
নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে গতকাল রোববার দেশের বিভিন্ন জেলায় বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় ১ হাজার ৯৪ কেজির বেশি পলিথিন জব্দ এবং ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
টাঙ্গাইল: মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন পৌর শহরের দৈনিক বাজারের একটি গুদামে অভিযান চালান। এ সময় ৭০০ কেজি পলিথিন জব্দ এবং গুদামের মালিক মানিক সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিষিদ্ধ পলিথিনের বিক্রি ও ব্যবহার বন্ধ এবং জনসাধারণকে সচেতন করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মোহাইমিনুল ইসলাম সন্তোষ বাজারে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ: শহরের দ্বিগুবাবুর বাজারে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন। এ সময় তিনটি দোকান থেকে ২৯০ কেজি পলিথিন ব্যাগ জব্দ এবং পলিথিন সংরক্ষণ ও বাজারজাত করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার: চকরিয়া পৌরসভার কাঁচাবাজারে পলিথিন ব্যবহার ও বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা ও দেড় মণের বেশি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন উপস্থিত ছিলেন।
ইউএনও ফখরুল বলেন, জব্দ করা পলিথিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পলিথিন ব্যবহার নিয়ে অন্য ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সতর্ক করা হয়েছে।
কুমিল্লা: নগরীর রাজগঞ্জ কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের টাস্কফোর্স। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত। টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, খুচরা বাজারে সাধারণ ভোক্তাপর্যায়ে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে প্রচারের পাশাপাশি কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বরিশাল: নগরের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো. শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান প্রমুখ। এ সময় দোকানে পলিথিন ব্যাগ আছে কি না, তা পরীক্ষা করা হয়। জেলা প্রশাসক বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ পলিথিন ব্যবহার করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।

নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে গতকাল রোববার দেশের বিভিন্ন জেলায় বাজারে অভিযান চালানো হয়েছে। এ সময় ১ হাজার ৯৪ কেজির বেশি পলিথিন জব্দ এবং ১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদ।
টাঙ্গাইল: মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন পৌর শহরের দৈনিক বাজারের একটি গুদামে অভিযান চালান। এ সময় ৭০০ কেজি পলিথিন জব্দ এবং গুদামের মালিক মানিক সাহাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, নিষিদ্ধ পলিথিনের বিক্রি ও ব্যবহার বন্ধ এবং জনসাধারণকে সচেতন করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ও মোহাইমিনুল ইসলাম সন্তোষ বাজারে অভিযান চালিয়ে ছয় ব্যবসায়ীকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় ৪৪ কেজি পলিথিন জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ: শহরের দ্বিগুবাবুর বাজারে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুন। এ সময় তিনটি দোকান থেকে ২৯০ কেজি পলিথিন ব্যাগ জব্দ এবং পলিথিন সংরক্ষণ ও বাজারজাত করায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এ এইচ এম রাসেদ বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার: চকরিয়া পৌরসভার কাঁচাবাজারে পলিথিন ব্যবহার ও বিক্রি করায় তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা ও দেড় মণের বেশি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এ সময় ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীন উপস্থিত ছিলেন।
ইউএনও ফখরুল বলেন, জব্দ করা পলিথিন আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পলিথিন ব্যবহার নিয়ে অন্য ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের সতর্ক করা হয়েছে।
কুমিল্লা: নগরীর রাজগঞ্জ কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের টাস্কফোর্স। এ সময় পাঁচটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত। টাস্কফোর্স কমিটির সদস্যসচিব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, খুচরা বাজারে সাধারণ ভোক্তাপর্যায়ে পলিথিনের ব্যবহার নিরুৎসাহিত করতে প্রচারের পাশাপাশি কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বরিশাল: নগরের নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার মো. শহীদ উল্লাহ, মোহাম্মদ লুৎফর রহমান প্রমুখ। এ সময় দোকানে পলিথিন ব্যাগ আছে কি না, তা পরীক্ষা করা হয়। জেলা প্রশাসক বলেন, নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহার বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। যদি কেউ পলিথিন ব্যবহার করেন, তবে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও এই অভিযান চলমান থাকবে।

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি দেওয়া, মধ্যরাতে অফিসে হামলা করা, আগুন দেওয়া নজিরবিহীন ঘটনা বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ। আজ শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
১১ মিনিট আগে
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৪ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)। আজ শনিবার থেকেই তাঁরা দেশের ৬৪ জেলায় তাঁদের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করছেন।
৮ ঘণ্টা আগে