নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নোবেল বিজয়ী হিসেবে নয়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে শ্রম আইন লঙ্ঘনের বিচার হচ্ছে। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মোহাম্মদ ইউনুসসহ চারজনের মামলার রায় পড়তে গিয়ে আদালত পর্যবেক্ষণে এ কথা বলেন।
আজ মঙ্গলবার ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা এই রায় ঘোষণা করেন। রায় শ্রম আইনের একটি ধারায় ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। আরেকটি ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ‘আসামিপক্ষ এক নম্বর আসামি ড. ইউনুসের বিষয়ে প্রশংসাসূচক বক্তব্য উপস্থাপন করেছেন, যেখানে তাকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা নোবেল জয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলা হয়েছে। কিন্তু এ আদালতে নোবেলজয়ী ইউনূসের বিচার হচ্ছে না, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে বিচার হচ্ছে।’
আদালত আরও বলেন, শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে অভিযোগ উত্থাপন হয় সেই বিষয়ে বিচার হচ্ছে।
আদালত পর্যবেক্ষণে বলেন, গ্রামীণ টেলিকমের পক্ষে এবং ড. ইউনুসসহ চারজনের পক্ষে তাদের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন যুক্তি তর্ক শুনানিতে এবং আত্মপক্ষ সমর্থনের লিখিত বক্তব্যে আসামিগণ উল্লেখ করেন গ্রামীণ টেলিকম পল্লী ফোন ও নকিয়া কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ। সেই চুক্তি অনুযায়ী তারা শ্রমিক নিয়োগ দেন এবং শ্রমিকদের বেতন ভাতা বিভিন্ন বিষয়ে কোম্পানির নিজস্ব আইন অনুযায়ী চলে। শ্রমিকদের স্থায়ী নিয়োগ দেওয়া হয় না। শ্রমিকদেরও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। কাজেই তারা স্থায়ী শ্রমিকদের সুযোগ-সুবিধা পাবেন না। এ প্রসঙ্গে আদালত বলেন, দেশে বিদ্যমান শ্রম আইন মানতে হবে এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সুযোগ-সুবিধা দিতে হবে।
কোনো কোম্পানি নিজস্ব নিয়োগ বিধি ও নিজস্ব ছুটির নীতিমালা অনুযায়ী চলতে পারে না। সেটা আইনের বরখেলাপ।
৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ
আদালতের রায় কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি গ্রামীণ টেলিকমকে আগামী ৩০ দিনের মধ্যে শ্রমিকদের আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধ করা নির্দেশ দিয়েছেন।
রায়ে আরও বলা হয়েছে, ভবিষ্যতে শ্রম ও আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমকে ছুটির নীতিমালা, নিয়োগ বিধি এবং মজুরিসহ অন্যান্য বিষয়ে শ্রম আইন অনুযায়ী সংশোধন করার নির্দেশ দেওয়া হলো।

নোবেল বিজয়ী হিসেবে নয়, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে শ্রম আইন লঙ্ঘনের বিচার হচ্ছে। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মোহাম্মদ ইউনুসসহ চারজনের মামলার রায় পড়তে গিয়ে আদালত পর্যবেক্ষণে এ কথা বলেন।
আজ মঙ্গলবার ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা এই রায় ঘোষণা করেন। রায় শ্রম আইনের একটি ধারায় ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। আরেকটি ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করেন।
রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, ‘আসামিপক্ষ এক নম্বর আসামি ড. ইউনুসের বিষয়ে প্রশংসাসূচক বক্তব্য উপস্থাপন করেছেন, যেখানে তাকে দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করা নোবেল জয়ী আন্তর্জাতিক ব্যক্তিত্ব বলা হয়েছে। কিন্তু এ আদালতে নোবেলজয়ী ইউনূসের বিচার হচ্ছে না, গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান হিসেবে বিচার হচ্ছে।’
আদালত আরও বলেন, শ্রম আইন লঙ্ঘনের বিষয়ে অভিযোগ উত্থাপন হয় সেই বিষয়ে বিচার হচ্ছে।
আদালত পর্যবেক্ষণে বলেন, গ্রামীণ টেলিকমের পক্ষে এবং ড. ইউনুসসহ চারজনের পক্ষে তাদের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন যুক্তি তর্ক শুনানিতে এবং আত্মপক্ষ সমর্থনের লিখিত বক্তব্যে আসামিগণ উল্লেখ করেন গ্রামীণ টেলিকম পল্লী ফোন ও নকিয়া কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ। সেই চুক্তি অনুযায়ী তারা শ্রমিক নিয়োগ দেন এবং শ্রমিকদের বেতন ভাতা বিভিন্ন বিষয়ে কোম্পানির নিজস্ব আইন অনুযায়ী চলে। শ্রমিকদের স্থায়ী নিয়োগ দেওয়া হয় না। শ্রমিকদেরও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। কাজেই তারা স্থায়ী শ্রমিকদের সুযোগ-সুবিধা পাবেন না। এ প্রসঙ্গে আদালত বলেন, দেশে বিদ্যমান শ্রম আইন মানতে হবে এবং শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সুযোগ-সুবিধা দিতে হবে।
কোনো কোম্পানি নিজস্ব নিয়োগ বিধি ও নিজস্ব ছুটির নীতিমালা অনুযায়ী চলতে পারে না। সেটা আইনের বরখেলাপ।
৩০ দিনের মধ্যে পাওনা পরিশোধের নির্দেশ
আদালতের রায় কারাদণ্ড ও জরিমানার পাশাপাশি গ্রামীণ টেলিকমকে আগামী ৩০ দিনের মধ্যে শ্রমিকদের আইন অনুযায়ী প্রাপ্য পাওনা পরিশোধ করা নির্দেশ দিয়েছেন।
রায়ে আরও বলা হয়েছে, ভবিষ্যতে শ্রম ও আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমকে ছুটির নীতিমালা, নিয়োগ বিধি এবং মজুরিসহ অন্যান্য বিষয়ে শ্রম আইন অনুযায়ী সংশোধন করার নির্দেশ দেওয়া হলো।

বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ওপার থেকে আসা গুলিতে এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।
১৬ মিনিট আগে
প্রবাসী কল্যাণ ব্যাংকে শিগগির শরিয়াহভিত্তিক ঋণ প্রদানের কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
১ ঘণ্টা আগে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
১৩ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
১৪ ঘণ্টা আগে