নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আইনের ফাঁদে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আপনি (খালেদা জিয়া) আইনের ফাঁদে পড়েছেন, আমরা অপারগ এই একটিমাত্র কারণে। কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে। আইনমন্ত্রী বলেছেন, এরপর এ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। তারপরও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’
আজ সোমবার লালবাগের নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডে ছয়টি ইউনিটের সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তাঁর মৃত্যু কামনা করি না। তিনি দ্রুত আরোগ্য লাভ করুন এটা আমরাও চাই। খালেদা জিয়া অসুস্থ তিনি হাসপাতালে আছেন, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা এমনও বলেছি, প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন।’
বিএনপির নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ভাবুন, তাঁকে নিয়ে আর রাজনীতি করবেন না। আপনারা তো রাজনীতি করছেন। শুধু খোঁজেন, কোন ইস্যু নিতে হবে। এখন বেগম জিয়ার অসুস্থতার ইস্যু পেয়েছেন। তাঁরা আন্দোলনের ডাক দিয়ে দেখেছেন, কেউ আসে না। নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। বিএনপির নেতারা মাঠে নামে না। আর টেলিফোনে খবর নেয়, পুলিশের গতিবিধি কেমন, এত ভিতু নেতৃত্ব!’
কাদের বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে এত মায়াকান্না! অথচ বেগম জিয়ার এ মামলাটা সাত বছর ঝুলিয়ে রেখেছে। অনুপস্থিত, অসুস্থ বলে-বলে এ মামলাটা ঝুলিয়ে রাখছে, সে কারণে মামলার রায় হয়েছে দেরিতে।’
ইউপি নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ইউনিয়ন পরিষদের নির্বাচন উৎসব-উদ্দীপনা, ৭০ থেকে ৭৫ ভাগ ভোটার কেন্দ্রে আসছে। মহিলারা ভোর থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে। সারা দেশে উৎসবমুখর নির্বাচন হচ্ছে।’
কিছু বুদ্ধিজীবী, কিছু রাজনীতিক বলেন, মানুষ নাকি আগ্রহ হারিয়ে ফেলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অবশ্য ইউপি নির্বাচনে কিছু অসুস্থ প্রতিযোগিতা আমাদের বিড়ম্বনায় ফেলেছে। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভোটারদের উপস্থিত সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে।’
এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আইনের ফাঁদে পড়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘আপনি (খালেদা জিয়া) আইনের ফাঁদে পড়েছেন, আমরা অপারগ এই একটিমাত্র কারণে। কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে। আইনমন্ত্রী বলেছেন, এরপর এ বিষয় নিয়ে আমি কথা বলতে চাই না। তারপরও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।’
আজ সোমবার লালবাগের নবাবগঞ্জ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ২৩ নম্বর ওয়ার্ডে ছয়টি ইউনিটের সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তাঁর মৃত্যু কামনা করি না। তিনি দ্রুত আরোগ্য লাভ করুন এটা আমরাও চাই। খালেদা জিয়া অসুস্থ তিনি হাসপাতালে আছেন, আমরা পর্যবেক্ষণ করছি। আমরা এমনও বলেছি, প্রয়োজনে বিদেশ থেকে ডাক্তার নিয়ে আসুন।’
বিএনপির নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে ভাবুন, তাঁকে নিয়ে আর রাজনীতি করবেন না। আপনারা তো রাজনীতি করছেন। শুধু খোঁজেন, কোন ইস্যু নিতে হবে। এখন বেগম জিয়ার অসুস্থতার ইস্যু পেয়েছেন। তাঁরা আন্দোলনের ডাক দিয়ে দেখেছেন, কেউ আসে না। নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে। বিএনপির নেতারা মাঠে নামে না। আর টেলিফোনে খবর নেয়, পুলিশের গতিবিধি কেমন, এত ভিতু নেতৃত্ব!’
কাদের বলেন, ‘খালেদা জিয়াকে নিয়ে এত মায়াকান্না! অথচ বেগম জিয়ার এ মামলাটা সাত বছর ঝুলিয়ে রেখেছে। অনুপস্থিত, অসুস্থ বলে-বলে এ মামলাটা ঝুলিয়ে রাখছে, সে কারণে মামলার রায় হয়েছে দেরিতে।’
ইউপি নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘ইউনিয়ন পরিষদের নির্বাচন উৎসব-উদ্দীপনা, ৭০ থেকে ৭৫ ভাগ ভোটার কেন্দ্রে আসছে। মহিলারা ভোর থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে। সারা দেশে উৎসবমুখর নির্বাচন হচ্ছে।’
কিছু বুদ্ধিজীবী, কিছু রাজনীতিক বলেন, মানুষ নাকি আগ্রহ হারিয়ে ফেলেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অবশ্য ইউপি নির্বাচনে কিছু অসুস্থ প্রতিযোগিতা আমাদের বিড়ম্বনায় ফেলেছে। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভোটারদের উপস্থিত সর্বকালের রেকর্ড ভঙ্গ করেছে।’
এতে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন মায়া, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘এবার আমরা সরাসরি নারী প্রার্থী না দিলেও আমাদের জোটের পক্ষ থেকে নারী প্রার্থী আছে।’ আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে আয়োজিত দলটির পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
৪ ঘণ্টা আগে
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পলিসি সামিট ২০২৬-এ অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানসহ প্রায় ৩০ দেশের প্রতিনিধি। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে এই সামিট শুরু হয়।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা।
৫ ঘণ্টা আগে