নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এবং নৌকার সমর্থকদের মধ্যে কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় হুইপের এক ভাইকে কান ধরতে বাধ্য করা এবং বোনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে পটিয়ার শান্তিরহাট ও বিকেলে পানওয়ালা এলাকায় এসব ঘটনা ঘটে। দুই ঘটনায় সামশুল হক চৌধুরীর ভাই-বোনসহ ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আর নৌকার পক্ষের ১১ জন আহত হওয়ারও দাবি করা হয়েছে।
এ বিষয়ে সামশুল হক চৌধুরীর ছেলে ও তাঁর প্রধান নির্বাচন সমন্বয়কারী নাজমুল করিম চৌধুরীসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বেলা সাড়ে ১১টার দিকে শান্তিরহাট এলাকা থেকে হুইপ সামশুল হক চৌধুরী প্রচার ও গণসংযোগ শুরু করতে যান। প্রচার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হামলা হয়। নৌকা সমর্থকেরা হুইপের গাড়িবহরের ওপর চড়াও হন এবং আধা ঘণ্টা আটকে রাখে। জুতা নিক্ষেপের ঘটনাও ঘটে।
এ সময় হুইপের ভাই ফজলুল হক চৌধুরীকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে কানে ধরতে বাধ্য করা হয়। ওই ঘটনার পর বিকেলে গণসংযোগ করতে গাড়ি নিয়ে তাঁরা কুসুমপুরা ইউনিয়নের পানওয়ালা এলাকায় যান। সেখানে আরেক দফা হামলার ঘটনা ঘটে। মারধর করা হয় হুইপের বোন রেখা চৌধুরীকে।
নাজমুল করিম চৌধুরী বলেন, নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকেরা তাঁদের ওপর বারবার হামলা করেন। শনিবার দুই দফা হামলায় দুই জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার চান। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আ ক শামশুজ্জামান।
এদিকে পটিয়ায় কুসুমপুরার পানওয়ালাপাড়া এলাকার মোড়ে নৌকার সমর্থকদের ওপর হামলায় তাঁদের ১১ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন নৌকার অনুসারীরা। এ বিষয়ে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলায়মান বলেন, ‘দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘটিত ঘটনা সম্পর্কে আমরা সতর্ক রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে চট্টগ্রাম-১২ আসন। এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন ৯ জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা তিনবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর মধ্যে হবে বলে মনে করছেন ভোটাররা।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এবং নৌকার সমর্থকদের মধ্যে কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় হুইপের এক ভাইকে কান ধরতে বাধ্য করা এবং বোনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে পটিয়ার শান্তিরহাট ও বিকেলে পানওয়ালা এলাকায় এসব ঘটনা ঘটে। দুই ঘটনায় সামশুল হক চৌধুরীর ভাই-বোনসহ ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। আর নৌকার পক্ষের ১১ জন আহত হওয়ারও দাবি করা হয়েছে।
এ বিষয়ে সামশুল হক চৌধুরীর ছেলে ও তাঁর প্রধান নির্বাচন সমন্বয়কারী নাজমুল করিম চৌধুরীসহ বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, বেলা সাড়ে ১১টার দিকে শান্তিরহাট এলাকা থেকে হুইপ সামশুল হক চৌধুরী প্রচার ও গণসংযোগ শুরু করতে যান। প্রচার শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই হামলা হয়। নৌকা সমর্থকেরা হুইপের গাড়িবহরের ওপর চড়াও হন এবং আধা ঘণ্টা আটকে রাখে। জুতা নিক্ষেপের ঘটনাও ঘটে।
এ সময় হুইপের ভাই ফজলুল হক চৌধুরীকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে কানে ধরতে বাধ্য করা হয়। ওই ঘটনার পর বিকেলে গণসংযোগ করতে গাড়ি নিয়ে তাঁরা কুসুমপুরা ইউনিয়নের পানওয়ালা এলাকায় যান। সেখানে আরেক দফা হামলার ঘটনা ঘটে। মারধর করা হয় হুইপের বোন রেখা চৌধুরীকে।
নাজমুল করিম চৌধুরী বলেন, নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর সমর্থকেরা তাঁদের ওপর বারবার হামলা করেন। শনিবার দুই দফা হামলায় দুই জন গুলিবিদ্ধসহ ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তাঁরা এ ঘটনার সুষ্ঠু বিচার চান। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নৌকার প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আ ক শামশুজ্জামান।
এদিকে পটিয়ায় কুসুমপুরার পানওয়ালাপাড়া এলাকার মোড়ে নৌকার সমর্থকদের ওপর হামলায় তাঁদের ১১ জন আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন নৌকার অনুসারীরা। এ বিষয়ে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলায়মান বলেন, ‘দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘটিত ঘটনা সম্পর্কে আমরা সতর্ক রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’
পটিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন ও এক পৌরসভা নিয়ে চট্টগ্রাম-১২ আসন। এবারের নির্বাচনে প্রার্থী হয়েছেন ৯ জন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা তিনবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এবং দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর মধ্যে হবে বলে মনে করছেন ভোটাররা।

নির্বাচন কমিশনে (ইসি) শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) বাগ্বিতণ্ডায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে বাধে হট্টগোল।
২ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে নাম উল্লেখ না করে দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান, তাহলে প্রকৃত অর্থে প্রথমে এককভাবে বাংলাদেশের নাগরিক হন। আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না। যদি নির্বাচন কমিশন এ ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার...
৪ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। তবে নির্বাচন কমিশনের (ইসি) বাধা-নিষেধের কারণে এখনই তা তুলে ধরতে পারেননি দলটির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সকল শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে।
৫ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন, তিনি ছিলেন প্রতিহিংসাহীন রাজনীতির প্রতীক এবং গণতন্ত্রের প্রকৃত চর্চাকারী এক মহান রাষ্ট্রনায়ক। তাঁর চিন্তা, কাজ, দক্ষতা এবং সর্বোপরি মানুষের প্রতি ভালোবাসাই তাঁকে এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।
৬ ঘণ্টা আগে