Ajker Patrika

‘বোঝাপড়ার’ বৈঠক শুক্রবার

  • গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে: চীনা রাষ্ট্রদূত
  • নজর থাকবে ভারত ও যুক্তরাষ্ট্রের: বিশ্লেষক
  • মোদি-ইউনূস বৈঠক বিবেচনা করা হচ্ছে: জয়শঙ্কর
  • আজ আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।
কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৯: ৫৫
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আগামী শুক্রবার এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। চীন বৈঠকটিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক করে রাখতে চায়। অন্যদিকে সির সঙ্গে বৈঠকের পর সপ্তাহ না গড়াতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও ইউনূসের সাক্ষাতের সম্ভাবনা আছে।

বাংলাদেশে গত আগস্টে ক্ষমতায় পটপরিবর্তনের প্রেক্ষাপটে রাজনৈতিক, কৌশলগত, বাণিজ্যিক ও সামরিক দিক থেকে দুই প্রতিদ্বন্দ্বী দেশের শীর্ষ নেতাদের সঙ্গে ইউনূসের বৈঠক হতে চলেছে, এ কারণে বৈঠকগুলোর ওপর নজর থাকবে ভারত, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের, এমনটা মনে করছেন স্থানীয় কূটনীতিকেরা।

কূটনীতিকেরা অবশ্য বলছেন, অন্তর্বর্তী সরকার কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার দিকটি বিবেচনায় রেখেই ভারত, চীনসহ বিভিন্ন দেশের সঙ্গে যুক্ত হবে।

বেইজিংয়ে সরকারপ্রধানের বৈঠকে কী হতে পারে, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল রোববার সাংবাদিকদের বলেন, এবারের সফরে কোনো চুক্তি সই হচ্ছে না। তবে বিভিন্ন বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।

স্থানীয় ঊর্ধ্বতন এক কূটনীতিক বলছেন, গত জুলাইয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইজিংয়ে শীর্ষ বৈঠক করে এসেছেন। এর এক বছরের কম সময়ের মধ্যে সি চিন পিংয়ের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠক হচ্ছে। সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বেইজিং সফর করে এলেন। তাই এবারের বৈঠক থেকে ‘বোঝাপড়া গভীর করার বাইরে’ কোনো পক্ষই বেশি কিছু প্রত্যাশা করছে না।

এসব সত্ত্বেও বাংলাদেশ সরকার এবারও চীনের কাছে ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানো, ঋণের সুদ কমানো, দেশটিতে রপ্তানি বাড়ানো ও রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির কাছ থেকে গঠনমূলক জোরালো ভূমিকার অনুরোধ রাখবে, এমনটা জানান ঢাকার কূটনীতিকেরা।

সরকারি তথ্য অনুযায়ী, জাপান, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের পর চীন বাংলাদেশের ঋণের চতুর্থ একক বৃহত্তম উৎস। চীন ১৯৭৫ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশকে প্রায় ৯০০ কোটি ডলার ঋণ দিয়েছে। এর প্রায় অর্ধেকের বেশি এসেছে প্রেসিডেন্ট সির ২০১৬ সালে ঢাকা সফরের পর। বর্তমানে দেশটি প্রতিবছর গড়ে প্রায় ১০০ কোটি ডলার ঋণ ছাড় করে থাকে।

বাংলাদেশ ও চীনের মধ্যে শীর্ষ বৈঠকের প্রস্তুতি এগিয়ে নিতে দুই দেশের কূটনীতিকেরা নিয়মিত পরামর্শমূলক বৈঠকে বসছেন। গতকাল ঢাকায় পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকের পর রাষ্ট্রদূত বলেন, প্রধান উপদেষ্টার বেইজিং সফরের সময় গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতে পারে। দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০তম বার্ষিকীতে এই সফর একটি মাইলফলক হবে।

প্রধান উপদেষ্টা চার দিনের সফরে আগামী বুধবার চীনের পাঠানো একটি উড়োজাহাজে রওনা হবেন। পরদিন বৃহস্পতিবার তিনি হাইনান প্রদেশে বোয়াও আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন। আগামী শুক্রবার বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী শনিবার পিকিং বিশ্ববিদ্যালয় মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি দেবে। সেদিনই তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বেইজিং রওনা হওয়ার ৪৮ ঘণ্টারও কম সময় আগে আজ সোমবার রাতে ঢাকায় আসার কথা রয়েছে যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি ভোয়েলের। এক দিনের এই সফরে ইউনূস ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠক আছে।

ইউনূসের চীন রওনা হওয়ার ঠিক আগে মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার ঢাকা আসার কী তাৎপর্য থাকতে পারে, এমন প্রশ্নে কূটনৈতিক বিশ্লেষক বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট এম হুমায়ুন কবীর আজকের পত্রিকা'কে গতকাল বলেন, বাংলাদেশ সামরিক বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের অনেক কার্যক্রম আছে। মার্কিন কর্মকর্তার সফর সেই কার্যক্রমের অংশ হতে পারে। এর বাইরে চীন সফর নিয়ে যুক্তরাষ্ট্রের যতটা উদ্বেগ থাকবে, ভারতের উদ্বেগ থাকবে তার চেয়ে বেশি।

প্রধান উপদেষ্টার বেইজিং সফর সম্পর্কে হুমায়ুন কবীর বলেন, চীনারা বুদ্ধিমান। ওরা জানে, অধ্যাপক ইউনূসের সরকার অস্থায়ী সরকার। তাই তারা দীর্ঘ মেয়াদের কোনো ব্যবস্থায় এখন যাবে, এটা মনে হয় না।

ইউনূস-মোদি বৈঠকের সম্ভাবনা

প্রধান উপদেষ্টা ইউনূস বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহেই শেষ দিকে থাইল্যান্ডের ব্যাংকক যাবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সাত দেশের এ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

মোদির সঙ্গে ইউনূসের বৈঠক চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিকে ঢাকা থেকে কূটনৈতিক পত্র দিয়েছে। পত্রটির জবাব এসেছে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা গতকাল সাংবাদিকদের জানান, কোনো উত্তর আসেনি।

দুই দেশের কূটনীতিকেরা বলছেন, মোদির সঙ্গে ইউনূসের বৈঠকের বিষয়টি দিল্লি থেকে এখনো নাকচ করা হয়নি।

ইউনূসের সঙ্গে মোদির বৈঠকের সম্ভাবনার বিষয়ে জানতে চাইলে ভারতীয় একটি সরকারি সূত্র সেখানকার সংসদীয় প্যানেলকে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি জবাবের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। জয়শঙ্কর বলেছেন, ইউনূসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির বৈঠক আয়োজনে বাংলাদেশের অনুরোধ বিবেচনা করা হচ্ছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী হিসেবে ‘পদত্যাগ করে’ শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে চলে যান। ব্যাংককের বৈঠকটি হলে এটাই হবে দুই দেশের মধ্যে হাসিনা-পরবর্তী সময়ে প্রথম শীর্ষ বৈঠক।

জয়শঙ্কর সংসদীয় প্যানেলকে বলেন, হাসিনা সরকারের পতনের আগেই বাংলাদেশে হাসিনাবিরোধী জনরোষ তৈরি হওয়ার ব্যাপারে ভারত অবগত ছিল। তাঁর দাবি, হাসিনার ওপর পর্যাপ্ত প্রভাব না থাকায় ‘পরামর্শ দেওয়া ছাড়া’ ভারতের তেমন কিছু করার পরিস্থিতি ছিল না।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২৩: ১৩
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের আবহ বিরাজ করছে। তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশিষ্ট নাগরিক ও সর্বস্তরের জনগণ।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ৩টার দিকে খোলা হয় শোক বই। এর পর থেকে আসতে থাকেন দলের নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শোক বইয়ে স্বাক্ষর করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত
শোক বইয়ে স্বাক্ষর করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

আজ রাতে শোক বইয়ে স্বাক্ষর করেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তাঁরা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে উপস্থিত হয়ে শোক প্রকাশ করেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

শোক বইয়ে স্বাক্ষর করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
শোক বইয়ে স্বাক্ষর করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শোক বইয়ে স্বাক্ষর করে বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তিনি বিএনপির মহাসচিবসহ দলটির সিনিয়র নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

শোক বইয়ে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত
শোক বইয়ে স্বাক্ষর করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও শোক জানানো হয়েছে। দলটির নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ সন্ধ্যায় শোক বইয়ে স্বাক্ষর করেন।

খালেদা জিয়ার প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে শোক বইটি উন্মুক্ত রয়েছে। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা, রাষ্ট্রীয় ব্যক্তিত্ব ও সর্বস্তরের মানুষ স্বাক্ষর অব্যাহত রেখেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২২: ৪৫
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। ছবি: সংগৃহীত
নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাষ্ট্রীয় জানাজায় অংশ নেবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। আগামীকাল বুধবারের জানাজায় অংশগ্রহণ ও শ্রদ্ধা জানাতে আজ মঙ্গলবারই তিনি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফর সাবেক নেত্রীর প্রতি নেপালের গভীর শ্রদ্ধা এবং তাঁর তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বকালে নেপাল-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের অবদানকে সম্মান জানানোর প্রতিফলন।

সফরের সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা থাকবেন। জানাজা সম্পন্ন হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ২০২৬ সালের ১ জানুয়ারি কাঠমান্ডু ফিরবেন।

নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফরকে নেপাল ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও উল্লেখ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২২: ৫০
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত
খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। যাতে তাঁরা সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে জানাজায় অংশ নিতে পারেন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। এই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক নারীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ জোহর বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজায় অংশগ্রহণকারীদের নিরাপত্তার স্বার্থে কোনো ধরনের ব্যাগ বা ভারী সামগ্রী বহন না করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানাতে আগত সবার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

আজকের পত্রিকা ডেস্ক­
পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। ছবি: সংগৃহীত
পাকিস্তান পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার সরদার আইয়াজ সাদিক।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আজ মঙ্গলবার তাঁর এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছেন। ইসহাক দার লিখেছেন, আগামীকাল ঢাকায় খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার।

এর আগে দুপুরে ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র জানিয়েছিল খালেদা জিয়ার নামাজে জানাজায় যোগ দিতে ঢাকায় আসবেন সে দেশের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত