নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ শেষে তিনি বলেন, ‘ছাত্র-জনতার পরাজিত শক্তির লোকেরা বসে নেই। তারা দেশে-বিদেশে নানা চক্রান্ত করছে। প্রশাসনের সব সেক্টরে এখনো তাদের লোক বসে আছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলব, তাদের ব্যাপারে ব্যবস্থা নিন।’
প্রতিবেশী ভারতের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘পাশের দেশের বড় বড় নেতাদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন, কীভাবে ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবিলায় এগিয়ে আসতে হবে।’
এদিন ভারতকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা যেমন ভারতের স্বাধীনতা–সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, তেমনি ভারতেরও উচিত আমাদের স্বাধীনতা–সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। কোনো দল বা ব্যক্তির প্রতি যদি আপনাদের (ভারত) যোগাযোগ থাকে, তাহলে বাংলাদেশের মানুষ—এটা ভালোভাবে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে, তেমনি বিদেশি হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তেজ দেখাতে জানে। বাংলাদেশ যে একটি বীরের জাতি, এটা আপনাদের মাথার মধ্যে কিন্তু রাখতে হবে।’
নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
এ সময় ভারতের উদ্দেশে বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ দেশ থেকে এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে। আমি যে গ্রেপ্তার হতে পারি, গুম হতে পারি—এ শঙ্কা আর নাই। এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, শান্তিতে ঘুমাতে পারছে। এটা কী আপনারা (ভারত) চাচ্ছেন না? বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষ শান্তিতে থাকুক—এটা কী ভারতের নীতিনির্ধারকেরা পছন্দ করে না?’
রোববার সাতক্ষীরায় বিএনপির জনসমাবেশ
দলের প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের কারামুক্তি উপলক্ষে আগামীকাল রোববার সাতক্ষীরায় জনসমাবেশের আয়োজন করেছে বিএনপি। জেলার কলারোয়া ফুটবল ময়দানে বেলা ২টায় এই সমাবেশ শুরুর কথা রয়েছে। সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্ব সমাবেশে বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডসহ আরও অনেকে বক্তব্য দেন।

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ শেষে তিনি বলেন, ‘ছাত্র-জনতার পরাজিত শক্তির লোকেরা বসে নেই। তারা দেশে-বিদেশে নানা চক্রান্ত করছে। প্রশাসনের সব সেক্টরে এখনো তাদের লোক বসে আছে। বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলব, তাদের ব্যাপারে ব্যবস্থা নিন।’
প্রতিবেশী ভারতের দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘পাশের দেশের বড় বড় নেতাদের বক্তব্য শুনলেই বুঝতে পারবেন, কীভাবে ষড়যন্ত্র হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী প্রতিটি নাগরিককে ষড়যন্ত্র মোকাবিলায় এগিয়ে আসতে হবে।’
এদিন ভারতকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমরা যেমন ভারতের স্বাধীনতা–সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি, তেমনি ভারতেরও উচিত আমাদের স্বাধীনতা–সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। কোনো দল বা ব্যক্তির প্রতি যদি আপনাদের (ভারত) যোগাযোগ থাকে, তাহলে বাংলাদেশের মানুষ—এটা ভালোভাবে মেনে নেবে না। বাংলাদেশের জনগণ যেমন দীর্ঘদিন ধরে নির্যাতন সহ্য করতে পারে, তেমনি বিদেশি হানাদারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তেজ দেখাতে জানে। বাংলাদেশ যে একটি বীরের জাতি, এটা আপনাদের মাথার মধ্যে কিন্তু রাখতে হবে।’
নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।
এ সময় ভারতের উদ্দেশে বিএনপির এই নেতা আরও বলেন, ‘বাংলাদেশের জনগণ দেশ থেকে এক দানবকে তাড়িয়ে মুক্ত বাতাসে চলাফেরা করছে। আমি যে গ্রেপ্তার হতে পারি, গুম হতে পারি—এ শঙ্কা আর নাই। এখন মানুষ স্বাধীনভাবে চলাফেরা করছে, শান্তিতে ঘুমাতে পারছে। এটা কী আপনারা (ভারত) চাচ্ছেন না? বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষ শান্তিতে থাকুক—এটা কী ভারতের নীতিনির্ধারকেরা পছন্দ করে না?’
রোববার সাতক্ষীরায় বিএনপির জনসমাবেশ
দলের প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের কারামুক্তি উপলক্ষে আগামীকাল রোববার সাতক্ষীরায় জনসমাবেশের আয়োজন করেছে বিএনপি। জেলার কলারোয়া ফুটবল ময়দানে বেলা ২টায় এই সমাবেশ শুরুর কথা রয়েছে। সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাবিবুল ইসলাম হাবিবের সভাপতিত্ব সমাবেশে বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, সহসাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডসহ আরও অনেকে বক্তব্য দেন।

২০২৬ সালকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে গণমাধ্যমে খ্রিষ্টীয় নববর্ষের শুভেচ্ছাবাণী পাঠানো হয়েছিল। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যার পরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায়...
১ ঘণ্টা আগে
তিনি আরও বলেন,‘ম্যাডামের (খালেদা জিয়া) চলে যাওয়ার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে ভালোবাসা তৈরি হয়েছে, মানুষের মধ্যে যে আবেগ কাজ করছে, সেই আবেগ নিঃসন্দেহে বিএনপিকে আরও শক্তিশালী করবে।’
১ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেন।
৫ ঘণ্টা আগে
ভারতের কূটনৈতিকদের সঙ্গে জামায়াত আমিরের ‘গোপন বৈঠক’ মর্মে গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘গত বছরের মাঝামাঝি সময়ে আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি, তখন দেশ-বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন।
৫ ঘণ্টা আগে