Ajker Patrika

সংক্রমণ এড়াতেই বাড়িতে খালেদা জিয়া, ফের নেওয়া হতে পারে হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৯ জুন ২০২১, ২৩: ৫৫
সংক্রমণ এড়াতেই বাড়িতে খালেদা জিয়া, ফের নেওয়া হতে পারে হাসপাতালে

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তিনি সুস্থ নন। করোনায় আক্রান্ত হওয়ার পরে তাঁর যে জটিলতাগুলো দেখা দিয়েছিল, সেগুলো নিয়ন্ত্রণে রয়েছে। তবে এটাই শেষ কথা নয় বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক এফএম সিদ্দিকী। আবার তাঁকে হাসপাতালে নিতে হতে পারে বলেও জানান এই চিকিৎসক।

আজ শনিবার দিবাগত রাতে এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়াকে বাসায় নেওয়া হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এফএম সিদ্দকী। 

খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ম্যাডাম স্ট্যাবল আছেন। তার মানে এই নয় যে, তিনি সুস্থ হয়ে গেছেন। মানে হলো, ওনার যে আসল অসুখগুলো আছে–তাঁর হার্ট, কিডনি এবং লিভারের জটিলতা–যে কোভিডের কারণে ভয়ংকর রূপ নিয়েছিল, সে অবস্থাটা কেটে গেছে। কিন্তু সেগুলোর ট্রিটমেন্টর জন্য যে প্রযুক্তি এবং চিকিৎসা দরকার, সেগুলো আমরা পরিপূর্ণরূপে করতে পারিনি। যার জন্য একটা ঝুঁকি রয়েই যাচ্ছে। 

এই অবস্থায় তাঁকে বাসায় রেখে চিকিৎসা করানোর সিদ্ধান্ত হয়েছে। তবে প্রয়োজনে আবার তাঁকে হাসপাতালে নিতে হতে পারে বলে জানান সিদ্দিকী। 

হাসপাতাল ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে এই চিকিৎসক জানান, হাসপাতালে কিছু জীবাণু দিয়ে তিনি সংক্রমিত হচ্ছিলেন। তাঁর স্থিতাবস্থা নষ্ট করতে পারে, এই আশঙ্কা থেকে হাসপাতাল থেকে তাঁকে বাসায় নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সে সিদ্ধান্ত অনুযায়ী বাসায় নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত