নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিচারব্যবস্থা ঠিক না থাকলে বাকি কিছু ঠিক থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি ২০১৬ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে উৎখাতে ব্যর্থ অভ্যুত্থানের পরে চার হাজার বিচারক ও এক লাখের সরকারি কর্মকর্তাকে বহিষ্কারের কথা তুলে ধরেন। খসরু বলেন, ‘সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কী করবে, না করবে তার বোঝার ও চিন্তার বিষয় আছে।’
আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বেলা ৩টার পর থেকে শুরু হওয়া বৈঠকটি চলে সাড়ে ৪টা পর্যন্ত।
বিএনপির পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দীন অসীম। ১৬ সদস্যের জুরিস্ট ইউনিয়ন প্রতিনিধি ছিলেন রফিক কোরকুসুজ কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট, রাসিম আয়তিন প্রমুখ।
পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ফেরত আনতে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ওদের সঙ্গে আলোচনাটা অব্যাহত থাকবে। কারণ, বিচারব্যবস্থা ঠিক না থাকলে দেশে বাকি কিছু ঠিক থাকার সুযোগ নেই।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশের বিচারব্যবস্থার বিগত দিনে যে ক্ষতি করেছে, সেখানে (তুরস্ক) ১২ হাজারের মধ্যে ৪ হাজার বিচারককে বরখাস্ত করা হয়েছিল। ১ লাখ ২৫ হাজার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কী করবে, না করবে তার বোঝার ও চিন্তার বিষয় আছে।’
বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যারা যারা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের বিষয়ে আলাপ হয়েছে। তাদের কীভাবে বিচারের আওতায় আনা হয়, সেটা তুরস্কসহ বিভিন্ন দেশে প্রচলন আছে। যারা দেশে আছে সরকারের বিভিন্ন পর্যায়ের এবং রাজনীতিবিদ স্বৈরাচারের সঙ্গে একাত্মতা দেখিয়ে এত লোকের প্রাণহানি ঘটিয়েছে। গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, পুলিশি হেফাজতে হত্যাকাণ্ড, জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যু। সার্বিকভাবে যে কাজগুলো, যেটা তুরস্কেও হয়েছিল।’
২০১৬ সালের জুলাই মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে উৎখাতের চেষ্টা করে সেনাবাহিনীর একটি অংশ। সেটা ব্যর্থ করে দেয় এরদোয়ানের সমর্থকেরা। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে চার হাজার বিচারক ও এক লাখের বেশি বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে বহিষ্কার করা হয়।
তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পরে দেশটি থেকে অনেকেই পালিয়ে গেছেন দাবি করে খসরু জানান, ৫ আগস্টের পরে বাংলাদেশের স্বৈরাচার সমর্থকেরা পালিয়ে গেছেন। তিনি বলেন, ‘তুরস্কের চক্রান্তের সঙ্গে জড়িতরা অনেকেই পালিয়ে গেছেন। আমাদের বেলায় যারা স্বৈরাচারের সঙ্গে জড়িত ছিল। কিছু কিছু জায়গায় তো মিল আছে। ওখানে অনেক লোক পালিয়ে গিয়েছিল। রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তারা পালিয়েছে। তাদের অভিজ্ঞতা ও বাংলাদেশের আগামী দিনে কীভাবে এটাকে মোকাবিলা করতে পারি তা বৈঠকে আলোচনা হয়েছে।’
বিচারব্যবস্থা ঠিক না থাকলে বাকি কিছু ঠিক থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি ২০১৬ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে উৎখাতে ব্যর্থ অভ্যুত্থানের পরে চার হাজার বিচারক ও এক লাখের সরকারি কর্মকর্তাকে বহিষ্কারের কথা তুলে ধরেন। খসরু বলেন, ‘সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কী করবে, না করবে তার বোঝার ও চিন্তার বিষয় আছে।’
আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বেলা ৩টার পর থেকে শুরু হওয়া বৈঠকটি চলে সাড়ে ৪টা পর্যন্ত।
বিএনপির পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দীন অসীম। ১৬ সদস্যের জুরিস্ট ইউনিয়ন প্রতিনিধি ছিলেন রফিক কোরকুসুজ কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট, রাসিম আয়তিন প্রমুখ।
পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ফেরত আনতে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ওদের সঙ্গে আলোচনাটা অব্যাহত থাকবে। কারণ, বিচারব্যবস্থা ঠিক না থাকলে দেশে বাকি কিছু ঠিক থাকার সুযোগ নেই।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশের বিচারব্যবস্থার বিগত দিনে যে ক্ষতি করেছে, সেখানে (তুরস্ক) ১২ হাজারের মধ্যে ৪ হাজার বিচারককে বরখাস্ত করা হয়েছিল। ১ লাখ ২৫ হাজার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কী করবে, না করবে তার বোঝার ও চিন্তার বিষয় আছে।’
বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যারা যারা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের বিষয়ে আলাপ হয়েছে। তাদের কীভাবে বিচারের আওতায় আনা হয়, সেটা তুরস্কসহ বিভিন্ন দেশে প্রচলন আছে। যারা দেশে আছে সরকারের বিভিন্ন পর্যায়ের এবং রাজনীতিবিদ স্বৈরাচারের সঙ্গে একাত্মতা দেখিয়ে এত লোকের প্রাণহানি ঘটিয়েছে। গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, পুলিশি হেফাজতে হত্যাকাণ্ড, জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যু। সার্বিকভাবে যে কাজগুলো, যেটা তুরস্কেও হয়েছিল।’
২০১৬ সালের জুলাই মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে উৎখাতের চেষ্টা করে সেনাবাহিনীর একটি অংশ। সেটা ব্যর্থ করে দেয় এরদোয়ানের সমর্থকেরা। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে চার হাজার বিচারক ও এক লাখের বেশি বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে বহিষ্কার করা হয়।
তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পরে দেশটি থেকে অনেকেই পালিয়ে গেছেন দাবি করে খসরু জানান, ৫ আগস্টের পরে বাংলাদেশের স্বৈরাচার সমর্থকেরা পালিয়ে গেছেন। তিনি বলেন, ‘তুরস্কের চক্রান্তের সঙ্গে জড়িতরা অনেকেই পালিয়ে গেছেন। আমাদের বেলায় যারা স্বৈরাচারের সঙ্গে জড়িত ছিল। কিছু কিছু জায়গায় তো মিল আছে। ওখানে অনেক লোক পালিয়ে গিয়েছিল। রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তারা পালিয়েছে। তাদের অভিজ্ঞতা ও বাংলাদেশের আগামী দিনে কীভাবে এটাকে মোকাবিলা করতে পারি তা বৈঠকে আলোচনা হয়েছে।’
প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার আগে জাতীয় নির্বাচন চায় না বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুধু তা-ই নয়, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিও তুলেছে দলটি। সংসদ নির্বাচন নিয়ে ধীরে চলার পক্ষে অবস্থান জানান দিলেও এরই মধ্যে ৩০০ আসনেই ‘সম্ভাব্য’ প্রার্থী ঘোষণা করছে দলটি। সম্ভাব্য প্রার্থী ঘোষণার বিষয়টি দেশ
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আগামী সপ্তাহে রদবদল আসতে পারে। এতে অন্তত দুজন উপদেষ্টার দপ্তর বদল হতে পারে। সরকারের ঘনিষ্ঠ একাধিক সূত্র সম্ভাব্য এই রদবদলের কথা জানিয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে থাকা ব্যক্তিদের...
৫ ঘণ্টা আগেদীর্ঘ সাত বছর পর বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান। সভা কোথায় হবে-সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি।
৮ ঘণ্টা আগে‘এক-এগারোর যে পরিকল্পনা—বিরাজনীতিকরণ, সেই সমস্যা আজকে কিন্তু আমি আবার নতুন করে দেখি। আমরা দেখতে পাচ্ছি তার (এক-এগারোর) একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। যদি সেটাই হয়, তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে (সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই) এখানে আলোচনা করতে এসেছি, সেগুলো কিন্তু ভেস্তে যাবে।’
১০ ঘণ্টা আগে