নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করার। আমি যে ট্রেনটা পরিদর্শন করেছি সেটাতে স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে বসেছেন যাত্রীরা। তবে লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লোকাল ও কমিউটার ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। তবে লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা আমাদেরও ছিল। কারণ লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে এবং যাত্রী তোলে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ট্রেন চালুর প্রথম দিনে কমলাপুর রেলস্টেশনে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আপনারা আগে পজিটিভ দিকটা দেখেন তারপর নেগেটিভ দিকটা তুলে ধরেন। যাত্রীদের আমরা একটা আধুনিক যুগোপযোগী মানসম্মত সেবা দেওয়ার জন্য ট্রেনে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। লোকাল ট্রেনগুলোতে কিছু কিছু ক্ষেত্রে তার ব্যাত্যয় হচ্ছে সেটা আমি অস্বীকার করছি না। তবে স্টেশনে ট্রেন দাঁড়ানোর সঙ্গে হুড় হুড় করে মানুষ উঠে যায় এটা বন্ধ করার মেকানিজম আমাদের নেই। সুতরাং স্টেশনে যদি যাত্রীদের প্রবেশে নিয়ন্ত্রণ করা যায় তাহলে যে অভিযোগগুলো আসছে সেগুলো আর থাকবে না।’
ট্রেনের ভাড়া বাড়েনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাসে ভাড়া বাড়ানো হলেও ট্রেনে কোন ভাড়া বাড়েনি। তবে কোথাও যদি কোন ব্যত্যয় হয় এবং সেটা যদি আমরা ধরতে পারি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
অনলাইনে ট্রেনের টিকেট কাটতে ভোগান্তি হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'এটা অস্বাভাবিক কিছু নয়। ৪০ থেকে ৫০ লাখ লোক যদি টিকিট কাটার চেষ্টা করে তাহলে সবাইতো পাবে না। প্রতিটা ট্রেনে গড়ে ৭০০ সিট থাকে সেখানে এখন অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে।
রেলের জনবলের ঘাটতি আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছি রেলের নিয়োগ প্রক্রিয়ায় খুব শীঘ্রই এই নিয়োগ শুরু করব আমরা।’
এসময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো.সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার সহ অন্যান্য কর্মকর্তারা।

রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, আমরা চেষ্টা করছি স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনা করার। আমি যে ট্রেনটা পরিদর্শন করেছি সেটাতে স্বাস্থ্যবিধি মেনে এক সিট ফাঁকা রেখে বসেছেন যাত্রীরা। তবে লোকাল ট্রেনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, লোকাল ও কমিউটার ট্রেনের টিকিট স্টেশনের কাউন্টার থেকে দেওয়া হচ্ছে। তবে লোকাল ট্রেনে স্বাস্থ্যবিধি না মানার আশঙ্কা আমাদেরও ছিল। কারণ লোকাল ট্রেন প্রতিটা স্টেশনে থামে এবং যাত্রী তোলে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে ট্রেন চালুর প্রথম দিনে কমলাপুর রেলস্টেশনে আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘আপনারা আগে পজিটিভ দিকটা দেখেন তারপর নেগেটিভ দিকটা তুলে ধরেন। যাত্রীদের আমরা একটা আধুনিক যুগোপযোগী মানসম্মত সেবা দেওয়ার জন্য ট্রেনে শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করছি। লোকাল ট্রেনগুলোতে কিছু কিছু ক্ষেত্রে তার ব্যাত্যয় হচ্ছে সেটা আমি অস্বীকার করছি না। তবে স্টেশনে ট্রেন দাঁড়ানোর সঙ্গে হুড় হুড় করে মানুষ উঠে যায় এটা বন্ধ করার মেকানিজম আমাদের নেই। সুতরাং স্টেশনে যদি যাত্রীদের প্রবেশে নিয়ন্ত্রণ করা যায় তাহলে যে অভিযোগগুলো আসছে সেগুলো আর থাকবে না।’
ট্রেনের ভাড়া বাড়েনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাসে ভাড়া বাড়ানো হলেও ট্রেনে কোন ভাড়া বাড়েনি। তবে কোথাও যদি কোন ব্যত্যয় হয় এবং সেটা যদি আমরা ধরতে পারি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
অনলাইনে ট্রেনের টিকেট কাটতে ভোগান্তি হচ্ছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'এটা অস্বাভাবিক কিছু নয়। ৪০ থেকে ৫০ লাখ লোক যদি টিকিট কাটার চেষ্টা করে তাহলে সবাইতো পাবে না। প্রতিটা ট্রেনে গড়ে ৭০০ সিট থাকে সেখানে এখন অর্ধেক টিকিট বিক্রি হচ্ছে।
রেলের জনবলের ঘাটতি আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এরই মধ্যে উদ্যোগ গ্রহণ করেছি রেলের নিয়োগ প্রক্রিয়ায় খুব শীঘ্রই এই নিয়োগ শুরু করব আমরা।’
এসময় উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো.সেলিম রেজা, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার সহ অন্যান্য কর্মকর্তারা।

সস্ত্রীক বাংলাদেশে ফিরে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নবনিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেন।
১ মিনিট আগে
২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল ‘সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত’। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল বলে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
১ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের
২ ঘণ্টা আগে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
৩ ঘণ্টা আগে