নিজস্ব প্রতিবেদক

ঢাকা: করোনা মহামারিতে বিপর্যস্ত দেশ। নগরে বেড়েছে দারিদ্র্য। আর্থিক সংকটে দিশেহারা মানুষ। এ বাস্তবতায় পানির দাম না বাড়াতে ভোক্তা অধিকার সংগঠনের পক্ষ থেকে অনুরোধ ছিল। বোর্ড সভাতেও বিষয়টি বিবেচনা করার সুপারিশ করেন একাধিক সদস্য। কিন্তু ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান তাঁর অবস্থানে অনড়। তিনি অনেকটা একক সিদ্ধান্তেই পানির দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছেন।
আজ সোমবার বোর্ড সভায় ঢাকায় সরবরাহকৃত পানির নতুন দর নির্ধারণ করা হয়। নতুন দরে আবাসিক এবং বাণিজ্যিকে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৫ টাকা ১৮ পয়সা এবং ৪২ টাকা। আগামী ১ জুলাই থেকে এ দাম কার্যকর হবে। বর্তমানে আবাসিক এবং বাণিজ্যিকে এক ইউনিট পানির দাম যথাক্রমে ১৪ টাকা ৪৬ পয়সা এবং ৪০ টাকা।
বোর্ড সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে অংশ নেন ছুটিতে থাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। পানির দাম বাড়াতে শুরু থেকেই তিনি সবচেয়ে তৎপর ছিলেন। বোর্ড সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় পানির দাম না বাড়াতে মতামত দেন বেশ কয়েক জন। বাকিরা নীরব থাকলেও তাদের বেশির ভাগেরই দাম না বাড়ানোর পক্ষেই অবস্থান ছিল। কিন্তু তাতে পাত্তা দেননি এমডি। তিনি বলেছেন, দাম না বাড়ালে ভর্তুকি বাড়াতে হবে। তাই পানির দাম না বাড়িয়ে উপায় নেই।
এপ্রিল থেকে তিন মাসের ছুটিতে যুক্তরাষ্ট্রে আছেন ওয়াসার এমডি তাকসিম এ খান। সেখান থেকেই ভিডিও কনফারেন্সে বোর্ড সভায় অংশ নেন তিনি।

ঢাকা: করোনা মহামারিতে বিপর্যস্ত দেশ। নগরে বেড়েছে দারিদ্র্য। আর্থিক সংকটে দিশেহারা মানুষ। এ বাস্তবতায় পানির দাম না বাড়াতে ভোক্তা অধিকার সংগঠনের পক্ষ থেকে অনুরোধ ছিল। বোর্ড সভাতেও বিষয়টি বিবেচনা করার সুপারিশ করেন একাধিক সদস্য। কিন্তু ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান তাঁর অবস্থানে অনড়। তিনি অনেকটা একক সিদ্ধান্তেই পানির দাম বাড়িয়ে নতুন দর নির্ধারণ করেছেন।
আজ সোমবার বোর্ড সভায় ঢাকায় সরবরাহকৃত পানির নতুন দর নির্ধারণ করা হয়। নতুন দরে আবাসিক এবং বাণিজ্যিকে প্রতি ইউনিট (এক হাজার লিটার) পানির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ১৫ টাকা ১৮ পয়সা এবং ৪২ টাকা। আগামী ১ জুলাই থেকে এ দাম কার্যকর হবে। বর্তমানে আবাসিক এবং বাণিজ্যিকে এক ইউনিট পানির দাম যথাক্রমে ১৪ টাকা ৪৬ পয়সা এবং ৪০ টাকা।
বোর্ড সভায় অংশ নেওয়া এক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র থেকে অনলাইনে অংশ নেন ছুটিতে থাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। পানির দাম বাড়াতে শুরু থেকেই তিনি সবচেয়ে তৎপর ছিলেন। বোর্ড সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় পানির দাম না বাড়াতে মতামত দেন বেশ কয়েক জন। বাকিরা নীরব থাকলেও তাদের বেশির ভাগেরই দাম না বাড়ানোর পক্ষেই অবস্থান ছিল। কিন্তু তাতে পাত্তা দেননি এমডি। তিনি বলেছেন, দাম না বাড়ালে ভর্তুকি বাড়াতে হবে। তাই পানির দাম না বাড়িয়ে উপায় নেই।
এপ্রিল থেকে তিন মাসের ছুটিতে যুক্তরাষ্ট্রে আছেন ওয়াসার এমডি তাকসিম এ খান। সেখান থেকেই ভিডিও কনফারেন্সে বোর্ড সভায় অংশ নেন তিনি।

আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাওয়া বৈধ প্রার্থীদের প্রায় এক-তৃতীয়াংশই বয়সে তরুণ ও যুবক। মোট প্রার্থীর ৩১ দশমিক ৩১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। দলভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শতাংশের হিসাবে তরুণ প্রার্থী সবচেয়ে বেশি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টিতে
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। তাঁদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে।
২ ঘণ্টা আগে
সারা দেশের জেলা আদালত ও উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিয়োগে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস করার সুপারিশ বাস্তবায়ন হয়নি এক বছরেও। বিলুপ্ত বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতিমধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় হলেও স্থায়ী অ্যাটর্নি সার্ভিস হয়নি।
২ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকুর স্ত্রী রহিমা আক্তারের নামে থাকা একটি ১০ তলা ভবন ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ গজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দেন।
৬ ঘণ্টা আগে