Ajker Patrika

পরিত্যক্ত উপস্বাস্থ্যকেন্দ্র

সম্পাদকীয়
পরিত্যক্ত উপস্বাস্থ্যকেন্দ্র

এটি একটি পরিত্যক্ত ভবন এবং এর আঙিনা ময়লা-আবর্জনার ভাগাড়। কিন্তু না, ভবনটি ব্যবহৃত হচ্ছে এবং এর আঙিনা ময়লা ফেলার জন্য বরাদ্দ দেওয়া হয়নি। ছবিটি যে কথাই বলুক না কেন, প্রকাশিত খবর বলছে, ওই ভবনটি একটি উপস্বাস্থ্যকেন্দ্রের এবং স্থানান্তরিত নতুন ভবনে চিকিৎসাসেবা পরিচালিত হলেও পুরোনো ভবনটিতে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্থল। আরও হতাশ হতে হয় এ জন্য যে, এই সম্প্রদায় পুরো এলাকা পরিষ্কার করে ফেললেও নিজেদের থাকার জায়গাটা ময়লার ভাগাড় আর গণশৌচাগারে পরিণত হওয়ার সুযোগ করে দিয়েছে।

যে উপস্বাস্থ্যকেন্দ্রের কথা বলা হচ্ছে তার অবস্থান পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে। যদিও ঝুঁকিপূর্ণ হওয়ায় এর পুরোনো ভবনটিতে চিকিৎসাসেবা পরিচালিত হয় না, কিন্তু এটি অপসারণও করা হয়নি। ফলে যা হওয়ার তা-ই হয়েছে। আঙিনাসহ ভবনটি এখন পরিণত হয়েছে গণশৌচাগার আর ময়লার ভাগাড়ে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে মূত্রত্যাগ করতে আসে বলে অভিযোগ রয়েছে। আর বাজারের ভোক্তা-ব্যবসায়ীরা যেন নিয়ম করেই এখানে ময়লা ফেলে যায়। আবার হরিজন সম্প্রদায়কে কেন ঝুঁকিপূর্ণ ও ব্যবহারের অনুপযোগী বলে চিহ্নিত করা একটি ভবনে আশ্রয় দেওয়া হলো, তা-ও একটি রহস্য!

স্বাস্থ্যকেন্দ্রটি সব সময় খোলা থাকে এবং সেখানে কোনো বিধিনিষেধ নেই বলে জায়গাটির এমন বেহাল দশা। একই আঙিনায় নতুন ভবনে কাশিনাথপুরের মানুষ চিকিৎসাসেবা নিতে আসে। এমন একটি অস্বাস্থ্যকর পরিবেশ কীভাবে জনসাধারণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে, তা এক জটিল ধাঁধা! এই ধাঁধার সমাধান করতে নিশ্চয়ই কোনো মেডিকেল অফিসার হতে হয় না, সাধারণ জ্ঞান থাকাটাই যথেষ্ট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাধারণ জ্ঞানটুকু আহরণ করতে খুব বেশি সময় লাগার তো কথা না। নতুন ভবনে স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম শুরু করার সঙ্গে সঙ্গেই পুরোনো ভবনটি অপসারণ করে প্রতিষ্ঠানটির আঙিনা নিয়মিত রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া এবং অন্যত্র হরিজন সম্প্রদায়ের আবাসস্থলের ব্যবস্থা করা উচিত ছিল। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল বাতেন বলেছেন, অতি দ্রুত উপস্বাস্থ্য কমপ্লেক্সটির পরিত্যক্ত ভবন নিলাম করে অপসারণ করা হবে, প্রতিষ্ঠানটির ভেতরে মাটিও ভরাট করা হবে। পাবনা জেলার সিভিল সার্জন আবুল কালাম আজাদ বলেছেন, পরিত্যক্ত ভবন অপসারণ, আবর্জনা অপসারণ ও দখলমুক্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। তাঁদের এই আশ্বাসে কাশিনাথপুরবাসী কতটা ভরসা করতে পারবেন তা সময়ই বলে দেবে।

একটি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ যদি পরিচ্ছন্নই না হয় তাহলে সেখানে চিকিৎসাসেবা নিতে যাওয়া বৃথা। শুধু কাশিনাথপুরের এই উপস্বাস্থ্যকেন্দ্রটিই নয়, দেশের প্রতিটি চিকিৎসালয়ের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হওয়া জরুরি। দায়িত্বশীলদের কাজে যেন সেই প্রতিফলনটা পাওয়া যায়, এটাই কাম্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে সড়কপথে জয়শঙ্করের ৪০০ মাইলের রুদ্ধশ্বাস যাত্রা, নেপথ্য কাহিনি

চট্টগ্রামে কাবিনের দিন কনের বাড়িতে পৌঁছাল বরের মৃত্যুর খবর

তাইওয়ান নিয়ে চীন কী করবে সেটা সির ব্যাপার: ট্রাম্প

গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

খামেনির ছবিতে আগুন দিয়ে সিগারেট ধরাচ্ছেন ইরানি নারীরা—নেপথ্যে কী?

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত