কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশকে করোনার ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ অ্যাস্ট্রজেনেকা টিকা উপহার দিয়েছে পোল্যান্ড। সেই সঙ্গে সম্পূর্ণ নিজ খরচে তা বাংলাদেশও পৌঁছে দেবে দেশটি।
আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে করোনার টিকা হস্তান্তর অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে এ টিকা গ্রহণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. খুরশেদ আলম। পোল্যান্ডের পক্ষে টিকা হস্তান্তর করেন বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত অধ্যাপক অ্যাডাম বুরাকৌসকি। এ সময়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, বন্ধুত্বের নিদর্শন হিসেবে পোল্যান্ড এ টিকা বাংলাদেশকে দিয়েছে। এ টিকা পরিবহন খরচও পোল্যান্ডই দিচ্ছে। আর তিন ভাগে এ টিকা বাংলাদেশকে দেবে দেশটি। ইতিমধ্যে প্রথম চালান ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ টিকা এসেছে। দ্বিতীয় চালানে ৯ লাখ ২০ হাজার ৭৯০ ডোজ বৃহস্পতিবার ১১ই নভেম্বর এবং ১৩ লাখ ২৪ হাজার ৮০০টি ডোজ আগামী ১৪ই নভেম্বর বাংলাদেশে এসে পৌঁছাবে।
অনুষ্ঠানে পোল্যান্ডের রাষ্ট্রদূত টিকা উপহারকে দুই দেশের বন্ধুত্বে নিদর্শন উল্লেখ করে দুই দেশই দ্রুত সহযোগিতার মাধ্যমে মহামারি কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন। এ সময়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পোল্যান্ডকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, পোল্যান্ডের উপহার সঠিক সময়ে বাংলাদেশে এসেছে, যখন সরকার তার সকল জনসাধারণকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের বাদশা সালমান রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০টি ডোজ অ্যাস্ট্রজেনেকার টিকা বিনা মূল্যে দিচ্ছে। আগামী ২-৩ দিনের মধ্যে এই টিকার চালান ঢাকা পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে জানিয়েছে।
ফ্রান্স সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎ শেষে ফ্রান্স বাংলাদেশকে বিশ লাখ টিকা অনুদানের ঘোষণা দিয়েছে।

বাংলাদেশকে করোনার ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ অ্যাস্ট্রজেনেকা টিকা উপহার দিয়েছে পোল্যান্ড। সেই সঙ্গে সম্পূর্ণ নিজ খরচে তা বাংলাদেশও পৌঁছে দেবে দেশটি।
আজ বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবনে করোনার টিকা হস্তান্তর অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে এ টিকা গ্রহণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব মো. খুরশেদ আলম। পোল্যান্ডের পক্ষে টিকা হস্তান্তর করেন বাংলাদেশের অনাবাসী রাষ্ট্রদূত অধ্যাপক অ্যাডাম বুরাকৌসকি। এ সময়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, বন্ধুত্বের নিদর্শন হিসেবে পোল্যান্ড এ টিকা বাংলাদেশকে দিয়েছে। এ টিকা পরিবহন খরচও পোল্যান্ডই দিচ্ছে। আর তিন ভাগে এ টিকা বাংলাদেশকে দেবে দেশটি। ইতিমধ্যে প্রথম চালান ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ টিকা এসেছে। দ্বিতীয় চালানে ৯ লাখ ২০ হাজার ৭৯০ ডোজ বৃহস্পতিবার ১১ই নভেম্বর এবং ১৩ লাখ ২৪ হাজার ৮০০টি ডোজ আগামী ১৪ই নভেম্বর বাংলাদেশে এসে পৌঁছাবে।
অনুষ্ঠানে পোল্যান্ডের রাষ্ট্রদূত টিকা উপহারকে দুই দেশের বন্ধুত্বে নিদর্শন উল্লেখ করে দুই দেশই দ্রুত সহযোগিতার মাধ্যমে মহামারি কাটিয়ে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন। এ সময়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পোল্যান্ডকে ধন্যবাদ জানিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে জানিয়েছেন। ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব বলেন, পোল্যান্ডের উপহার সঠিক সময়ে বাংলাদেশে এসেছে, যখন সরকার তার সকল জনসাধারণকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের বাদশা সালমান রিলিফ ফান্ড থেকে ১৪ লাখ ৯৯ হাজার ২৭০টি ডোজ অ্যাস্ট্রজেনেকার টিকা বিনা মূল্যে দিচ্ছে। আগামী ২-৩ দিনের মধ্যে এই টিকার চালান ঢাকা পৌঁছাবে বলে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশকে জানিয়েছে।
ফ্রান্স সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সাক্ষাৎ শেষে ফ্রান্স বাংলাদেশকে বিশ লাখ টিকা অনুদানের ঘোষণা দিয়েছে।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান গত শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি (রাজনৈতিক বিষয়ক) অ্যালিসন হুকার এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক...
১ ঘণ্টা আগে
বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
৮ ঘণ্টা আগে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট। কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু আগেই এ নিয়ে বিতর্ক উঠে গেছে। দেশের বাইরে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও বিএনপির আপত্তি আছে।
৯ ঘণ্টা আগে
জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ১১৬ কোটি ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮২৯টি জুলাই শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
১৩ ঘণ্টা আগে