ত চোর-খুনিদের বাংলাদেশ রাজনীতি করার অধিকার আছে কি না সেই বিষয়ে ফয়সালা করার জন্য আজ আমাদের রাজপথে নামতে হয়েছে।’
মঞ্জু আরও বলেন, ‘এমন এক সরকারের কাছে দাবি জানাতে হচ্ছে, যে সরকার আমাদের মিটিং ডেকেছে—১৫ আগস্ট ছুটি থাকবে না বাতিল হবে? অথচ আমরা প্রথম থেকেই বলেছি—আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করেছে, আওয়ামী লীগ আমাদের তিন তিনবার ভোট থেকে বঞ্চিত করেছে, চতুর্থবারও আমাদের ভোট ডাকাতি করেছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ১৫ বছর আমাদের অধিকার কেড়ে নিয়েছে, ৫ আগস্ট আওয়ামী লীগের অধিকার বাংলাদেশে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ যদি তাদের ভোটের অধিকার চায় তাহলে আমাদের ১৮ সাল ১৪ সাল ২৪ সালের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।’

অন্তর্বর্তী সরকারকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সভাপতি মজিবুর রহমান মঞ্জু। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় এনসিপির সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
মঞ্জু বলেন, ‘অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলছি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডাকুন। রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সামাজিকভাবে সর্বাত্মকভাবে আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশ নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
তিনি বলেন, ‘গতকাল থেকে আমরা দেখেছি, যারা আওয়ামী লীগের ব্যাপারে কিছু নমনীয় ছিলেন, তারাও ছাত্রজনতার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। এখন আওয়ামী লীগ কি নির্বাহী আদেশে নিষিদ্ধ হবে নাকি আইনগতভাবে হবে—এই আসল প্রশ্ন। আমাদের দাবি হচ্ছে, আওয়ামী লীগের প্রত্যেকটা অপরাধের বিচার করতে হবে।’
এবি পার্টির সভাপতি বলেন, ‘শুধু আওয়ামী লীগকে দলীয়ভাবে রাজনীতি নিষিদ্ধ করলে হবে না, যারা গুম, খুনের সঙ্গে জড়িত, অর্থ পাচারের সঙ্গে জড়িত, যারা গণতান্ত্রিক অধিকার হরণের সঙ্গে জড়িত ওই সমস্ত আওয়ামী লীগ নেতাদের বাংলাদেশের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে। ওই সমস্ত অযোগ্যদের রাজনীতিতে কোনো অধিকার থাকতে পারে না।’
এবি পার্টির সভাপতি আরও বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত। আজ আবার এই রোদের মধ্যে আমাদের দাঁড়িয়ে দাবি জানাতে হচ্ছে। যে আমার ভাইকে খুন করেছে, বোনকে ধর্ষণ করেছে, যে আমার অধিকার কেড়ে নিয়েছে, দিনের পর দিন ভোট দিতে দেয় নাই, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে বিদেশে বসে আছে ওই সমস্ত চোর-খুনিদের বাংলাদেশ রাজনীতি করার অধিকার আছে কি না সেই বিষয়ে ফয়সালা করার জন্য আজ আমাদের রাজপথে নামতে হয়েছে।’
মঞ্জু আরও বলেন, ‘এমন এক সরকারের কাছে দাবি জানাতে হচ্ছে, যে সরকার আমাদের মিটিং ডেকেছে—১৫ আগস্ট ছুটি থাকবে না বাতিল হবে? অথচ আমরা প্রথম থেকেই বলেছি—আওয়ামী লীগ খুনি, আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করেছে, আওয়ামী লীগ আমাদের তিন তিনবার ভোট থেকে বঞ্চিত করেছে, চতুর্থবারও আমাদের ভোট ডাকাতি করেছে।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগ ১৫ বছর আমাদের অধিকার কেড়ে নিয়েছে, ৫ আগস্ট আওয়ামী লীগের অধিকার বাংলাদেশে সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ যদি তাদের ভোটের অধিকার চায় তাহলে আমাদের ১৮ সাল ১৪ সাল ২৪ সালের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে।’

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক স্টেট সেক্রেটারি অ্যালবার্ট টি. গম্বিস। আজ রোববার (১১ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন তাঁরা।
১ ঘণ্টা আগে
‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের জন্য ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’ আর শর্ত হিসেবে দেখছে না ইউরোপ। বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে বহুল প্রচলিত শব্দ দুটির নতুন ব্যাখ্যা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের (ইইউ ইওএম) প্রধান ইভার্স ইয়াবস।
৩ ঘণ্টা আগে
নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে তাঁর আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন। এতে তাঁর মনোনয়নপত্র বৈধ হয়।
৪ ঘণ্টা আগে
রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।
৯ ঘণ্টা আগে