নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সকাল ৮টা বাজতেই সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের কর্মী-সমর্থকদের আনাগোনা বাড়লেও ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি।
সেই সঙ্গে সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বশক্তি নিয়ে প্রস্তুত আছে নির্বাচন কমিশন। ভোটের দিন সকালে নির্বাচন কমিশন ঘিরে রাখা হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থায়।
রোববার সকাল ৮টায় নির্বাচন কমিশন ভবনে গিয়ে দেখা যায়, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার চাদরে বেষ্টিত আছে এই এলাকা। আগারগাঁও মূল সড়ক থেকে নির্বাচন কমিশন ভবনের দিকে ঢুকতে পর্যটন ভবনের সামনের রাস্তায় চোখে পড়ে কড়া পুলিশি তল্লাশি চৌকি। মূল সড়ক থেকে নির্বাচন ভবনের দিকে প্রতিটি প্রবেশপথে সবাইকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। কমিশনের ভেতরে যেতে সব পথ আজ পায়ে হেঁটে চলাচলের জন্য উন্মুক্ত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ধরনের যানবাহন এই পথে ঢুকতে দেওয়া হচ্ছে না।
নির্বাচন ভবনসংশ্লিষ্ট ইসলামি ফাউন্ডেশনের সামনে একটি জলকামান, প্রিজন ভ্যান ও একটি রায়ট কার প্রস্তুত রাখা হয়েছে। তারপর নির্বাচন ভবনের মূল ফটকের সামনে থেকে পুরো অংশজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশের সদস্যরা ঘিরে রেখেছেন। এ ছাড়া স্থাপন করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অস্থায়ী ক্যাম্প।
আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য প্রতিটি বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সজাগ ও কড়া দৃষ্টি রাখছেন।
তবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

সকাল ৮টা বাজতেই সারা দেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্রে রাজনৈতিক দল ও প্রার্থীদের কর্মী-সমর্থকদের আনাগোনা বাড়লেও ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি।
সেই সঙ্গে সুষ্ঠু, সুন্দর ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বশক্তি নিয়ে প্রস্তুত আছে নির্বাচন কমিশন। ভোটের দিন সকালে নির্বাচন কমিশন ঘিরে রাখা হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থায়।
রোববার সকাল ৮টায় নির্বাচন কমিশন ভবনে গিয়ে দেখা যায়, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তার চাদরে বেষ্টিত আছে এই এলাকা। আগারগাঁও মূল সড়ক থেকে নির্বাচন কমিশন ভবনের দিকে ঢুকতে পর্যটন ভবনের সামনের রাস্তায় চোখে পড়ে কড়া পুলিশি তল্লাশি চৌকি। মূল সড়ক থেকে নির্বাচন ভবনের দিকে প্রতিটি প্রবেশপথে সবাইকে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। কমিশনের ভেতরে যেতে সব পথ আজ পায়ে হেঁটে চলাচলের জন্য উন্মুক্ত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো ধরনের যানবাহন এই পথে ঢুকতে দেওয়া হচ্ছে না।
নির্বাচন ভবনসংশ্লিষ্ট ইসলামি ফাউন্ডেশনের সামনে একটি জলকামান, প্রিজন ভ্যান ও একটি রায়ট কার প্রস্তুত রাখা হয়েছে। তারপর নির্বাচন ভবনের মূল ফটকের সামনে থেকে পুরো অংশজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ ও বাংলাদেশ পুলিশের সদস্যরা ঘিরে রেখেছেন। এ ছাড়া স্থাপন করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অস্থায়ী ক্যাম্প।
আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, যে কোনো ধরনের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ জন্য প্রতিটি বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা সজাগ ও কড়া দৃষ্টি রাখছেন।
তবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সদস্যকে দেখা যায়নি।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
২২ মিনিট আগে
আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
৮ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
৯ ঘণ্টা আগে