নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় নিয়ে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁদের কেউ কেউ এই রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালত ওই রায় দেন। রায়ের পরপরই আপিলের শর্তে চারজনকে জামিন দেওয়া হয়। এই রায় গতকাল আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ আইরিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ব্যারিস্টার সারা হোসেন, আলোকচিত্রী শহিদুল ইসলাম এবং ঢাকায় বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা। রায়ের পর আইরিন খান আদালত চত্বরে সাংবাদিকদের বলেন, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে ২০২৪ সালের প্রথম দিনেই তিনি মর্মাহত এবং আতঙ্কিত হয়েছেন।
এই রায়ে একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে শ্রম আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, যেখানে বাংলাদেশে প্রতিদিনই কোথাও না কোথাও শ্রম আইন কোনো না কোনোভাবে ভাঙা হচ্ছে, সেখানে ড. ইউনূসকে শাস্তি দেওয়ার জন্য আদালতব্যবস্থাকে অস্ত্র বানানো হয়েছে।
দেশি-বিদেশি অনেক বিশিষ্ট ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে রায় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতার চরম সংকটের কারণে তিনি ইউনূসের রায়ে ক্ষুব্ধ ও গভীরভাবে বিরক্ত।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন এক্সে লেখেন, ‘ইউনূসকে আপিল করার শর্তে জামিন দেওয়া হয়েছে। এটা [রায়] জঘন্য। ব্রিটিশরা রবীন্দ্রনাথ ঠাকুরকে হয়রানি করেনি, যদিও তিনি নাইটহুড ত্যাগ করেছিলেন এবং একটি রাষ্ট্রদ্রোহমূলক বই ‘লেটারস ফ্রম রাশিয়া’ লিখেছিলেন। অমর্ত্য সেন এখন ভারতে হয়রানির শিকার হচ্ছেন। আমাদের হয়েছেটা কী?’
সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়নবিষয়ক গবেষক অশোক সোয়াইন এক্সে লিখেছেন, ‘...আদালত নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে কারাদণ্ড দিয়েছেন।...৭ জানুয়ারির নির্বাচনের আগে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।’
নিউইয়র্ক টাইমসের কলামিস্ট নিক ক্রিসটফ এক্সে গত ২৮ ডিসেম্বর লেখেন, ‘শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১ জানুয়ারি একটি রায় আসতে পারে। আশা করি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এবং কংগ্রেসের সদস্যরা এ বিষয়ে সরব হবেন।’

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় নিয়ে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তাঁদের কেউ কেউ এই রায়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
গতকাল সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালত ওই রায় দেন। রায়ের পরপরই আপিলের শর্তে চারজনকে জামিন দেওয়া হয়। এই রায় গতকাল আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হয়েছে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞ আইরিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ব্যারিস্টার সারা হোসেন, আলোকচিত্রী শহিদুল ইসলাম এবং ঢাকায় বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা। রায়ের পর আইরিন খান আদালত চত্বরে সাংবাদিকদের বলেন, একজন বাংলাদেশি নাগরিক হিসেবে ২০২৪ সালের প্রথম দিনেই তিনি মর্মাহত এবং আতঙ্কিত হয়েছেন।
এই রায়ে একজন নোবেল বিজয়ীর বিরুদ্ধে শ্রম আদালতকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, যেখানে বাংলাদেশে প্রতিদিনই কোথাও না কোথাও শ্রম আইন কোনো না কোনোভাবে ভাঙা হচ্ছে, সেখানে ড. ইউনূসকে শাস্তি দেওয়ার জন্য আদালতব্যবস্থাকে অস্ত্র বানানো হয়েছে।
দেশি-বিদেশি অনেক বিশিষ্ট ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে রায় নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতার চরম সংকটের কারণে তিনি ইউনূসের রায়ে ক্ষুব্ধ ও গভীরভাবে বিরক্ত।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন এক্সে লেখেন, ‘ইউনূসকে আপিল করার শর্তে জামিন দেওয়া হয়েছে। এটা [রায়] জঘন্য। ব্রিটিশরা রবীন্দ্রনাথ ঠাকুরকে হয়রানি করেনি, যদিও তিনি নাইটহুড ত্যাগ করেছিলেন এবং একটি রাষ্ট্রদ্রোহমূলক বই ‘লেটারস ফ্রম রাশিয়া’ লিখেছিলেন। অমর্ত্য সেন এখন ভারতে হয়রানির শিকার হচ্ছেন। আমাদের হয়েছেটা কী?’
সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়নবিষয়ক গবেষক অশোক সোয়াইন এক্সে লিখেছেন, ‘...আদালত নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসকে কারাদণ্ড দিয়েছেন।...৭ জানুয়ারির নির্বাচনের আগে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।’
নিউইয়র্ক টাইমসের কলামিস্ট নিক ক্রিসটফ এক্সে গত ২৮ ডিসেম্বর লেখেন, ‘শান্তিতে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১ জানুয়ারি একটি রায় আসতে পারে। আশা করি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন এবং কংগ্রেসের সদস্যরা এ বিষয়ে সরব হবেন।’

বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
৩ ঘণ্টা আগে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট। কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু আগেই এ নিয়ে বিতর্ক উঠে গেছে। দেশের বাইরে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও বিএনপির আপত্তি আছে।
৪ ঘণ্টা আগে
জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ১১৬ কোটি ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮২৯টি জুলাই শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
৭ ঘণ্টা আগে
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে আরও ৬০ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের আপিল শুনানিতে তাঁরা প্রার্থিতা ফিরে পান।
৮ ঘণ্টা আগে