Ajker Patrika

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ মার্চ ২০২৫, ২১: ৩১
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

গণ-অভ্যুত্থানের তরুণ নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গতকালকের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার জন্য সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে এবং রাজনৈতিক মহলে সমালোচনার ঝড় উঠেছে। পিরোজপুরের জেলা প্রশাসকের কার্যালয় থেকে বাস রিকুইজিশনের একটি চিঠি ফেসবুকে ভাইরাল হয়েছে। সরকারি সহায়তা নেওয়ায় নতুন দলকে ‘কিংস পার্টি’ হিসেবে বিবেচনা করছেন অনেকে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে পিরোজপুর জেলা থেকে সরকারিভাবে বাস রিকুইজিশন দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ শনিবার (১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ জানায় সংগঠনটি।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, শিক্ষার্থী-জনতার আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ সূচিত হয়েছে। এই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের হাত ধরে নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে। দলটি কর্তৃত্ববাদ পতন পরবর্তী বাংলাদেশে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তরুণ নেতৃত্বের হাতে গঠিত নতুন রাজনীতির প্রতি মানুষের প্রত্যাশাও অপরিসীম। তবে দলটির যাত্রার শুরুতেই বাস অধিযাচনের (রিকুইজিশন) এই নজির ও তার নেতিবাচক প্রভাবকে ‘রেড এলার্ট’ হিসেবে গ্রহণ করতে হবে। এর পাশাপাশি ভবিষ্যতে এ ধরণের গতানুগতিক আত্মঘাতী কর্মকাণ্ড ও আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের গড়া নতুন এই রাজনৈতিক দল জিরো-সাম রাজনীতি নির্ভর ক্ষমতার অপব্যবহারের হাত থেকে উত্তরণের সম্ভাবনা ও ইতিবাচক গণতান্ত্রিক চর্চা বিকাশে সহায়ক হতে পারে। তবে তাদের আচরণে পতিত কতৃত্ববাদী বা কোনো প্রকার ক্ষমতার অপব্যবহারের পুনরাবৃত্তি জনমনে বিরূপ ধারণার জন্ম দেবে। পাশাপাশি নতুন বাংলাদেশের জবাবদিহিমূলক গণতান্ত্রিক বোধ ও চেতনার বিকাশকে বাধাগ্রস্ত করবে।

অর্ন্তবর্তী সরকারের যেকোনো রাজনৈতিক মহলকে পৃষ্ঠপোষকতা দেয়া থেকে বিরত থাকার আহবান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় অনুষ্ঠানে যাতায়াতের জন্য হুকুম-দখল করে পরিবহন রিকুইজিশন নতুন রাজনৈতিক বন্দোবস্তর চেতনার পরিপন্থী। এতে সরকারের পাশাপাশি জাতীয় নাগরিক পার্টিরও দায় রয়েছে। দলটির যাত্রার শুরুতেই এরূপ ক্ষমতার অপব্যবহার ও অনৈতিকতার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না।

অন্যদিকে ‘সেকেন্ড রিপাবলিক’ ও ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ ব্যানারে এ ধরনের কর্তৃত্ববাদী পুরোনো চর্চা পরিহার করার জন্য দলটির সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদেরকে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানানো হচ্ছে।

বিষয়টি নিয়ে ফেসবুকে কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাবেক সাংবাদিক কনক সরওয়ার। চিঠির একটি কপি ফেসবুকে পোস্ট করে তিনি বলেন, ‘সরকারি ভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম—জাতীয় নাগরিক পার্টি কি দয়া করে ব‍্যাখ‍্যা দেবেন? নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলা থেকে সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম করা হয়েছে। পিরোজপুর জেলাপ্রশাসনের একটি সরকারি আদেশ (সংযুক্ত) থেকে জানা যায়, পুলিশকে ৫টি বাস রিকুইজিশন করে জাতীয় নাগরিক কমিটির পিরোজপুর প্রতিনিধি মুসাব্বির মাহমুদ সানির কাছে দখল বুঝিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। জানা গেছে, দেশের প্রায় ২৬টি জেলা থেকেই এ ব‍্যবস্হা করা হয়েছে? ”

পোস্টে আরো বলা হয়, ‘তরুণ নেতৃত্ব নিয়ে নতুন রাজনৈতিক দল কি বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? কেন নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে জনসমাগম বাড়াতে সরকারি ব‍্যয়ে, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করতে হলো? ড. ইউনুস কি বিষয়টি জানেন?’

এস এম আতিক নামে আরেকজন কনক সারওয়ারের পোস্টের প্রসঙ্গ টেনে ফেসবুক পোস্টে বলেন, ‘সরকারিভাবে বাস রিকুইজিশন করে ঢাকার মানিক মিয়া এভিনিউতে লোক সমাগম করা হয়েছে। ড. ইউনূসের উপদেষ্টা পরিষদ যদি রাজনীতি করতে চায় তো পদত্যাগ করে করুক। পদত্যাগ না করলে এটি হবে কিংস পার্টি।’

পোস্টে আরো বলা হয়, ‘বিভিন্ন আদর্শিক কথা আসলে ফাঁকা বুলি। দল গঠন করা হয়েছে এ কারণে যে রাজনীতি সবচেয়ে লাভজনক ব্যবসা। মূলত প্রফিটের আশায় দল গঠন। যেহেতু সরকার সহযোগিতা করছে, সেহেতু বুঝতে হবে এই লাভের অংশীদার উপদেষ্টারাও।’

তবে এ বিষয়ে সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে দাবি করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই দাবি করেন প্রেস সচিব। রমজানে জীবনযাত্রা সহনীয় করতে সরকারের উদ্যোগ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

প্রেস সচিব বলেন, ‘পিরোজপুরের ডিসি এ বিষয়ে জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি কয়েকটি বাস রিকুইজিশনের জন্য ডিসিকে চিঠি দিয়েছে। সেখানে তারা জুলাই বিপ্লবে যাঁরা আহত ও নিহত হয়েছেন—এমন দুটি পরিবারকে আনতে সহযোগিতা চান। সেই রিকোয়েস্ট এবং একধরনের প্রেশারের প্রেক্ষিতে ৫টি বাস রিকুইজিশন করাতে হেল্প করে। এ ব্যাপারে ডিসি অফিস থেকে কোনো জ্বালানি তেল বা অন্য কোনো খরচ দেওয়া হয়নি বলেও ডিসি জানিয়েছেন। এ ধরনের ঘটনা আরও কোথাও ঘটেছে কি না তা দেখছি।’

শফিকুল আলম বলেন, ছাত্রদের রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে লোক আনতে সরকারিভাবে বাস রিকুইজিশনের ঘটনাকে কেন্দ্র করে যেটি ঘটেছে, তা অতিরঞ্জিত। পিরোজপুর বাসের সমাবেশে যোগ দেওয়ার ঘটনায় সরকারের কোনো রোল নাই। বিষয়টি নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা হয়েছে।’

তিনি বলেন, ‘সরকার সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করছে, যাতে অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিতে পারে—এটা আমাদের মূল দায়িত্ব। সব পার্টির জন্য আমাদের অবস্থান সমান। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বেশির ভাগ তথ্য অতিরঞ্জিত।’

জুলাই-আগস্টের অভ্যুত্থান নতুন স্বপ্নের জন্ম দিয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যয় ঘোষণা করেছেন তরুণেরা। এ জন্য দরকার সুসংগঠিত রাজনীতির। জাতীয় নাগরিক কমিটি গঠনের মধ্য দিয়ে এত দিন সে প্রস্তুতিই চলছিল। অবশেষে গতকাল শুক্রবার আত্মপ্রকাশ করল জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এনসিপির আত্মপ্রকাশ উপলক্ষে গত বৃহস্পতিবার মধ্যরাতেই মানিক মিয়া অ্যাভিনিউর সংসদের পাশে পূর্বমুখী করে মঞ্চ নির্মাণ করা হয়। মঞ্চের সামনে দুই হাজার চেয়ার রাখা হয় জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবার, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং বাংলাদেশে অবস্থানরত কূটনৈতিক প্রতিনিধিদলের জন্য। গতকাল সকাল থেকেই জাতীয় নাগরিক কমিটির সদস্যরা অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।

জুমার নামাজের পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল সমাবেশস্থলে আসতে শুরু করে।বেলা ৩টা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউতে ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান নেয় তারা। তবে এরপরই নেতা-কর্মীদের চাপ বাড়ে, তাদের অবস্থান খেজুরবাগান মোড় পর্যন্ত চলে আসে।

সমাবেশে আগতদের অধিকাংশই ছিলেন তরুণ-তরুণী। তবে বিভিন্ন বয়সী নারী-পুরুষকেও দেখা যায়। কয়েকটি মিছিলে ঘোড়ার গাড়ি, বাদ্যযন্ত্রের দলও দেখা যায়। জনসভায় আসা নারী ও পুরুষদের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুটি মোবাইল টয়লেট ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়।

বিকেলে নতুন দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আনুষ্ঠানিক দলটির আত্মপ্রকাশ ঘটে। তরুণদের নতুন এই রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলামের নাম ঘোষণা করা হয়েছে। সদস্যসচিব পদে রয়েছেন আখতার হোসেন। এরই মধ্যে দলটির আহ্বায়ক, সদস্যসচিবসহ ১৫১ জন নেতার নাম ঘোষণা করা হয়েছে।

অন্যদের মধ্যে আছেন—নতুন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব; সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, নাহিদা সরওয়ার নিভা; মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ; মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম; মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী; সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ।

৮ আগস্ট দায়িত্ব নেওয়ার পর সরকার রমজানে নিত্যপণ্য সহনীয় রাখতে উদ্যোগ নিয়েছিল জানিয়ে প্রেস সচিব বলেন, ‘তথ্য অনুযায়ী বলতে পারি, গত রোজার থেকে এই রোজায় বেশির ভাগ পণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। পুরো রোজা ধরে দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেই ফোকাস সরকারের আছে।’

ভোজ্যতেল, ছোলা, খেজুরসহ যেসব পণ্যের চাহিদা বাড়ে, সেগুলো সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয়, এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও ট্যারিফ কমিশন কাজ করছে বলে জানান প্রেস সচিব।

তিনি বলেন, সবার সম্মিলিত প্রয়াসে অনেক পণ্যের দাম সহনীয় পর্যায়ে এসেছে বলতে পারি। ভোজ্যতেলসহ কিছু পণ্যের সরবরাহ বাড়াতে সরকার প্রতিদিন মনিটর করছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, আমরা আশা করছি, জোগান সামনের দিকে আরও বাড়বে। আশা করা যায়, দামও সহনীয় পর্যায়ে থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ছোট ভাই কোকো ও শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫: ৪৩
ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা
ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বেলা ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোকোর কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর সূরা ফাতিহা ও দরুদ পাঠ করে ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তিনি।

২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো। ওই সময়ে লন্ডনে নির্বাসিত ছিলেন তারেক রহমান।

শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারতে তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা
শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারতে তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

এক দিন পরে কোকোর মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।

কোকোর কবর জিয়ারত শেষে তারেক রহমান বনানীর সামরিক কবরস্থানে যান। সেখানে তাঁর শ্বশুর সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। সূরা ফাতিহা পাঠ করে রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন তারেক রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, প্রার্থী ঘোষণা করলেন মির্জা ফখরুল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫: ৩২
মো. রাশেদ খান। ছবি: আজকের পত্রিকা
মো. রাশেদ খান। ছবি: আজকের পত্রিকা

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান। আজ শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাঁর বিএনপিতে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান।

সংবাদ সম্মেলনে রাশেদ খানের বিএনপিতে যোগদানের খবর জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে বিএনপি থেকে তাঁর মনোনয়নেরও ঘোষণা দেন।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।

এর আগে বিএনপিতে যোগদানের বিষয়ে যোগাযোগ করা হলে রাশেদ খান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বিএনপির কার্যালয়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

হাদি আমাদের ভাই, তাঁর লড়াই, আমাদের লড়াই এক: বিএনপি নেতা সোহেল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫: ৩৬
হাদি আমাদের ভাই, তাঁর লড়াই, আমাদের লড়াই এক: বিএনপি নেতা সোহেল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-ঊন নবী খান সোহেল। ছবি: আজকের পত্রিকা
হাদি আমাদের ভাই, তাঁর লড়াই, আমাদের লড়াই এক: বিএনপি নেতা সোহেল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-ঊন নবী খান সোহেল। ছবি: আজকের পত্রিকা

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-ঊন নবী খান সোহেল বলেছেন, ‘হাদি আমাদের ভাই, হাদির লড়াই, আর আমাদের লড়াই এক লড়াই। এ লড়াই হচ্ছে এ দেশ পৃথিবীর বুকে নিজের পায়ে দাঁড়াবে।’

আজ শনিবার পৌনে ১২টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শরিফ ওসমান হাদির কবর জিয়ার শেষ হওয়ার পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন হাবিব-ঊন নবী খান সোহেল।

সোহেল বলেন, ‘আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি আমাদের নেতা যখন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে শায়িত হাদির সমাধির পাশে দাঁড়িয়ে পুষ্পস্তবক অর্পণ করছিলেন, তখন মনে হচ্ছিল দুই বীর যেন একজন অপরজন দাঁড়িয়ে। হাদি আমাদের ভাই। হাদির লড়াই আমাদের লড়াই।’

তিনি বলেন, ‘আমাদের জাতীয়তাবাদী আরেক কবি, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের আরেক ঠিকানা কাজী নজরুল ইসলামের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন তারেক রহমান। আমাদের কবি নজরুল যেমন চেতনার উৎস হয়ে দাঁড়িয়ে থাকবে, তেমনিভাবে হাদি আমাদের জাতীয়তাবাদী লড়াইয়ের সাহসী ঠিকানা, সাহসী বাতিঘর হয়ে আমাদের হৃদয়ের মাঝখানে থাকবে। অবশ্যই সেই ঠিকানার মতোই আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশকে নিয়ে যাবেন এমন একটি জায়গায় যে বাংলাদেশকে দেখে সবাই স্যালুট দেবে, যে বাংলাদেশের অগ্রগতি দেখে সবাই সম্মান দেখাবে এবং কৌতূহলের সঙ্গে দেখবে কীভাবে একজন নেতা, একজন জাতীয়তাবাদী নেতা একটি দেশকে কোথায় নিয়ে যেতে পারে। দেশকে উন্নয়নের কোন শিখরে নিয়ে যাওয়া যায়, তার উদাহরণ তৈরি করবেন আমাদের নেতা তারেক রহমান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সারলেন তারেক রহমান ও জাইমা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪: ১৯
ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা
ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান। ছবি: আজকের পত্রিকা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তাঁর মেয়ে জাইমা রহমানও দুই প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রথমে জাইমা রহমান এবং পরে তারেক রহমান ভোটার নিবন্ধন ও এনআইডি পাওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোটার হওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, তারেক রহমান ও জাইমা রহমানের ভোটার হওয়ার নথি আগামীকাল রোববার কমিশনে উপস্থাপন করা হবে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান সচিব।

সচিব আরও বলেন, ‘তারেক রহমান ও তাঁর মেয়ে জাইমা রহমান গুলশান এলাকায় ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হওয়ার নিবন্ধন সম্পন্ন করেছেন। আজকেই হয়তো তাদের এনআইডি নম্বর দেওয়া হবে। কিন্তু তফসিল ঘোষণার পর ভোটার হওয়ার জন্য কমিশনের অনুমোদন প্রয়োজন হয়। তাই আগামীকাল তাদের ভোটার হওয়ার নথি কমিশনে উপস্থাপন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত