মাজহারুল ইসলাম

‘জীবনের কত অলি-গলি ঘুরে ক্লান্ত শরীর,
বিষাদ মনে বেলাপড়া কোনো রাস্তার মোড়ে অবশেষে হাতছানি দিয়ে ছুটটান,
আবেগগুলোও বেগ পায় হয়ে সুখের অবসান’
জীবন কী এবং আমরা ছুটছি কোথায়? গত ৪ জুন আমার চোখের সামনে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পঞ্চগড় ওসিএলএসডির মৃত্যু ও তাঁর প্রিয়জনদের বুকফাটা কান্না আর আর্তনাদ দেখে আমি নিজেই আবেগতাড়িত হয়ে যাই। বিষণ্ণতায় ভরে ওঠে মন। ভাবছি, বেঁচে থাকার সময় তাঁর কত স্বপ্ন ছিল। ছিল কত সুন্দর প্রাণপ্রাচুর্যময় জীবন। কিন্তু এক নিমেষে তাঁর নিশ্বাসটুকু চলে যাওয়ার পর পড়ে থাকল হাসপাতালের বারান্দায় নিথর দেহখানি। তখন নিজেকে প্রশ্ন করি, জীবন কি এমনই? জীবনের অর্থ কী? আমরা জীবনকে একটি দার্শনিক এবং আত্মিক সাধারণভাবে জীবন অথবা অস্তিত্ব্স—বের তাৎপর্য আলোচনা করে থাকি। জীবনের অর্থ খুঁজতে গিয়ে দর্শন, বিজ্ঞান, অধিবিদ্যা এবং ধর্ম—নানা ধরনের মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর মানবকুলের মাঝে।
আমরা কোথা থেকে এসেছি? আমরা কে? আমরা কোথায় যাচ্ছি? জীবনের অর্থ বলতে আমরা যা বুঝি, তার উৎপত্তি দার্শনিক ও ধর্মীয় আত্মচিন্তা এবং অস্তিত্ব, সামাজিক বন্ধন, চেতনা, সুখ এগুলোর বৈজ্ঞানিক অনুসন্ধান থেকে পাই। আরও নানা বিষয় এখানে জড়িত।
কিন্তু বেঁচে থাকায় আমরা বাস্তব যা কিছু দেখতে পাই তা হলো যেমন, বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ডাস্টবিনে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। এক কথায়, যতদিন বেঁচে আছি ততদিন জীবনের শ্বাস ও আশ। দম চলে গেলে সবই শেষ। চোখের সামনে কত প্রিয়জন চলে গেছে, আমরা কয়জনই-বা তাদের স্মরণ রাখি? মৃত্যুর সময় সাময়িক কিছুক্ষণ ব্যথিত হই মাত্র। পরে ভুলে যাই সব। কিন্তু ধর্মীয় বিধানে উল্লেখ আছে, মানুষ মরে গেলেও কিছু আমলনামা বা কল্যাণমুখী কাজের মাধ্যমে অমর হয়ে থাকে। যেমন—পৃথিবীতে নেক সন্তান জন্মদান, জনকল্যাণে পানি খাওয়ার জন্য টিউবওয়েল দান, গাছ লাগানো, ধর্মী কোনো প্রতিষ্ঠান যেমন মসজিদ, মাদ্রাসা বা শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে কতদিন অধিকার পাব, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার ওপর। এই বাস্তবতা মানলেও সত্যি, না মানলেও সত্যি।
আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, এক দিন পর সেই একই পত্রিকার এক কেজির দাম ১০ টাকা মাত্র। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে দুই টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। এতকিছুর পরও আমরা একটু ভেবেচিন্তে কথা বলি। রাগটা কমাই। অহংকারকে ভুলে যাই।
যদি সুখী হতে চাই, তবে প্রত্যাশা কমাই। কারও জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যাই। কারণ, যতদিন মনে রাখব ততদিন সেটা আমাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি কারও জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখা উচিত। কারণ, এটা নিজেকে বিনয়ী ও কৃতজ্ঞ একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। জীবন এমনই যেখানে যেমন।
লেখক: সাংবাদিক

‘জীবনের কত অলি-গলি ঘুরে ক্লান্ত শরীর,
বিষাদ মনে বেলাপড়া কোনো রাস্তার মোড়ে অবশেষে হাতছানি দিয়ে ছুটটান,
আবেগগুলোও বেগ পায় হয়ে সুখের অবসান’
জীবন কী এবং আমরা ছুটছি কোথায়? গত ৪ জুন আমার চোখের সামনে ঘটে যাওয়া এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পঞ্চগড় ওসিএলএসডির মৃত্যু ও তাঁর প্রিয়জনদের বুকফাটা কান্না আর আর্তনাদ দেখে আমি নিজেই আবেগতাড়িত হয়ে যাই। বিষণ্ণতায় ভরে ওঠে মন। ভাবছি, বেঁচে থাকার সময় তাঁর কত স্বপ্ন ছিল। ছিল কত সুন্দর প্রাণপ্রাচুর্যময় জীবন। কিন্তু এক নিমেষে তাঁর নিশ্বাসটুকু চলে যাওয়ার পর পড়ে থাকল হাসপাতালের বারান্দায় নিথর দেহখানি। তখন নিজেকে প্রশ্ন করি, জীবন কি এমনই? জীবনের অর্থ কী? আমরা জীবনকে একটি দার্শনিক এবং আত্মিক সাধারণভাবে জীবন অথবা অস্তিত্ব্স—বের তাৎপর্য আলোচনা করে থাকি। জীবনের অর্থ খুঁজতে গিয়ে দর্শন, বিজ্ঞান, অধিবিদ্যা এবং ধর্ম—নানা ধরনের মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে পৃথিবীর মানবকুলের মাঝে।
আমরা কোথা থেকে এসেছি? আমরা কে? আমরা কোথায় যাচ্ছি? জীবনের অর্থ বলতে আমরা যা বুঝি, তার উৎপত্তি দার্শনিক ও ধর্মীয় আত্মচিন্তা এবং অস্তিত্ব, সামাজিক বন্ধন, চেতনা, সুখ এগুলোর বৈজ্ঞানিক অনুসন্ধান থেকে পাই। আরও নানা বিষয় এখানে জড়িত।
কিন্তু বেঁচে থাকায় আমরা বাস্তব যা কিছু দেখতে পাই তা হলো যেমন, বৃষ্টি থেমে গেলে ছাতাটাকেও বোঝা মনে হয়। কালি ফুরিয়ে গেলে কলমটাও আবর্জনার ডাস্টবিনে জমা হয়। বাসি হয়ে গেলে প্রিয়জনের দেওয়া ফুলটাও পরদিন ডাস্টবিনে পাওয়া যায়। এক কথায়, যতদিন বেঁচে আছি ততদিন জীবনের শ্বাস ও আশ। দম চলে গেলে সবই শেষ। চোখের সামনে কত প্রিয়জন চলে গেছে, আমরা কয়জনই-বা তাদের স্মরণ রাখি? মৃত্যুর সময় সাময়িক কিছুক্ষণ ব্যথিত হই মাত্র। পরে ভুলে যাই সব। কিন্তু ধর্মীয় বিধানে উল্লেখ আছে, মানুষ মরে গেলেও কিছু আমলনামা বা কল্যাণমুখী কাজের মাধ্যমে অমর হয়ে থাকে। যেমন—পৃথিবীতে নেক সন্তান জন্মদান, জনকল্যাণে পানি খাওয়ার জন্য টিউবওয়েল দান, গাছ লাগানো, ধর্মী কোনো প্রতিষ্ঠান যেমন মসজিদ, মাদ্রাসা বা শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখে না। জীবনের সবচেয়ে নিদারুণ বাস্তবতা হলো, কার কাছে কতদিন অধিকার পাব, সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আছে তার ওপর। এই বাস্তবতা মানলেও সত্যি, না মানলেও সত্যি।
আজ সকালে যে পত্রিকার দাম ১০ টাকা, এক দিন পর সেই একই পত্রিকার এক কেজির দাম ১০ টাকা মাত্র। সময় ফুরিয়ে গেলে এভাবেই মূল্য কমতে থাকে সবার, সবকিছুর। আমরা আপাদমস্তক স্বার্থপর প্রাণী। ভিখারিকে দুই টাকা দেওয়ার আগেও মানুষ চিন্তা করে কতটুকু পুণ্য অর্জন হবে। এতকিছুর পরও আমরা একটু ভেবেচিন্তে কথা বলি। রাগটা কমাই। অহংকারকে ভুলে যাই।
যদি সুখী হতে চাই, তবে প্রত্যাশা কমাই। কারও জন্য কিছু করে থাকলে সেটা চিরতরে ভুলে যাই। কারণ, যতদিন মনে রাখব ততদিন সেটা আমাকে অহংকারী করে তুলবে। আবার কেউ যদি কারও জন্য খুব ছোট কিছুও করে থাকে, তবে সেটা আজীবন মনে রাখা উচিত। কারণ, এটা নিজেকে বিনয়ী ও কৃতজ্ঞ একজন ভালো মানুষ হিসেবে বাঁচিয়ে রাখবে। জীবন এমনই যেখানে যেমন।
লেখক: সাংবাদিক

‘বিচারের বাণী নিভৃতে কাঁদে’ প্রবাদটিই যেন সত্যে প্রমাণিত হতে চলেছে খুলনা নগরের উপকণ্ঠে রূপসা সেতুর নিকটবর্তী মাথাভাঙ্গা মৌজার ৩২টি দরিদ্র ও শ্রমজীবী পরিবারের মানুষের কাছে। কারণ, এখানে বসবাসরত পরিবারগুলোর জমি জবরদখলের অভিযোগ উঠেছে। জায়গাটি একসময় বিরান ভূমি ছিল।
৯ ঘণ্টা আগে
নির্বাচনের আমেজে ভাসছে দেশ। তারপরও কেমন যেন একটা চাপা আতঙ্ক বিরাজ করছে মানুষের মনে। কী হবে সামনে, তা নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তকও নির্দ্বিধায় কোনো মন্তব্য করতে পারবেন বলে মনে হয় না। নির্বাচন কি সেই হতাশাজনক পরিস্থিতিকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে?
৯ ঘণ্টা আগে
জানুয়ারি মাস চলছে নতুন বছরের। আর ২৭ দিন পরেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের দাবি, এই নির্বাচন হবে ইতিহাসের অন্যতম একটা গ্রহণযোগ্য নির্বাচন। সুষ্ঠু তো বটেই। তাদের আরও দাবি হলো, বিগত ১৭ বছরে যা হয়নি এক বছর কয়েক মাসে সেটা করে দেখিয়েছে অন্তর্বর্তী সরকার।
১০ ঘণ্টা আগে
মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূ ধর্ষণের ঘটনার পর প্রশ্ন ওঠে—দেশের কোথায় আজ নারীরা নিরাপদ? শুধু কি নারী? কোন কারণে কোথায় কে কখন হবেন গণপিটুনির শিকার, কাকে রাস্তায় ধরে কারও দোসর নাম দিয়ে হত্যা করা হবে, তা নিয়ে শঙ্কিত দেশের মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন এক অবস্থায় এসে দাঁড়িয়েছে, যখন কোথাও...
১ দিন আগে