আজকের পত্রিকা ডেস্ক

বিচারব্যবস্থা ঠিক না থাকলে বাকি কিছু ঠিক থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি ২০১৬ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে উৎখাতে ব্যর্থ অভ্যুত্থানের পরে চার হাজার বিচারক ও এক লাখের সরকারি কর্মকর্তাকে বহিষ্কারের কথা তুলে ধরেন। খসরু বলেন, ‘সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কী করবে, না করবে তার বোঝার ও চিন্তার বিষয় আছে।’
আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বেলা ৩টার পর থেকে শুরু হওয়া বৈঠকটি চলে সাড়ে ৪টা পর্যন্ত।
বিএনপির পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দীন অসীম। ১৬ সদস্যের জুরিস্ট ইউনিয়ন প্রতিনিধি ছিলেন রফিক কোরকুসুজ কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট, রাসিম আয়তিন প্রমুখ।
পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ফেরত আনতে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ওদের সঙ্গে আলোচনাটা অব্যাহত থাকবে। কারণ, বিচারব্যবস্থা ঠিক না থাকলে দেশে বাকি কিছু ঠিক থাকার সুযোগ নেই।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশের বিচারব্যবস্থার বিগত দিনে যে ক্ষতি করেছে, সেখানে (তুরস্ক) ১২ হাজারের মধ্যে ৪ হাজার বিচারককে বরখাস্ত করা হয়েছিল। ১ লাখ ২৫ হাজার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কী করবে, না করবে তার বোঝার ও চিন্তার বিষয় আছে।’
বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যারা যারা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের বিষয়ে আলাপ হয়েছে। তাদের কীভাবে বিচারের আওতায় আনা হয়, সেটা তুরস্কসহ বিভিন্ন দেশে প্রচলন আছে। যারা দেশে আছে সরকারের বিভিন্ন পর্যায়ের এবং রাজনীতিবিদ স্বৈরাচারের সঙ্গে একাত্মতা দেখিয়ে এত লোকের প্রাণহানি ঘটিয়েছে। গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, পুলিশি হেফাজতে হত্যাকাণ্ড, জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যু। সার্বিকভাবে যে কাজগুলো, যেটা তুরস্কেও হয়েছিল।’
২০১৬ সালের জুলাই মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে উৎখাতের চেষ্টা করে সেনাবাহিনীর একটি অংশ। সেটা ব্যর্থ করে দেয় এরদোয়ানের সমর্থকেরা। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে চার হাজার বিচারক ও এক লাখের বেশি বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে বহিষ্কার করা হয়।
তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পরে দেশটি থেকে অনেকেই পালিয়ে গেছেন দাবি করে খসরু জানান, ৫ আগস্টের পরে বাংলাদেশের স্বৈরাচার সমর্থকেরা পালিয়ে গেছেন। তিনি বলেন, ‘তুরস্কের চক্রান্তের সঙ্গে জড়িতরা অনেকেই পালিয়ে গেছেন। আমাদের বেলায় যারা স্বৈরাচারের সঙ্গে জড়িত ছিল। কিছু কিছু জায়গায় তো মিল আছে। ওখানে অনেক লোক পালিয়ে গিয়েছিল। রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তারা পালিয়েছে। তাদের অভিজ্ঞতা ও বাংলাদেশের আগামী দিনে কীভাবে এটাকে মোকাবিলা করতে পারি তা বৈঠকে আলোচনা হয়েছে।’

বিচারব্যবস্থা ঠিক না থাকলে বাকি কিছু ঠিক থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে তিনি ২০১৬ সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে উৎখাতে ব্যর্থ অভ্যুত্থানের পরে চার হাজার বিচারক ও এক লাখের সরকারি কর্মকর্তাকে বহিষ্কারের কথা তুলে ধরেন। খসরু বলেন, ‘সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কী করবে, না করবে তার বোঝার ও চিন্তার বিষয় আছে।’
আজ শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সঙ্গে বাংলাদেশ সফররত তুরস্কের ইন্টারন্যাশনাল জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বেলা ৩টার পর থেকে শুরু হওয়া বৈঠকটি চলে সাড়ে ৪টা পর্যন্ত।
বিএনপির পক্ষে বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাজভীরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দীন অসীম। ১৬ সদস্যের জুরিস্ট ইউনিয়ন প্রতিনিধি ছিলেন রফিক কোরকুসুজ কামাল কেয়া, মেহসুরেত আকিনলি, হোসনি ইয়াযযান, হান্না একবুলাট, রাসিম আয়তিন প্রমুখ।
পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ফেরত আনতে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ওদের সঙ্গে আলোচনাটা অব্যাহত থাকবে। কারণ, বিচারব্যবস্থা ঠিক না থাকলে দেশে বাকি কিছু ঠিক থাকার সুযোগ নেই।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমরা মনে করি, বাংলাদেশের বিচারব্যবস্থার বিগত দিনে যে ক্ষতি করেছে, সেখানে (তুরস্ক) ১২ হাজারের মধ্যে ৪ হাজার বিচারককে বরখাস্ত করা হয়েছিল। ১ লাখ ২৫ হাজার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশ কী করবে, না করবে তার বোঝার ও চিন্তার বিষয় আছে।’
বাংলাদেশের বিচারব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যারা যারা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের বিষয়ে আলাপ হয়েছে। তাদের কীভাবে বিচারের আওতায় আনা হয়, সেটা তুরস্কসহ বিভিন্ন দেশে প্রচলন আছে। যারা দেশে আছে সরকারের বিভিন্ন পর্যায়ের এবং রাজনীতিবিদ স্বৈরাচারের সঙ্গে একাত্মতা দেখিয়ে এত লোকের প্রাণহানি ঘটিয়েছে। গুম, খুন, হত্যা, মিথ্যা মামলা, পুলিশি হেফাজতে হত্যাকাণ্ড, জেলে চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যু। সার্বিকভাবে যে কাজগুলো, যেটা তুরস্কেও হয়েছিল।’
২০১৬ সালের জুলাই মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে উৎখাতের চেষ্টা করে সেনাবাহিনীর একটি অংশ। সেটা ব্যর্থ করে দেয় এরদোয়ানের সমর্থকেরা। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে চার হাজার বিচারক ও এক লাখের বেশি বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও কর্মচারীকে বহিষ্কার করা হয়।
তুরস্কের ব্যর্থ অভ্যুত্থানের পরে দেশটি থেকে অনেকেই পালিয়ে গেছেন দাবি করে খসরু জানান, ৫ আগস্টের পরে বাংলাদেশের স্বৈরাচার সমর্থকেরা পালিয়ে গেছেন। তিনি বলেন, ‘তুরস্কের চক্রান্তের সঙ্গে জড়িতরা অনেকেই পালিয়ে গেছেন। আমাদের বেলায় যারা স্বৈরাচারের সঙ্গে জড়িত ছিল। কিছু কিছু জায়গায় তো মিল আছে। ওখানে অনেক লোক পালিয়ে গিয়েছিল। রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তারা পালিয়েছে। তাদের অভিজ্ঞতা ও বাংলাদেশের আগামী দিনে কীভাবে এটাকে মোকাবিলা করতে পারি তা বৈঠকে আলোচনা হয়েছে।’

জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ জানান, আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
১ ঘণ্টা আগে
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় রাজনৈতিক জোটের অন্দরে আসন সমঝোতা নিয়ে এক চরম নাটকীয়তা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বে এই জোটে শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে সৃষ্ট জটিলতা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত কাটেনি। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের রশি
৬ ঘণ্টা আগে
একটি বাসায় কয়েকজন ব্যক্তি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অনেকগুলো পোস্টাল ব্যালট গুনছেন—এমন একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। পোস্টাল ব্যালটের খামে ঠিকানা লেখা রয়েছে বাহরাইনের। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) কাছে বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা দাবি করেছে বিএনপি।
১৭ ঘণ্টা আগে
বিএনপি সংস্কারের পক্ষে ও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তিনি বলেছেন, ‘আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। সেই সংস্কারের বিপক্ষে তো আমরা নই, আমরা সেই সংস্কারের পক্ষে। অতএব আমরা ‘হ্যাঁ’ ভোট দেব।
১৮ ঘণ্টা আগে