Ajker Patrika

‘ছাত্রলীগের মতো এত বড় ও সুশৃঙ্খল ছাত্রসংগঠন বিশ্বে কোথাও নেই’

প্রতিনিধি, সাভার (ঢাকা)
‘ছাত্রলীগের মতো এত বড় ও সুশৃঙ্খল ছাত্রসংগঠন বিশ্বে কোথাও নেই’

বাংলাদেশ ছাত্রলীগের মতো এতবড় ও সুশৃঙ্খল ছাত্রসংগঠন বিশ্বের আর কোথাও নেই। আজ সোমবার সাভারে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম। 

বিকেল ৫টায় সাভার উপজেলা হলরুমে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সাভার উপজেলা ছাত্রলীগ। এ আয়োজনের প্রধান অতিথি ছিলেন ত্রাণ প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রতিটি ক্রান্তিকালে ছাত্রলীগ বুকের রক্ত ঢেলে দিয়েছে, রাজনীতিতে ছাত্রলীগের মতো এত সক্রিয় কোনো সংগঠন বিশ্বে নাই। এত বড় ছাত্রসংগঠনও বিশ্বের কোথাও নাই। 

সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবিরের সঞ্চালনায় আয়োজনের সভাপতিত্ব করেন সভাপতি আতিকুর রহমান। 

সভাপতির বক্তব্যে আতিকুর রহমান বলেন, যতদিন শরীরে এক ফোঁটা রক্তও বাকি থাকবে আমরা ততদিন শেখ হাসিনার পক্ষ থেকে সব অপশক্তির বিরুদ্ধে লড়াই করে যাবো। 

এ আয়োজনে প্রধান আলোচক ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন, তেঁতুলঝোড়া ইউপি চেয়ারম্যান ফখরুল আলম সমর, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

ইসরায়েল–যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে ইরানের পাশে দাঁড়াবে কি চীন

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলপিজির কারসাজিতে অসহায় জনগণ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত