কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

যুক্তরাষ্ট্র সরকার মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পরই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) সব রকম সহযোগিতা দেওয়া বন্ধ করেছে। ২০১৮ সালেই র্যাবকে সহযোগিতা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।
গত বুধবার (১২ অক্টোবর) এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।
র্যাব যুক্তরাষ্ট্রের পরামর্শ ও প্রশিক্ষণে তৈরি, অস্ত্রশস্ত্র এবং ডিজিটাল সুযোগ-সুবিধা তারাই দিয়েছে— গত ৬ অক্টোবর ঢাকায় সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই প্রসঙ্গে প্রশ্ন করলে নেড প্রাইস এ তথ্য জানান।
এ মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা (যুক্তরাষ্ট্র) চার বছর হলো এই এলিট ফোর্সটিকে আমাদের সহায়তা বন্ধ করেছি। আর ২০২১ সালের ডিসেম্বরে র্যাব এবং এর ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তাকে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের জন্য ম্যাগনিটস্কি বিধানের আওতায় আমরা নিষেধাজ্ঞা দিয়েছি। এর মধ্যে দুই কর্মকর্তাকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করা (ভিসা নিষেধাজ্ঞা দেওয়া) হয়েছে।’
যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়াসহ বিশ্বের যে কোনো স্থানে বিদেশ নীতিতে মানবাধিকার রক্ষাকে অগ্রাধিকার দিয়ে থাকে উল্লেখ করে নেড প্রাইস বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের জন্য যেখানে যিনিই দায়ী হবেন, তাঁকে চিহ্নিত করার জন্য যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।’
র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাহিনীতে সংস্কার আনার লক্ষ্যে দেওয়া হয়েছে জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র সহযোগী দেশগুলোয় অপরাধ সামাল দেওয়ার দক্ষতা বাড়ানো, সুবিচার নিশ্চিত করা এবং আইনের শাসন সমুন্নত রাখতে সহযোগিতা দিয়ে যাবে। বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোকে দেওয়া প্রশিক্ষণ এই নীতিমালার আলোকেই হয়ে থাকে।’
বাংলাদেশে বিরোধী দলগুলোর সমাবেশে সরকারের বাধা দেওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মার্কিন কর্মকর্তা বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ করা ও মত প্রকাশের স্বাধীনতা চর্চার অধিকার সর্বজনীন।’

যুক্তরাষ্ট্র সরকার মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়ার পরই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) সব রকম সহযোগিতা দেওয়া বন্ধ করেছে। ২০১৮ সালেই র্যাবকে সহযোগিতা দেওয়া বন্ধ করেছে যুক্তরাষ্ট্র।
গত বুধবার (১২ অক্টোবর) এক নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস।
র্যাব যুক্তরাষ্ট্রের পরামর্শ ও প্রশিক্ষণে তৈরি, অস্ত্রশস্ত্র এবং ডিজিটাল সুযোগ-সুবিধা তারাই দিয়েছে— গত ৬ অক্টোবর ঢাকায় সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই প্রসঙ্গে প্রশ্ন করলে নেড প্রাইস এ তথ্য জানান।
এ মার্কিন কর্মকর্তা বলেন, ‘আমরা (যুক্তরাষ্ট্র) চার বছর হলো এই এলিট ফোর্সটিকে আমাদের সহায়তা বন্ধ করেছি। আর ২০২১ সালের ডিসেম্বরে র্যাব এবং এর ছয়জন বর্তমান ও সাবেক কর্মকর্তাকে মানবাধিকারের মারাত্মক লঙ্ঘনের জন্য ম্যাগনিটস্কি বিধানের আওতায় আমরা নিষেধাজ্ঞা দিয়েছি। এর মধ্যে দুই কর্মকর্তাকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করা (ভিসা নিষেধাজ্ঞা দেওয়া) হয়েছে।’
যুক্তরাষ্ট্র দক্ষিণ এশিয়াসহ বিশ্বের যে কোনো স্থানে বিদেশ নীতিতে মানবাধিকার রক্ষাকে অগ্রাধিকার দিয়ে থাকে উল্লেখ করে নেড প্রাইস বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের জন্য যেখানে যিনিই দায়ী হবেন, তাঁকে চিহ্নিত করার জন্য যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।’
র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাহিনীতে সংস্কার আনার লক্ষ্যে দেওয়া হয়েছে জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র সহযোগী দেশগুলোয় অপরাধ সামাল দেওয়ার দক্ষতা বাড়ানো, সুবিচার নিশ্চিত করা এবং আইনের শাসন সমুন্নত রাখতে সহযোগিতা দিয়ে যাবে। বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলোকে দেওয়া প্রশিক্ষণ এই নীতিমালার আলোকেই হয়ে থাকে।’
বাংলাদেশে বিরোধী দলগুলোর সমাবেশে সরকারের বাধা দেওয়া সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মার্কিন কর্মকর্তা বলেন, ‘শান্তিপূর্ণ সমাবেশ করা ও মত প্রকাশের স্বাধীনতা চর্চার অধিকার সর্বজনীন।’

যুক্তরাষ্ট্রে যেতে দুই ক্যাটাগরির ভিসায় এখন থেকে বাংলাদেশিদের ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হবে। আজ সোমবার ঢাকার মার্কিন দূতাবাস নিজেদের ভেরিফায়েড অফিশিয়াল ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে যারা যুক্তরাষ্ট্রে যাবেন তাদের জন্য এই নিয়ম কার্যকর হবে।
১৩ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের অনুমতি দিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের বেঞ্চ চার সপ্তাহের জন্য ওই চিঠির কার্যকারিতা স্থগিত করেন।
২০ মিনিট আগে
অপতথ্য ও বিদেশি প্রযুক্তির অপব্যবহারকে ইরানে সাম্প্রতিক সহিংসতা ও প্রাণহানির মূল কারণ হিসেবে দায়ী করেছেন ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট ইন্টারনেটসহ অত্যাধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ইরানজুড়ে পরিকল্পিতভাবে গুজব ও বিভ্রান্তি ছড়ানো
৩৩ মিনিট আগে
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।
১ ঘণ্টা আগে