নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি না নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভাইরাসের সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসন চাইলেই লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন তিনি।
আজ সোমবারের মন্ত্রিসভা বৈঠকে অংশ নিয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে সরকারপ্রধান এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অলরেডি আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বলে দিয়েছি। তাঁরা স্থানীয়ভাবে বসে যদি মনে করেন কোথাও সংক্রমণ বেশি হচ্ছে, ইনফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেওয়া বা লকডাউন- যেটাতে তাঁরা কমফোর্ট ফিল করবেন (সুবিধা মনে করবেন) সেভাবে করবেন, স্থানীয়ভাবে লক করে দিতে পারবেন। কারণ পুরো দেশে আর একভাবে স্প্রেড করছে না। (করোনা সংক্রমণ) নর্থবেঙ্গল, দিনাজপুরে বাড়ছে, যশোরের দিকে কমে আসছে, চাঁপাইনবাবগঞ্জে কমে আসছে।
করোনা নিয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি–না, সাংবাদিকদের এই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, এখন থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনসহ সবাইকে অথোরিটি দিয়ে দেওয়া হলো। অলরেডি আমরা চিঠিতে বলে দিয়েছি। উনি আবার রিমাইন্ড করে দিতে বলেছেন– কোনো রকম রিস্ক না নিতে। যেখানে যাঁরা কমফোর্টেবল মনে করবেন তাঁরা সেখানে যেন ব্লক করে দিয়ে এটাকে থামানোর চেষ্টা করেন।
আগামী ১৬ জুন পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধের মেয়াদ বাড়বে কি–না, সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে এখনো আলোচনা নেই। আরও দুই দিন সময় আছে, দেখা যাক।

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ঝুঁকি না নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভাইরাসের সংক্রমণ বিবেচনায় স্থানীয় প্রশাসন চাইলেই লকডাউন দিতে পারবে বলে জানিয়েছেন তিনি।
আজ সোমবারের মন্ত্রিসভা বৈঠকে অংশ নিয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণ নিয়ে সরকারপ্রধান এই নির্দেশনা দেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, অলরেডি আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ও স্থানীয় জনপ্রতিনিধিদের বলে দিয়েছি। তাঁরা স্থানীয়ভাবে বসে যদি মনে করেন কোথাও সংক্রমণ বেশি হচ্ছে, ইনফোর্স করা, ট্রিটমেন্ট বেশি দেওয়া বা লকডাউন- যেটাতে তাঁরা কমফোর্ট ফিল করবেন (সুবিধা মনে করবেন) সেভাবে করবেন, স্থানীয়ভাবে লক করে দিতে পারবেন। কারণ পুরো দেশে আর একভাবে স্প্রেড করছে না। (করোনা সংক্রমণ) নর্থবেঙ্গল, দিনাজপুরে বাড়ছে, যশোরের দিকে কমে আসছে, চাঁপাইনবাবগঞ্জে কমে আসছে।
করোনা নিয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি–না, সাংবাদিকদের এই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, উনি (প্রধানমন্ত্রী) বলেছেন, এখন থেকে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনসহ সবাইকে অথোরিটি দিয়ে দেওয়া হলো। অলরেডি আমরা চিঠিতে বলে দিয়েছি। উনি আবার রিমাইন্ড করে দিতে বলেছেন– কোনো রকম রিস্ক না নিতে। যেখানে যাঁরা কমফোর্টেবল মনে করবেন তাঁরা সেখানে যেন ব্লক করে দিয়ে এটাকে থামানোর চেষ্টা করেন।
আগামী ১৬ জুন পর্যন্ত মানুষের চলাচলে বিধিনিষেধ রয়েছে। এই বিধিনিষেধের মেয়াদ বাড়বে কি–না, সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা নিয়ে এখনো আলোচনা নেই। আরও দুই দিন সময় আছে, দেখা যাক।

শুনানির সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম মুন। এই মামলায় পলাতক রয়েছেন পুলিশের সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৫ মিনিট আগে
লুট হওয়া অস্ত্র নির্বাচনের আগে যত দ্রুত সম্ভব উদ্ধার করার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম।
৭ মিনিট আগে
অ্যাননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই পরোয়ানা জারি করেন।
৩ ঘণ্টা আগে
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মামলার রায় ঘোষণা আজ হচ্ছে না। প্রসিকিউশন জানিয়েছে, রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পেছানো হয়েছে। রায় ঘোষণার জন্য ২৬ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
৩ ঘণ্টা আগে