Ajker Patrika

হেলিকপ্টার কিনতে রাশিয়ার সঙ্গে পুলিশের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৮: ৩২
হেলিকপ্টার কিনতে রাশিয়ার সঙ্গে পুলিশের চুক্তি

জননিরাপত্তা নিশ্চিত এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে দুটি এমআই-১৭১ এ ২ হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছে। আজ শুক্রবার সকালে পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

এতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক আন্দ্রে বোগিনস্কি ভার্চুয়ালি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বাসেডর আলেক্সান্ডার মান্তিটস্কি, সব অতিরিক্ত আইজি ছাড়াও বিভিন্ন ইউনিটের প্রধানেরা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দুটি হেলিকপ্টার পুলিশে যুক্ত হলে বাহিনীর কাজে আরও গতি আসবে। প্রত্যন্ত অঞ্চলেও যে কোনো মুহূর্তে নিরাপত্তা বিধান ও উদ্ধার কার্যক্রম চালানো সহজ হবে।

তবে কত টাকায় হেলিকপ্টার কেনা হবে এ বিষয়ে কোন তথ্য জানানো হয়নি। এর আগে গত ৬ অক্টোবর পুলিশের জন্য ২টি হেলিকপ্টার কেনার প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয় সরকারি অর্থনৈতিক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

কমিটির ২৮তম এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৪তম সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. সামসুল আরেফিন বলেন, বাংলাদেশ পুলিশের জন্য জিটুজি পদ্ধতিতে রাশিয়ার কাছে থেকে দুইটি হেলিকপ্টার ক্রয়ের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। তবে কত টাকা খরচ হবে এ বিষয়ে কিছু বলেননি তিনি। তবে জানা যায়, প্রায় সাড়ে চার শ কোটা টাকা খরচ হবে রাশিয়ান হেলিকপ্টার দুটি কিনতে।

বাংলাদেশ পুলিশে ২০০৪ সালে প্রথম হেলিকপ্টার কেনার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নানা কারণে সে সিদ্ধান্ত পিছিয়ে এক যুগ পর ২০১২ সালে প্রথম পুলিশের জন্য হেলিকপ্টার কেনার আদেশ দেওয়া হয়। ২০১৩ সালে আমেরিকার তৈরি বেল ৪০৭ হেলিকপ্টারের মাধ্যমে পুলিশের অধীনস্থ বাহিনী র‍্যাবের এয়ার উইং যাত্রা শুরু করে। ৫৬ কোটি টাকা ব্যয়ে আমেরিকার তৈরি সেই হেলিকপ্টার সরবরাহ করে দেশীয় প্রতিষ্ঠান রহিম আফরোজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে যা বলল ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

দুই মামলা থেকে মির্জা আব্বাস-আমান-গয়েশ্বরসহ ৪৫ জনকে অব্যাহতি

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বরপ্লেট উদ্ধার

আমরা চুপ থাকব না, উচিত শিক্ষা দেব—সেভেন সিস্টার্স নিয়ে হাসনাতের হুমকির জবাবে হিমন্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ