নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপি ১০ ডিসেম্বর ব্যর্থ হয়ে এখন ২৪ ডিসেম্বরে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। এই পাগলকে ঠান্ডা করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ঠান্ডা মাথায় দেশ চালাচ্ছেন এই জন্য ধন্যবাদ জানাই।’
আজ মঙ্গলবার পুরোনো বাণিজ্য মেলা মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের তেজগাঁও এলাকার আয়োজনে সমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ১০ ডিসেম্বর ভুয়া, সরকারের পতন ভুয়া, বিজয় মিছিল ভুয়া, তারেক রহমানের আগমন ভুয়া। ১০ ডিসেম্বর ব্যর্থ হয়ে এখন ২৪ ডিসেম্বরে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বিএনপি।’ ২৪ তারিখের গণমিছিল প্রত্যাহার করতে বিএনপিকে অনুরোধ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ওয়াশিংটন গিয়েছিলেন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার তদবির করতে। কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। আমেরিকা কোনো নিষেধাজ্ঞা দেয়নি।’
পৃথিবীতে কোনো দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয় বলে দাবি করে ওবায়দুল কাদের উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচন, জার্মানির সরকার–বিরোধী আন্দোলনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দুনিয়ার কোথাও গণতন্ত্র শান্তিতে নেই। কিন্তু একমাত্র শেখ হাসিনা দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন পাগল ও শিশু ছাড়া কেউ বুঝে না। এই জন্য তাঁকে আমরা ধন্যবাদ জানাই।’
সরকার–বিরোধী আন্দোলনকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক ছাড় দিয়েছি। আর ছাড় দেব না। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। এই পাগলকে ঠান্ডা করতে হবে।’ এর জন্য নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

বিএনপি ১০ ডিসেম্বর ব্যর্থ হয়ে এখন ২৪ ডিসেম্বরে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। এই পাগলকে ঠান্ডা করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ঠান্ডা মাথায় দেশ চালাচ্ছেন এই জন্য ধন্যবাদ জানাই।’
আজ মঙ্গলবার পুরোনো বাণিজ্য মেলা মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের তেজগাঁও এলাকার আয়োজনে সমাবেশে এ কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির ১০ ডিসেম্বর ভুয়া, সরকারের পতন ভুয়া, বিজয় মিছিল ভুয়া, তারেক রহমানের আগমন ভুয়া। ১০ ডিসেম্বর ব্যর্থ হয়ে এখন ২৪ ডিসেম্বরে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বিএনপি।’ ২৪ তারিখের গণমিছিল প্রত্যাহার করতে বিএনপিকে অনুরোধ করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ওয়াশিংটন গিয়েছিলেন দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার তদবির করতে। কিন্তু সেটা ব্যর্থ হয়েছে। আমেরিকা কোনো নিষেধাজ্ঞা দেয়নি।’
পৃথিবীতে কোনো দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয় বলে দাবি করে ওবায়দুল কাদের উদাহরণ হিসেবে যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচন, জার্মানির সরকার–বিরোধী আন্দোলনের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘দুনিয়ার কোথাও গণতন্ত্র শান্তিতে নেই। কিন্তু একমাত্র শেখ হাসিনা দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়া বলেছিলেন পাগল ও শিশু ছাড়া কেউ বুঝে না। এই জন্য তাঁকে আমরা ধন্যবাদ জানাই।’
সরকার–বিরোধী আন্দোলনকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক ছাড় দিয়েছি। আর ছাড় দেব না। বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। এই পাগলকে ঠান্ডা করতে হবে।’ এর জন্য নেতা-কর্মীদের প্রস্তুত হওয়ার নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলের প্রার্থীদের আপিলের শুনানিতে এসে গণমাধ্যমের কাছে এ কথা জানান তিনি।
২ ঘণ্টা আগে
২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফরের সূচনা করবেন।
৪ ঘণ্টা আগে
বৈষম্যহীন ব্যবস্থা এবং নতুন আর্থ-রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে নতুন এক রাজনৈতিক শক্তির কথা বলেছেন সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। দুই সপ্তাহ ধরে ছাত্র ও সাধারণ নাগরিকদের সঙ্গে নিবিড় আলোচনার পর এই সম্ভাবনার কথা লিখলেন বলে জানিয়েছেন তিনি।
৭ ঘণ্টা আগে
পেশার চেয়ে গোপন উৎসে ৫ গুণেরও বেশি আয় জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর। তাঁর স্থাবর কিংবা অস্থাবর কোনো সম্পদের মূল্যও বাড়েনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে দাখিল করা মনোনয়নপত্রের হলফনামায় তিনি এমন তথ্য তুলে ধরেছেন।
১৫ ঘণ্টা আগে