নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কনডেমড সেলে রয়েছেন ২ হাজার ১৬২ জন বন্দী। আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে দেওয়া কারা অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন কয়েদির রিটের পরিপ্রেক্ষিতে নির্দেশ অনুযায়ী এ প্রতিবেদন দাখিল করা হয়। এতে বলা হয়, গত বছরের ১ নভেম্বর পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্তদের জন্য ২ হাজার ৬৫৭টি সেলের মধ্যে পুরুষ বন্দীর সংখ্যা ছিল ২ হাজার ৯৯ এবং নারী ছিলেন ৬৩ জন। আর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের জন্য কারাগারে সেল রয়েছে পুরুষদের জন্য ২ হাজার ৫১২ ও নারীদের জন্য ১৪৫টি।
এদিকে একটি কনডেমড সেলের ভেতরে কী কী ব্যবস্থা রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পরবর্তী আদেশের জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালের ২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন তিন কয়েদি। এতে দেশের সব কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ও কনডেমড সেলের সংখ্যাসহ সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রতিবেদন জানাতে নির্দেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, কারা বিধি মোতাবেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ১০ ধরনের সুযোগ–সুবিধা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—নির্ধারিত ডায়েট স্কেল অনুযায়ী খাদ্য সরবরাহ, নির্ধারিত পোশাক, নিয়মিত চিকিৎসা, কারা বিধি মোতাবেক আত্মীয়-স্বজন ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, বই-পুস্তক ও পত্রিকা পড়ার সুযোগ, ধূমপায়ীদের বিড়ি–সিগারেট দেওয়া, সেল সংলগ্ন আঙিনায় গোসল ও শরীরচর্চার সুযোগ, আপিল দায়ের সংক্রান্ত কার্যক্রম সম্পাদনে ব্যবস্থা গ্রহণ এবং সেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাদ্য পরিবেশনের ব্যবস্থা করা।

দেশের বিভিন্ন কারাগারে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে কনডেমড সেলে রয়েছেন ২ হাজার ১৬২ জন বন্দী। আজ সোমবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে দেওয়া কারা অধিদপ্তরের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন কয়েদির রিটের পরিপ্রেক্ষিতে নির্দেশ অনুযায়ী এ প্রতিবেদন দাখিল করা হয়। এতে বলা হয়, গত বছরের ১ নভেম্বর পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্তদের জন্য ২ হাজার ৬৫৭টি সেলের মধ্যে পুরুষ বন্দীর সংখ্যা ছিল ২ হাজার ৯৯ এবং নারী ছিলেন ৬৩ জন। আর মৃত্যুদণ্ডপ্রাপ্তদের জন্য কারাগারে সেল রয়েছে পুরুষদের জন্য ২ হাজার ৫১২ ও নারীদের জন্য ১৪৫টি।
এদিকে একটি কনডেমড সেলের ভেতরে কী কী ব্যবস্থা রয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য চেয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পরবর্তী আদেশের জন্য আগামী ৪ এপ্রিল দিন ধার্য করা হয়েছে। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
এর আগে মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেমড সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালের ২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট করেন তিন কয়েদি। এতে দেশের সব কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী ও কনডেমড সেলের সংখ্যাসহ সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রতিবেদন জানাতে নির্দেশ দেন হাইকোর্ট।
হাইকোর্টে দাখিল করা প্রতিবেদনে বলা হয়, কারা বিধি মোতাবেক মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের ১০ ধরনের সুযোগ–সুবিধা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে—নির্ধারিত ডায়েট স্কেল অনুযায়ী খাদ্য সরবরাহ, নির্ধারিত পোশাক, নিয়মিত চিকিৎসা, কারা বিধি মোতাবেক আত্মীয়-স্বজন ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা, ধর্মীয় শিক্ষা ব্যবস্থা, বই-পুস্তক ও পত্রিকা পড়ার সুযোগ, ধূমপায়ীদের বিড়ি–সিগারেট দেওয়া, সেল সংলগ্ন আঙিনায় গোসল ও শরীরচর্চার সুযোগ, আপিল দায়ের সংক্রান্ত কার্যক্রম সম্পাদনে ব্যবস্থা গ্রহণ এবং সেলের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও খাদ্য পরিবেশনের ব্যবস্থা করা।

‘ক্যারিয়ার রাজনীতিকদের’ অনেকটা কোণঠাসা করে জাতীয় সংসদে ব্যবসায়ীদের উপস্থিতি বেশ কিছুদিন ধরেই বেড়ে চলেছে। একাধিক চরম বিতর্কিত ভোটের পর হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও এ চিত্র বহাল থাকতে পারে। কারণ এবারের প্রার্থী তালিকায়ও পেশাজীবীদের মধ্যে ব্যবসায়ীদের জয়জয়কার।
১১ ঘণ্টা আগে
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া একই বছর ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত, ১২৩ জন আহত এবং ৩৪ জন নিখোঁজ হয়। রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৭৮ জন এবং আহত হয় ১৫২ জন।
১৫ ঘণ্টা আগে
ফাহমিদা খাতুন বলেন, ‘বিনিয়োগ না বাড়লে বৈষম্য ও অস্থিরতা বাড়বে। সমাজে যদি ন্যায়সংগত সুযোগ না থাকে, তাহলে একদিকে বৈষম্য তৈরি হয়, অন্যদিকে অস্থিরতা দেখা দেয়। ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন হয়, তার পেছনেও এই বাস্তবতা কাজ করেছে। বাজারে চাকরি নেই, সরকারি চাকরিই একমাত্র ভরসা, সেখানেও কোটা-সংকট।
১৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে শাহজাদপুরেই ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
১৯ ঘণ্টা আগে