নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে বরখাস্ত করেছে সরকার। এছাড়া সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকেও বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মোল্যা নজরুল ইসলামের (ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে সংযুক্ত) বিরুদ্ধে গুলশান থানায় গত বছরের অক্টোবর হত্যাচেষ্টা মামলা হয়েছে। ওই মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০২৫ সালে ৯ ফেব্রুয়ারি তারিখে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন তিনি।
আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে (বর্তমানে পুলিশ সুপার, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত) গোপালগঞ্জ মডেল থানার মামলায় গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। আদালতে পাঠানো হলে তাঁকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আব্দুল মান্নানকে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার (২) উপধারায় বলা হয়েছে, কোনো কর্মচারী দেনার দায়ে আটক থাকলে বা ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ আটক বা গ্রেপ্তার ব্যক্তিকে সাময়িক দরখাস্ত করতে পারবে।

বাংলাদেশ পুলিশের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে বরখাস্ত করেছে সরকার। এছাড়া সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল মান্নানকেও বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, মোল্যা নজরুল ইসলামের (ডিআইজি, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে সংযুক্ত) বিরুদ্ধে গুলশান থানায় গত বছরের অক্টোবর হত্যাচেষ্টা মামলা হয়েছে। ওই মামলায় গত ৯ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী ২০২৫ সালে ৯ ফেব্রুয়ারি তারিখে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন তিনি।
আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে (বর্তমানে পুলিশ সুপার, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত) গোপালগঞ্জ মডেল থানার মামলায় গত ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। আদালতে পাঠানো হলে তাঁকে সিলেট জেলা কারাগারে প্রেরণ করেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, আব্দুল মান্নানকে ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।
২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৩৯ ধারার (২) উপধারায় বলা হয়েছে, কোনো কর্মচারী দেনার দায়ে আটক থাকলে বা ফৌজদারি মামলায় গ্রেপ্তার হলে তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষ আটক বা গ্রেপ্তার ব্যক্তিকে সাময়িক দরখাস্ত করতে পারবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দ্বৈত নাগরিকত্ব–সংক্রান্ত জটিলতায় পড়া অধিকাংশ প্রার্থীর পথ সুগম করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে কুমিল্লা-১০ আসনে বিএনপির এক প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং কুমিল্লা-৩ আসনে আরেক বিএনপি প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।
১০ ঘণ্টা আগে
নির্বাচন কমিশন (ইসি) কোনো ধরনের পক্ষপাতিত্ব ছাড়াই আপিল শুনানি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কমিশন কোনো পক্ষপাত দেখায়নি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের
১১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও ওই দলের মুখ্য সমন্বয়ক ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১২ ঘণ্টা আগে
আপিল শুনানির শেষ দিনে বিএনপির আরও দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা পুনর্বহাল বা বাতিল চেয়ে দায়ের করা আপিলের শুনানি শেষে ইসি এ রায় দেয়।
১২ ঘণ্টা আগে