নিজস্ব প্রতিবেদক, ঢাকা

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নারকীয় গণহত্যা এবং সে রাতে শহীদ হওয়া জাতির সূর্যসন্তানদের স্মরণে এক মিনিটের 'ব্ল্যাক আউট' কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি পালন করা হয়। হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা প্রতিষ্ঠান জরুরি স্থাপনা ও চলমান যানবাহন প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচির আওতামুক্ত ছিল।
জাতীয় দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে ১ মিনিট ব্ল্যাক আউটের সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, সব জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভূমিকা পালন করেছে। এ সময় বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলন ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে ২৫ শে মার্চের কালরাতে শহীদদের স্মরণ করেছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ।
বাঙালির স্বাধীনতা আন্দোলনের টুটি চেপে ধরতে পাকিস্তানি বাহিনী ১৯৭২ সালের ২৫ শে মার্চ রাতে নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে। অপারেশন সার্চলাইট নামে রাজধানী ঢাকায় চালানো হয় নারকীয় গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, ইস্ট পাকিস্তান রেজিমেন্টসহ দেশের বিভিন্ন স্থানে এ গণহত্যা সংগঠিত হয়। মার্চের শুরুতে মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলি এই অপারেশনের মূল পরিকল্পনা তৈরি করেন।
২০১৭ সাল থেকে সরকার ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। এ দিবসকে কেন্দ্র করে ২০১৮ সাল থেকে ২৫ মার্চ রাতে ১ মিনিটের ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। এ সময় সরকারিভাবে বিদ্যুৎ বন্ধ না করা হলেও ২৫ মার্চের কালরাতে শহীদদের স্মরণে সবাইকে নিজ নিজ উদ্যোগে এক মিনিট বিদ্যুৎ বন্ধ রাখার সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে নারকীয় গণহত্যা এবং সে রাতে শহীদ হওয়া জাতির সূর্যসন্তানদের স্মরণে এক মিনিটের 'ব্ল্যাক আউট' কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি পালন করা হয়। হাসপাতাল ও ফায়ার সার্ভিসের মতো জরুরি সেবা প্রতিষ্ঠান জরুরি স্থাপনা ও চলমান যানবাহন প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচির আওতামুক্ত ছিল।
জাতীয় দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে ১ মিনিট ব্ল্যাক আউটের সিদ্ধান্ত বাস্তবায়নে মন্ত্রিপরিষদ বিভাগ, জননিরাপত্তা বিভাগ, বিদ্যুৎ বিভাগ, তথ্য মন্ত্রণালয়, গণযোগাযোগ অধিদপ্তর, সব জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তারা ভূমিকা পালন করেছে। এ সময় বিভিন্ন স্থানে মোমবাতি প্রজ্বলন ও অন্যান্য কর্মসূচির মধ্য দিয়ে ২৫ শে মার্চের কালরাতে শহীদদের স্মরণ করেছে বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল ও সাধারণ মানুষ।
বাঙালির স্বাধীনতা আন্দোলনের টুটি চেপে ধরতে পাকিস্তানি বাহিনী ১৯৭২ সালের ২৫ শে মার্চ রাতে নিরস্ত্র বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে। অপারেশন সার্চলাইট নামে রাজধানী ঢাকায় চালানো হয় নারকীয় গণহত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, ইস্ট পাকিস্তান রেজিমেন্টসহ দেশের বিভিন্ন স্থানে এ গণহত্যা সংগঠিত হয়। মার্চের শুরুতে মেজর জেনারেল খাদিম হুসাইন রাজা এবং মেজর জেনারেল রাও ফরমান আলি এই অপারেশনের মূল পরিকল্পনা তৈরি করেন।
২০১৭ সাল থেকে সরকার ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করে আসছে। এ দিবসকে কেন্দ্র করে ২০১৮ সাল থেকে ২৫ মার্চ রাতে ১ মিনিটের ব্ল্যাক আউট কর্মসূচি পালন করা হয়। এ সময় সরকারিভাবে বিদ্যুৎ বন্ধ না করা হলেও ২৫ মার্চের কালরাতে শহীদদের স্মরণে সবাইকে নিজ নিজ উদ্যোগে এক মিনিট বিদ্যুৎ বন্ধ রাখার সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১২ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
১৩ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
১৫ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
১৫ ঘণ্টা আগে